একুরিয়ামের মাছের নাম ও দাম(aquarium fish)

বর্তমানে মাছ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মানুষ শখের বসে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাছ তাদের নিজ বাড়িতে একুরিয়ামের মাধ্যমে পালন করে থাকে। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নতুন করে একুরিয়ামে মাছ পালন করতে চান। কিন্তু কি মাছ পালন করবেন এবং মাছের দাম কেমন হতে পারে সেই সম্পর্কে সঠিক ধারণা নাই। তাহলে এই সম্পূর্ণ পোস্টটি জন্য। এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি একুরিয়ামের মাছের নাম ও দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।
একুরিয়ামের মাছের নাম ও দাম
সূচিপত্র:আপনি যদি সঠিক মূল্য বিচার করে এবং বিভিন্ন মাছের মধ্যে থেকে আপনার পছন্দের মাছ একুরিয়ামে রেখে পালন করতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। সম্পূর্ণ পোস্টটি পড়লে আশা করি একুরিয়ামে পালনকৃত বিভিন্ন মাছ এবং মাছের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

ভূমিকা

আমরা সকলেই জানি যে শখের দাম লাখ টাকা। অর্থাৎ মানুষ তার শখ পূরণের জন্য টাকার কমা কমতি রাখেনা। মানুষের অন্যান্য শখের মধ্যে মাছ পালন আর একটি শখ। অনেক মানুষ আছেন যারা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির কারণে এবং শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি মাছ একুরিয়ামে পালন করে থাকেন। তারা অল্প দামি থেকে শুরু করে লাখ টাকার পর্যন্ত মাছ তাদের একুরিয়ামে পালন করে থাকেন। এতে করেই বোঝা যায় মানুষের শখের শেষ নেই।
আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা শখের বসে নতুন করে একুরিয়ামে মাছ পালন করতে চান। কিন্তু একুরিয়ামের মাছের সঠিক মূল্য এবং মাছের নাম সম্পর্কে তেমন একটা ধারণা নেই। তাহলে আমার সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন। আমি সম্পূর্ণ পোস্টটি জুড়ে একুরিয়ামের মাছের নাম এবং একুরিয়ামের মাছের দাম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই আপনি যদি সঠিক মূল্য এবং বিভিন্ন মাছ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক।

একুরিয়ামের মাছের নাম

আমি নিচে কিছু একুরিয়ামের মাছের নাম তুলে ধরার চেষ্টা করছি। যেমন,,
  1. (Molly) - মলি.
  2. (Discus) - ডিসকাস.
  3. (Goldfish) - গোল্ড ফিশ
  4. (Guppy) - গাপ্পি
  5. (Cory catfish) - কোরি ক্যাটফিশ
  6. (Neon tetra) - নিয়ন টেট্রা
  7. (Angelfish) - অ্যাঞ্জেলফিশ
  8. (Killifish) - কিলি ফিশ
  9. (Betta) - বেটা মাছ
  10. (Bristlenose Pleco) 
  11. (Cherry Barb) - চেরি বার্ব 
  12. (Oscar) - অস্কার
  13. (Pearl Gourami) - গৌরামি 
  14. (Zebrafish) - জেব্রা ড্যানিও
  15. (Platy) - প্লেটি
  16. (White Cloud Mountain Meanow) - হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনো
  17. (Rainbow Fish) - রংধনু মাছ
  18. (Swordtail Fish) - সোর্ডটেইল
  19. (African Cichlids) - আফ্রিকান সিচলিডস
  20. (Arowana fish) - অ্যারোয়ানা ফিশ
  21. (Flowerhorn fish) - ফ্লাওয়ারহর্ন ফিশ
  22. (Tiger Shark) - টাইগার শার্ক
আমি ওপরে কিছু মাছের নাম তুলে ধরেছি যেগুলা আপনি অনায়াসে অ্যাকুরিয়ামে পালন করতে পারবেন। শুধুমাত্র আমি উপরে মাছের নামগুলো উল্লেখ করেছি। কিন্তু নিচে আমি মাছের দাম মাছের বিবরণ এবং মাছের সঠিক মূল্য তুলে ধরার চেষ্টা করব। তাই মাছের মূল্য জানতে নিচের অংশটি পড়তে থাকুন।

একুরিয়ামের মাছের নাম ও দাম

আমি নিচে একুরিয়ামের মাছের বিবরণ, মাছের ছবি এবং মাছের সঠিক মূল্য তুলে ধরলাম। যেমন,,

