URL কি,URL এর কাজ কি এবং Url কিভাবে তৈরি জানুন

সাধারণত আমরা কমবেশি সবাই তো ইউ আর এল ব্যবহার করি।কিন্তু URL এর কাজ কি তা সম্পর্কে তেমন কিছু ধারণা আমাদের নাই।আমরা অনেকেই জানি না Url কী এবং URL কিভাবে কাজ করে।Url কিভাবে তৈরি করে সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

URL-এর-কাজ-কি

সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি URL এর কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।তাই URL এর কাজ  জানতে সম্পন্ন পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।বর্তমান সময়ে এসে আমরা সবাই ইউ আর এল ব্যবহার করতে হয়।
পোস্টসূচিপত্রঃ

Url কী

url পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।সাধারণত URL কে কোন ওয়েবসাইটের অথবা পেজের ঠিকানা বলা হয়ে থাকে।url কি সাধারণত ইউ আর এল হচ্ছে একটি অ্যাকাউন্ট বা নির্দিষ্ট ঠিকানাকে সহজ ভাবে পৌঁছে দেয় তাকে ইউআরএল বলে।তাই URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator।
সহজ ভাবে বলতে গেলে URL হলো কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইটের এড্রেস।আজকাল ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজে বের করা হয়।কিন্তু লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট কোন ওয়েবসাইট খুঁজে বের করতে এই URL ব্যবহার হয়।এক কথায় হাজারো ওয়েবসাইটের মধ্যে থেকে শুধুমাত্র নির্দিষ্ট একটি ওয়েবসাইট বের করার মাধ্যমে হলো ইউআরএল। 

সাধারণত নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য একটি ওয়েব এড্রেস ব্যবহার করা হয়।আর এই ওয়েব এড্রেস কে আমরা বলে থাকি URL।ইউ আর এল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।

URL এর কাজ কি

সাধারণত URL হচ্ছে একটি অ্যাকাউন্ট বা যে কোন কারো ঠিকানার সহজ মাধ্যমে দেওয়া থাকবে সেখানে এক ক্লিক করলেই একেবারে সেই লিংকের মধ্যে নিয়ে যাবে যেটা দেখেই আপনারা বুঝে নেবেন যে এটাতেই আপনাদের কাজ করা উচিত।তাই URL এর কাজ কি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে এই আর্টিকেলের মধ্যে।

সাধারণত অনেক মানুষ আছে যারা URL এর কাজ সম্পর্কে জানতে চাই তবে তারা তেমন ভালো তথ্য কোথাও পায় না।URL হচ্ছে একটি আইপি অ্যাড্রেস খুব সহজেই এক স্থানে ক্লিক করলেই বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে চলে যাবে।সাধারণত আপনাদের কোন কিছুর মধ্যে যেতে হলে একের পর একটা পর্যায় ক্রমিক ভাবে যেতে হয়।

তাই এই URL হচ্ছে একবারেই এক জায়গায় ক্লিক করলে একেবারেই নিয়ে চলে যাবে।তবে আমাদের এই আর্টিকেলের মধ্যে URL এর কাজ সম্পন্ন ভাবে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে পড়ে দেখে জেনে নেবেন।তাইতো নিচে URL এর কিছু কাজ জানিয়ে দেওয়া হলো:
  • সাধারণত URL হচ্ছে একটি আইপি অ্যাড্রেস। 
  • URL হচ্ছে একটি ঠিকানা বা একটি যোগাযোগের মাধ্যম। 
  • URL হচ্ছে এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। 
  • এই URL সম্পর্কে প্রত্যেক জীবনে জানা উচিত এবং এটি ব্যবহার করা উচিত। 

Url কিভাবে তৈরি করে

সাধারণত URL হলো কোন নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা।সাধারণত URL এর প্রথমে https ব্যবহার করে ওয়েবসাইটের ঠিকানা পরিচিত করা হয়।১৯৯৪ সালে টিম বানার্স লি দ্বারা নির্মিত হয়েছিল এই URL।একথাই বলতে গেলে ইউ আর এল হলো একটি নির্দিষ্ট ক্যারেক্টার যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিভিন্ন তথ্য একসেপ্ট করতে ব্যবহার করা হয়।
সাধারণত সর্বপ্রথম URL বিজ্ঞানীরা তৈরি করেছিলেন তারপর বিভিন্ন মাধ্যমের কারণে বিভিন্ন রকম ভাবে URL ছড়িয়ে ছিটিয়ে গেছে।এই কারণে প্রত্যেক জীবনে ইউ আর এল এর ব্যবহার শুরু হয়ে গেছে। 