(Molly) - মলি

আপনি যদি একুরিয়ামে মাছ পালন করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে মলি মাছ পালন করতে পারেন। তার কারণ উক্ত মাছের তেমন একটা রক্ষণাবেক্ষণ এর দরকার হয় না। তবে আপনি যদি প্রয়োজন মাফিক খাবার দেন তাহলেই হয়ে যায়। এর সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • আপনি বাজার মূল্য হিসেবে উক্ত মাছ প্রতি পিস ১৫ থেকে ২০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
  • আর উক্ত মাছ সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে।
তাই আপনি যদি দীর্ঘদিন ধরে মাছ পালন করতে চান তাহলে মলি মাছ টি পালন করতে পারেন। আমি নিচে উক্ত মাছের ছবি তুলে ধরলাম।

(Discus) - ডিসকাস

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিষ্টি পানির একুরিয়ামের মাছের মধ্যে অন্যতম হচ্ছে ডিসকাস মাছ। অর্থাৎ আপনি যদি একুরিয়ামে মিষ্টি প্রাণীর মধ্যে মাছ পালন করতে চান তাহলে উত্তম মাসটি ক্রয় করতে পারেন। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রিন মন্ডলীয় অ্যাকুরিয়াম মাছ গুলির মধ্যে অন্যতম ডিসকাস মাছ। এর সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • এর প্রতি পিস এর মূল্য ৮০০ থেকে ২০০০ টাকা।
  • তবে এর সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের কারণে এর দামের তারতম্য দেখা দিতে পারে।
  • আর উক্ত মাছ প্রায় ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি দীর্ঘমেয়াদী মাছ পালন করতে চাইলে ওপরে দেখানো মাছটি ক্রয় করতে পারেন। আমি নিচে মাছটির ছবি তুলে ধরলাম।

(Goldfish) - গোল্ড ফিশ

আপনি যদি মিষ্টি পানিতে তাও আবার একুরিয়ামে মাছ পালন করতে চান তাহলে আপনি অনায়াসে গোল্ডফিশ পালন করতে পারেন। তবে গোল্ড ফিসের বিভিন্ন আকার এবং রং হয়ে থাকে। আপনি চাইলে আপনার পছন্দমত কালার বেছে নিতে পারেন। মাছটি সম্ভব ও মূল্য হচ্ছে,,
  • মাছটির প্রতি পিস এর সম্ভাব্য মূল্য ৫০ থেকে ৭০  টাকা।
  • অর্থাৎ ৫০ থেকে ৭০ টাকার মধ্যে আপনি একটি মাছ ক্রয় করতে পারবেন।
  • সাধারণত গোল্ড ফিশ ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি দীর্ঘমেয়াদি ভাবে অ্যাকোরিয়ামে মাছ পালন করতে চান তাহলে গোল্ডফিশ অন্যতম। তবে উক্ত মাছ পালনে আপনাকে একুরিয়াম রক্ষণাবেক্ষণ করতে হবে। অর্থাৎ, কয়েকদিন পরপর পানি পরিবর্তন করতে হবে এবং পানির সাথে ফিল্টার লাগাতে হবে। আমি নিচে গোল্ড ফিসের ছবি তুলে ধরছি,,

(Guppy) - গাপ্পি

সাধারণত গাপ্পি হচ্ছে একুরিয়ামে পালনের জন্য খুবই ছোট্ট একটি মাছ। এছাড়াও মাছগুলি অনেক শান্তশিষ্ট স্বভাব বের হয়ে থাকে। আপনি চাইলে অন্যান্য মাছের সাথে গাপ্পি মাথায় পালন করতে পারবেন। তার কারণ অন্যান্য মাছের সাথে খুব সহজেই মিশে যেতে পারে এই মাছ। মাছটির সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • মাস্তি সম্ভাব্য মূল্য ৩০ থেকে ৫০ টাকা।
  • মাছটি থেকে তিন থেকে চার বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম।
তাই আপনি যদি আপনার একোরিয়ামে অন্যান্য মাছের সাথে কোন মাছ রাখতে চান তাহলে গাপ্পি মাছটি ক্রয় করে রাখতে পারেন। মাছগুলো অনায়াসে তিন থেকে চার বছর পর্যন্ত বেঁচে থাকবে। আমি নিচের মাছটির ছবি তুলে ধরলাম,,

(Cory catfish) - কোরি ক্যাটফিশ

আপনি যদি একুরিয়ামের জন্য মিষ্টি পানির মাছ খুঁজে থাকেন তাহলে কোরি ক্যাটফিশ অন্যতম। এরা দেখতে অতি সুন্দর হয়ে থাকে এবং খুব সহজে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে যায়। আর অন্যান্য মাছের চেয়ে এই মাছের যত্ন নেওয়া খুবই সহজ বলে এটি আপনি পালন করতে পারেন। উক্ত মাছের সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য মূল্য হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা।
  • আর মাস্তি অনায়াসে চার থেকে পাঁচ বছর বাঁচতে সক্ষম।
তাই আপনি যদি বন্ধুত্বপূর্ণ মাছ খুজে থাকেন একুরিয়ামে পালনের জন্য তাহলে উক্ত মাছ ক্রয় করতে পারেন। নেই মাছগুলো খুব সহজেই আপনার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলবে এবং আপনি নিজে হাতে করে তাদের খাওয়াতে পারবেন। আমি নিচে মাছটির ছবি তুলে ধরছি,,

(Neon tetra) - নিয়ন টেট্রা

পৃথিবীর বিখ্যাত মিষ্টি জলের মাছের মধ্যে অন্যতম হচ্ছে নিয়ন টেট্রা মাছ। এটি প্রায় দেখা যায় মানুষের শখের ট্যাংকে। তার কারণ মাছগুলো খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবং কৌতুক পূর্ণ ঝরঝরে প্রজাতির হয়ে থাকে। যার কারণে এটি আপনি পালন করতে পারেন একুরিয়ামে। মাছটির সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য মূল্য হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা পর্যন্ত।
  • আর মাছটি অনায়াসে তিন থেকে চার বছর পর্যন্ত বাঁচে।
তাই আপনি যদি খুবই আকর্ষণীয় এবং কৌতুক পূর্ণ মাছ পালন করতে চান তাহলে উক্ত মাছটি ক্রয় করতে পারেন। এছাড়াও এই মাছের যত্ন নেওয়া খুবই সহজ। অন্যান্য মাছের থেকে এই মাছ অনেক শান্তিপূর্ণ সভা বের হয়ে থাকে। যার কারণে আপনি এটি পালন করতে পারেন। আমি নিচে মাছটির ছবি তুলে ধরলাম,,

(Angelfish) - অ্যাঞ্জেলফিশ

সিচলিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় মিষ্টি জলের মাছ হচ্ছে এঞ্জেল ফিস। আপনি যদি মহিমান্বিত সাঁতারের শৈলীর জন্য মাছ পালন করতে চান তাহলে উক্ত মাছটি পালন করতে পারবেন খুব সহজে। উক্ত মাছটির বর্তমান বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য মূল্য ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • এছাড়াও উক্ত মাছটি 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম।
তাই আপনি যদি এমন কোন মাছ খুঁজে থাকেন যে মাছ অনায়াসে অনেক বছর বাঁচবে তাহলে উপরে দেখানো মাছটি ক্রয় করতে পারেন। এছাড়া যদি আপনি এমন মাছ খুঁজে থাকেন যে মাছ মহিমান্বিত সাঁতার পারে এবং একুরিয়ামে সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে উক্ত মাছটি ক্রয় করতে পারেন। আমি নিচে মাছের ছবি তুলে ধরলাম,,

(Killifish) - কিলি ফিশ

সাধারণত কিলি ফিশ অন্যান্য মাছের মত পরিচিত নয়। অন্যান্য মাছের তুলনায় এই মাছটি খুবই কম দেখা যায় মাছের দোকানে। তবে আপনার একুরিয়ামে যদি রঙিন মাছ পালন করতে চান তাহলে কিলিফিশ পালন করতে পারেন। এরা সাধারণত মিষ্টি পানির মাছ। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য মূল্য ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর আপনি উক্ত মাছ আরামে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পালন করতে পারবেন।
  • এক কথায় উক্ত মাছ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম।
তাই আপনি যদি আপনার একুরিয়াম কে রঙিন করতে চান তাহলে উপরে দেখানো মাছটি ক্রয় করতে পারেন। আমি নিজে মাছটির ছবি তুলে ধরলাম,,