Url এর কয়টি অংশ ও কি কি

ইউ আর এল কে ৩ ভাগে ভাগ করা হয়। যেমন;
  • PROTOCOL: সাধারণত আমরা যদি কোন ওয়েবসাইট খুলি তারপরে ওয়েবসাইটটির একদম প্রথমে একটি প্রটোকল দিয়ে ওয়েব এড্রেস টি শুরু হয়। আমরা সাধারণত তাকে প্রটোকল বলে থাকি।
  • DOMAIN NAME: ডোমেইন নেম হলো কোন ওয়েবসাইটের নাম অথবা কোন ওয়েবসাইটের হোস্ট এড্রেস। প্রতিটি ওয়েবসাইটের আইপি এড্রেস আলাদা। এক কথায় বলতে গেলে ডোমেইন নেম দিয়ে ইন্টারনেটে সার্চ করলে শুধুমাত্র একটি এড্রেস খুঁজে পাওয়া যায়।
  • RESOURSE LOCATION: সাধারণত একটি ওয়েবসাইটকে নির্দিষ্ট রিসোর্সের কোন হোস্টিং এর মধ্যে হোস্ট করা থাকে। এটার মাধ্যমে ওয়েবসাইটে সকল ডাটা সরবরাহ করা হয়। এটিকে ফাইল নেমও বলা হয়ে থাকে।

Url এর পূর্ণরূপ কি

URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।সাধারণত ইউ আর এল কে কোন ওয়েবসাইটের অথবা পেজের ঠিকানা বলা হয়ে থাকে।সাধারণত কোন ওয়েবসাইটের ইউআরএল শুরু হয় https ,http,ftp এই তিনটি প্রটোকলের মধ্যে দিয়ে।ইউআরএল সাধারণত ব্যবহার করা হয় লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট বের করার জন্য।

URL এর বিভিন্ন অংশ

সাধারণত URL এর বিভিন্ন রকমের অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের ভালোভাবে জানতে হবে।তাইতো URL এর বিভিন্ন অংশ সম্পর্কে আপনাদের আমরা এই আর্টিকেলের মধ্যে সম্পূর্ণভাবে জানিয়ে দেব।যাতে আপনারা ভালোভাবে সেইগুলো জানতে পারেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে বের হয়ে আসতে পারেন।

URL-এর-কাজ-কি

কারণ URL নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে যদি আপনারা বের হয়ে না আসতে পারেন তাহলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন।বিভিন্ন রকম URL এর কাজ সম্পর্কে আপনাদের জেনে রাখাটা খুবই উত্তম।এবার বিভিন্ন অংশ নিচে জানিয়ে দেওয়া হলো 
  • https (ওয়েব প্রটোকল)
  • www (হোস্ট নেম)
  • domain (অভিন্ন অংশ)
  • com (জেনেরিক ডোমেইন)
https ওয়েব প্রটোকলঃ
সাধারণত ওয়েব প্রটোকল হচ্ছে একটি যোগাযোগের জন্য প্রথম ভিত্তি।তাই এটি ছাড়া কোনভাবেই একটি যোগাযোগ বিনিয়োগ করা কোন ভাবে যায় না।তাইতো https সর্বপ্রথম থাকতেই হবে না হলে কিন্তু কোনভাবেই ডাটা সংরক্ষণ করতে পারবে না বা গুগল কোনভাবেই বুঝতে পারবে না।তখন আপনাকে ইউ আর এল সম্পর্কে বিস্তারিত বা ইউআরএল এর ভেতরে নিয়ে যেতে পারবে না।
তবে https এর পূর্ণরূপ হলো Hypertext Tranfer protocol Secure।তবে এটার মাধ্যমে কোন লিংক সুরক্ষিত করা বোঝায়।কারণ https যদি না থাকে তাহলে যে কোন জিনিসকে অবৈধ করণ হিসেবে ধারণা করা হয় এবং গোপনীয়তা কোন কিছুই থাকে না।এই কারণে https ওয়েবসাইটের লিংক বা যে কোন লিংকে থাকাটা গুরুত্বপূর্ণ। 

www হোস্ট নেমঃ
সাধারণত হোস্ট নেম হচ্ছে তথ্য সংরক্ষণের ব্যবহৃত হয়।তবে যেকোন লিংকে www থাকা উচিত যেহেতু একে অ্যাক্সেস নিয়ম হিসেবে ধারণা করা হয়।হোস্ট নেম যদি থাকে তাহলে একে গুগলে অ্যাক্সেস যোগ্য হিসেবে ধারণা করা হয়।কারণ এর অ্যাক্সেস গুলো https এর সাহায্যে স্থানান্তরিত হয়ে ব্যবহৃত হয়। 

Doman অভিন্ন নামঃ
সাধারণত ডোমেইন হচ্ছে ওয়েবসাইট তৈরির মূল অ্যাক্সেস।ডোমেইন ছাড়া কোনভাবেই ওয়েবসাইট তৈরি করা যাবে না।তবে এই ডোমেইন ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারবেন না।তবে বিভিন্ন রকম ওয়েবসাইটের আবার বিভিন্ন রকম হয়ে থাকে।বিভিন্ন রকম ওয়েবসাইটে যা ডোমেইন নেম হয় এটা সবারই ভিন্ন হয়ে থাকে।তাইতো ডোমের নেম এবং ডোমেন সম্পর্কে জানা উচিত। 