(Betta) - বেটা মাছ

অত্যন্ত সুন্দর দেখতে গৌরামি পরিবারের অন্তর্ভুক্ত মাছ হচ্ছে বেটা মাছ। মিষ্টি পানিতে একুরিয়ামে পালন করার জন্য অন্যতম একটি মাছ এটি। সাধারণত মাছটি যখন সাঁতার কাটে তখন অনেক সুন্দর লাগে। সাধারণত উক্ত মাছটি বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন অফিস এবং সভাময় ফুলদানিতে বেশিরভাগ দেখা যায়। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ৭০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত।
  • আর মাছের সৌন্দর্য এবং আকৃতির ক্ষেত্রে মাছের দামের কম বেশি হতে পারে।
  • আর মাছটি অনায়াসে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে।
আপনি যদি এমন মাছ খুঁজে থাকেন যে মাছ সাঁতার কাটলে তার সৌন্দর্য অতুলনীয় লাগে তাহলে উক্ত মাছটি ক্রয় করতে পারেন। তার কারণ উক্ত মাছ আপনার একুরিয়ামে থাকলে আপনার একুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি নিচে মাছটির ছবি তুলে ধরলাম,,

(Bristlenose Pleco)

আপনি যদি পানির ট্যাংকে পালনের জন্য একটি অসাধারণ এবং মজাদার মাছের জাত খুজে থাকেন তাহলে আপনি Bristlenose Pleco ক্রয় করতে পারেন। তার কারণ এরা সবসময় পানির ট্যাংকের নিচে অবস্থান করে যার কারণে অন্যান্য মাছের কোন ধরনের সমস্যা দেখা দেয় না। মাছটির বর্তমান বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতিটি মাছের সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা।
  • আর অন্যান্য মাছের তুলনায় এই মাছ বেশি দিন বেঁচে থাকে।
  • মাছটি  সর্ব নিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি পানির ট্যাংকে পালনের জন্য কোন মাছ খুঁজে থাকেন তাহলে উক্ত মাছটি ক্রয় করতে পারেন। এই মাছটি পালনে অন্য কোন অ্যাকোয়ারিয়াম এর মাছের ক্ষতি হবে না।আমি নিচে মাছের ছবিটি তুলে ধরলাম,,

(Cherry Barb) - চেরি বার্ব

অন্যান্য মাসের চেয়ে মাছটি উজ্জ্বল রঙের হয়ে থাকে। আর এই উজ্জ্বল রং হওয়ার কারণে মাছটির জনপ্রিয়তা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। উক্ত মাসটির বর্তমান বাজার মূল্যহচ্ছে,,
  • প্রতিটি মাছের বর্তমান বাজার মূল্য  ৭০ থেকে ১৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর মাছটি প্রায় ছয় থেকে সাত বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি কোন উজ্জ্বল রঙের মাছ খুঁজে থাকেন তাহলে ওপরে দেখানো মাছটি ক্রয় করতে পারেন। উপরের দেখানো মাছটি ক্রয় করলে আপনার একুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি নিচে মাছের ছবি তুলে ধরলাম,,

(Oscar) - অস্কার

খুবই জনপ্রিয় মিষ্টি পানির মাছ হচ্ছে অস্কার মাছ। তার কারণ এই মাছের আচরণ খুবই মজাদার এবং তার সাথে সাথে মাছটি দেখতে অনেক সুন্দর। তবে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, মাছগুলো অনেক আক্রমণাত্মক হয়ে থাকে। অর্থাৎ আপনি মাছের সংস্পর্শে গেলে মাছটি আপনার কোন সমস্যা সৃষ্টি করতে পারে। মাছটির বর্তমান সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে..
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর মাছটি অবশ্যই অনেক বছর পর্যন্ত বাঁচে। মাসটি প্রায় ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম।
আপনি চাইলে উপরের দেখানো মাছটি আপনার একুরিয়ামে রাখতে পারেন। তবে উক্ত মাছ পালনে আপনার ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। তার কারণ মাছটি অনেক আক্রমনাত্মক হয়ে থাকে। আমি নিচে মাছটির ছবি তুলে ধরার চেষ্টা করছি। যাতে করে আপনি মাছটি দেখতে পারেন।

(Pearl Gourami) - গৌরামি

আপনি যদি একুরিয়ামে মাছ পালন করতে চান তাহলে গৌরামি মাছটি পালন করতে পারেন। গৌরামি মাছের বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তা। আর অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলোর শরীরে বেশি পরিমাণে পাটনা দেখা যায়। যার কারণে মাছগুলোকে অনেক সুন্দর দেখায়। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর মাছগুলো সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম।
আপনি চাইলে উপরের দেখানো মাছটি পালন করতে পারেন আপনার একুরিয়ামে। তবে উক্ত মাছ পালন করার জন্য আপনাকে ভালো পরিমাণে অভিজ্ঞতা থাকতে হবে। না হলে মাছ আপনি পালন করতে সক্ষম হবেন না। আমি নিচে মাছের ছবি তুলে ধরলাম যাতে করে আপনি মাছটি সম্পর্কে ধারণা নিতে পারেন।

(Zebrafish) - জেব্রা ড্যানিও

আপনার একুরিয়ামে রাখার জন্য খুব জনপ্রিয় ও বিনোদনমূলক মাছ হচ্ছে জেব্রা ড্যানিও। আর এই মাছটিকে খুব বেশি যত্ন নিতে হয় না এবং গায়ের রং এর জন্য আপনি খুব সহজে একুরিয়ামে পালন করতে পারবেন। উক্ত মাছটির বর্তমান সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ২০ থেকে ৩০ টাকা।
  • আর সাধারণত মাছগুলি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে।
তাই আপনি যদি একুরিয়ামে মাছ পালন করতে চান এবং মাছগুলি সুন্দর ও বেশি যত্ন না নিতে হয় তাহলে ওপরে দেখানো মাছটি ক্রয় করতে পারেন। আমি নিচে মাছের ছবি তুলে ধরার চেষ্টা করলাম যাতে করে ছবি দেখে আপনার মাছ পছন্দ হয় এবং আপনি মাছ সম্পর্কে ধারণা পান।

(Platy) - প্লেটি

আপনি যদি রঙিন মাছ পালন করতে ভালোবাসেন তাহলে প্লে টি নামক মাছটি পালন করতে পারবেন। এছাড়া আপনি যদি সহজে মাছ পালন করে প্রজনন করাতে চান তাহলে উক্ত মাছটি পালন করতে পারেন। এছাড়াও মাছটির সুন্দর রং আপনার একুরিয়াম কে সুন্দর করে তোলে। তবেই মাছটি তখনই ভালো লাগে যখন আপনার একুরিয়ামের মধ্যে কোন গাছ অথবা লতা পাতা থাকে অথবা কোন উদ্ভিদ থাকে। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর মাছগুলো সর্বোচ্চ তিন থেকে চার বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি আপনার একুরিয়ামে মাছের প্রজনন করতে চান তাহলে উক্ত মাছটি পালন করতে পারেন। যদি আপনার একুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলেও মাছটি পালন করতে পারেন। আমি নিচে মাছের ছবি তুলে ধরলাম। যাতে করে আপনি মাছ দেখে মাছের সম্পর্কে ধারণা নিতে পারেন।

(White Cloud Mountain Meanow) - হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনো

আপনি যদি আপনার একুরিয়ামে ছোট ছোট এবং আকর্ষণীয় দেখতে মাছ পালন করতে চান তাহলে হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনো মাছ পালন করতে পারেন। মূলত এই মাছের জাত উদ্ভাবন হয়েছে চীন থেকে। আপনি চাইলে বিভিন্ন কমিউনিটি ট্যাগ গুলিতেও অনায়াসে মাছগুলি পালন করতে পারবেন। মাছ গুলির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • এছাড়াও মাছগুলি প্রায় ৬ থেকে ৭ বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি ছোট মাছ পালন করতে চান তাহলে উপরের দেখানো মাছটি পালন করতে পারেন। আমি নিচে মাছটির ছবি তুলে ধরার চেষ্টা করলাম। যাতে করে আপনি মাছটি সম্পর্কে ধারণা পেয়ে যান।