Com জেনেরিক ডোমেইনঃ 
সাধারণত খুব জনপ্রিয় এক্সটেনশন হচ্ছে Com।তাইতো বিভিন্ন ইউ আর এল বা লিংকের শেষে এই Com জেনেরিক ডোমেইন ব্যবহার করা হয়ে থাকে।তবে আধুনিক যুগে Com ডোমেইনের দাম সবথেকে বেশি।Com ডোসেইন যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবেন।আবার ইন্টারনেট পারফরম্যান্স এবং র‍্যাংকিং পারফরম্যান্স সব থেকে ভালো হবে।তাই Com জেনেরিক ডোমেইন ব্যবহার করা আপনাদের উচিত। 

Url দ্বারা কি প্রকাশ করা হয়

সাধারণত URL এর পূর্ণরূপ হচ্ছে Unifrom resource locator।সাধারণত URL দিয়ে একটি ওয়েবসাইটের ডোমের নাম প্রকাশ করা হয়।ইউ আর এল এর মাধ্যমে আমরা হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট খুঁজে পেতে সক্ষম হয়।URL হচ্ছে নির্দিষ্ট কোন ওয়েবসাইটের অথবা পেজের ঠিকানা।এই URL ব্যবহার করে আমরা খুব সহজেই একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে পাই।

Facebook URL কি

সাধারণত আমরা আমাদের ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করলে।ওই আইডির ওপরে একটি হোম বাটন থাকে।হোম বাটনের মধ্যে প্রবেশ করলে আমরা আমাদের ফেসবুক আইডির URL দেখতে পাই।অর্থাৎ একটি লিংক দেখতে পাই।এটি হচ্ছে ফেসবুকের ইউ আর এল।এক কথায় বলতে গেলে ইউআরএল হচ্ছে কোন ওয়েবসাইটের এড্রেস অথবা ঠিকানা।

সাধারণত প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা URL থাকে।এই নির্দিষ্ট Facebook ইউআরএল এর মাধ্যমে আমরা নির্দিষ্ট ফেসবুক আইডি খুজে পাই।এই URL এর দ্বারা আমরা লক্ষ লক্ষ ফেসবুক আইডির মধ্যে থেকে নির্দিষ্ট একটি ফেসবুক আইডি খুজে পেতে সক্ষম হয়।

টপ লেভেলের এক্সটেনশন সমূহ

সাধারণত আপনারা যদি টপ লেবেলের এক্সটেনশন গুলো সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত।তাইতো টপ লেভেলের এক্সটেনশন সমূহ সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত অনেক মানুষ আছে যারা এই এক্সটেনশন গুলো খুঁজে বেড়ায় কিন্তু তারা তেমন ভালো তথ্য কোথাও না পাওয়ার কারণে বিভিন্ন রকম হয়রানি শিকার হয়ে যায়।
এক্সটেনশন গুলো ব্যবহার করলে ইউ আর এল কিন্তু খুব ভালো হবে এবং এগুলোর পারফরম্যান্সে ভালো দেখাবে।তাইতো টপ লেভেলের এক্সটেনশন গুলো সম্পর্কে আপনাদের ভালোভাবে জেনে রাখা উচিত।তাই আমাদের আর্টিকেলটি ভালোভাবে পড়লে URL সম্পর্কে এবং বিভিন্ন রকম এক্সটেনশন সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।তাই নিচে বিভিন্ন রকমের এক্সটেনশন এর নাম জানিয়ে দেওয়া হলো:
  • com - বাণিজ্যিক প্রতিষ্ঠান
  • gov - রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 
  • mil - মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 
  • edu - শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য 
  • net - নেটওয়ার্ক সার্ভিসের জন্য 
  • org - অর্গানাইজেশনের জন্য 
  • int - আন্তর্জাতিক সংস্থার জন্য 

Url এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর

URL এর প্রয়োজনীয়তা অনেক।এই URL আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কারণ ইন্টারনেটে লাখ লাখ ওয়েবসাইট রয়েছে সেই লাখ লাখ ওয়েবসাইটের মধ্যে থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট খুঁজে বের করতে URL গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যদি এই URL না থাকে তাহলে আমরা নির্দিষ্ট কোন ওয়েবসাইট খুঁজে বের করতে পারবো না।

Url-এর-প্রয়োজনীয়তা

হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট খুঁজে বের করাই URL এর কাজ।URL আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে।এখন আমাদের আর ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করতে হয় না।শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল দিয়ে গুগলে সার্চ করলেই সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে।

তাই পরিশেষে বলা যায়, এই বর্তমান সময়ে এসে URL এর প্রয়োজনীয়তা অনেক বেশি।এই URL আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে।

URL এর কাজ নিয়ে সাধারণ জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ URL এর কয়টি অংশ?
উত্তরঃ ৩টি।

প্রশ্নঃ URL এর প্রধান কাজ কি?
উত্তরঃ সঠিক ভাবে সঠিক ডকুমেন্ট এবং ঠিকানায় নিয়ে যাওয়া।

প্রশ্নঃ URL এর দ্বিতীয় অংশের নাম কি?
উত্তরঃ ডোমেইন নাম।

শেষ কথা | URL এর কাজ কি

এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে URL এর কাজ বিস্তারিত আলোচনা করা হয়েছে।যদি সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং নিত্য প্রয়োজনের বিভিন্ন তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url