(Rainbow Fish) - রংধনু মাছ

যারা তাদের একুরিয়ামে বৈচিত্র্যময় মাছ রাখতে চান তাদের জন্য রেইনবো ফিস অথবা রংধন মাছ অন্যতম। বেশ কয়েক বছর আগে এই মাসের কোন অস্তিত্ব ছিল না। তবে এটি নতুনভাবে সংযোজন হয়েছে। তবে আপনি যদি চান তাদের রঙিন প্রজাতি পালন করতে পারেন। এই মাছগুলোর বেশ কয়েকটি রঙিন প্রজাতি রয়েছে যারা বেশ শান্তিপূর্ণ। এই মাছটির বর্তমান সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর এই মাছগুলো সর্বোচ্চ পাঁচ থেকে আট বছর পর্যন্ত জীবিত থাকে।
তাই আপনি যদি আপনার একুরিয়াম কে সৌন্দর্যময় করে তুলতে চান তাহলে মাছগুলো ক্রয় করতে পারেন। আমি নিচে মাছগুলোর ছবি তুলে ধরছি যাতে করে আপনি মাছগুলো সম্পর্কে ধারণা পেয়ে যান।

(Swordtail Fish) - সোর্ডটেইল

আপনি যদি আপনার একুরিয়ামে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দর মাছগুলি পালন করতে চান তাহলে আপনি সোর্ডটেইল মাছ পালন করতে পারেন। মূলত এই মাছটির গায়ের রং লাল এবং জলপাই সবুজ কালারের হয়ে থাকে। আবার কখনো কখনো এই মাছের পায়খানায় রঙিন দাগ থাকে। এই মাছটির বর্তমান সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • এছাড়াও উক্ত প্রজাতির মাছটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে।
তাই আপনি যদি আপনার একুরিয়াম কে উজ্জ্বল করে তুলতে চান তাহলে উক্ত মাছ ক্রয় করে আপনার অ্যাকোয়ারিয়ামে পালন করতে পারেন। আমি নিজে মাছটির ছবি তুলে ধরলাম। যাতে করে আপনি মাস্তির বিবরণ সম্পর্কে জানতে পারেন।

(African Cichlids) - আফ্রিকান সিচলিডস

আপনি যদি  মিষ্টি জলের বৃহত্তর প্রজাতির মাছ খুঁজে থাকেন তাহলে আফ্রিকান সিচলিডস মাছ হতে পারে আপনার জন্য অন্যতম। এর কারণ হলো এটি এমন একটি বৃহত্তর প্রজাতির মাছ যাকেবলমাত্র দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ায় উৎপন্ন করা হয়। আপনার জন্য উত্তম আসটি একটি পোষা প্রাণীর মতো হতে পারে। তার কারণ এটা খুব সহজে পৌষ মেনে যায়। অন্যান্য মাছের তুলনায় এই মাছের মূল্য একটু বেশি হয়ে থাকে। তার কারণ এটি হচ্ছে বৃহত্তর প্রজাতির মাছ যা শুধুমাত্র পৃথিবীর তিনটি দেশে উৎপাদন হয়। এই মাসটির সম্ভাব্য মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ১৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো বেশিদিন ধরে বাঁচে। এই মাছগুলো অনায়াসে ৮ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম।
তাই আপনি যদি আপনার একুরিয়ামে এমন মাছ রাখতে চান যেই মাছগুলোকে আপনি আপনার কথা মত প্রশিক্ষণ দিতে পারবেন। নিজে ডেকে খাওয়াতে পারবেন তাহলে উক্ত মাছগুলো ক্রয় করতে পারেন। আমি নিচে মাছের ছবিগুলো তুলে ধরছি। যাতে করে আপনি মাছগুলো দেখে বিস্তারিত ধারণা নিতে পারেন।

(Arowana fish) - অ্যারোয়ানা ফিশ

আপনি যদি আপনার একুরিয়ামে বড় ধরনের মাছ পালন করতে চান তাহলে আরোয়ানা ফিস পালন করতে পারেন। অন্যান্য মাছের তুলনায় উক্ত মাছটি অনেক লম্বা আকারের হয়ে থাকে। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • উক্ত মাছ গুলি সাধারণত জোড়া আকারে বিক্রি হয়। যার কারণে প্রতি জোড়া মাছের সম্ভাব্যমূল্য ৩০০০ থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • আর উক্ত মাছ গুলি অনায়াসে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম।
তাই আপনি যদি আপনার একুরিয়ামে বড় প্রজাতির মাছ রাখতে চান তাহলে উক্ত মাছ রাখতে পারেন। আমি নিচে মাছের ছবি তুলে ধরলাম। যাতে করে আপনি মাছের বিবরণ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন।

(Flowerhorn fish) - ফ্লাওয়ারহর্ন ফিশ

আপনি যদি আপনার একুরিয়ামে একটি আলাদা প্রজাতির মাছ পালন করতে চান তাহলে আপনি ফ্লাওয়ার হর্ন পাঁচটি পালন করতে পারেন। এর কারণ হচ্ছে অন্যান্য মাছের থেকে এই মাছগুলো আলাদা হয়ে থাকে। সাধারণত মাছগুলোর গায়ে অনেকগুলো দাগ থাকে একদম ফুলের মত। মূলত এই কারণেই এই মাছগুলোকে এত সুন্দর লাগে। এছাড়াও এই প্রজাতির মাছগুলোর মধ্যে ছেলে মাছ গুলোর মাথায় সুন্দর একটি বলের মতো থাকে। যার কারনে মাছটিকে দেখতে আরো সুন্দর লাগে। আর মাছটির গায়ের রং দেখে মাছের নামকরণ করা হয়েছে। মাছটির সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতিটি মাছের সম্ভাব্য বাজার মূল্য ৫০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
তবে এই মাছগুলো পালনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ এই প্রজাতির মাছগুলোকে অন্য কোন প্রজাতির মাছগুলোর সাথে রাখা যাবে না। তাহলে মাছগুলোকে মেরে ফেলবে। এছাড়াও মহিলা এবং পুরুষ একই পেয়ারের মাছ ছাড়া অন্য মাছ রাখলে এরা তাদেরকেও মেরে ফেলে। তাই এটি ক্রয় করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আমি মাছটির ছবি নিচে তুলে ধরলাম। যাতে করে আপনি মাছটির বিবরণ সম্পর্কে জানতে পারেন।

(Tiger Shark) - টাইগার শার্ক

অন্যান্য মাছের তুলনায় টাইগার সার্ক রঙিন না হলেও মাছগুলো অনেক দিন বাঁচে। এছাড়াও মাছগুলোর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন, এই মাছগুলো নিজের অক্সিজেন তৈরি করার পাশাপাশি অনেক জোরে সাঁতার কাটে যার কারণে পানিতে অক্সিজেন তৈরি হয়। আর এই অক্সিজেন তৈরি হওয়ার কারণে এটি অন্যান্য মাছের ক্ষেত্রে উপকারী হিসাবে কাজ করে। উক্ত মাছের সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে,,
  • প্রতি পিস মাছের সম্ভাব্য বাজার মূল্য ৮০ টাকা থেকে শুরু করে ১৬০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
তাই আপনি যদি আপনার একুরিয়ামে এমন মাছ রাখতে চান যাতে করে মাছটি অন্যান্য মাছের জন্য অক্সিজেন তৈরি করে তাহলে এই প্রজাতির মাছ গুলো ক্রয় করতে পারে। আমি মাছটির কিছু ছবি নিচে তুলে ধরলাম। যাতে করে আপনি মাছটি সম্পর্কে ধারণা পেতে পারেন।

বিশেষ বিজ্ঞপ্তি

আমি ওপরে বেশ কিছু প্রজাতির মাছের বৈশিষ্ট্য, সম্ভাব্যমূল্য এবং ছবি তুলে ধরেছি। আর আমি মাছের যে সম্ভাব্য বাজার মূল্য বলেছি তার থেকে মূল্য কম এবং বেশিও হতে পারে। তার কারণ সব সময় বাজার মূল্য একরকম থাকে না। আর মাছের সাইজ,সৌন্দর্য এবং কালার এর উপর ওপর নির্ভর করে মাছের মূল্য। আর এই কারণে মাছের মূল্য কম এবং বেশি হতে পারে। আপনি মাছগুলো ক্রয় করার আগে অবশ্যই সঠিক মূল্য জেনে তারপর ক্রয় করবেন।
তার কারণ সব জিনিসের মূল্য সব সময় তো একরকম থাকে না। মূল্য কমতেও পারে আবার বেড়ে যেতেও পারে। আমি শুধুমাত্র মাছগুলোর সম্ভাব্য মূল্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেকেই জানেন যে, জিনিস একই কিন্তু জিনিসের মূল্য এক এক দোকানে এক এক রকম। তাই অবশ্যই বিবেচনা করে ক্রয় করবেন। আর সর্বশেষ মাছ কেনার পর অবশ্যই বিশেষজ্ঞর কাছ থেকে মাছ কিভাবে রাখতে হয় কিভাবে খাবার দিতে হয় সব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিবেন।

শেষ কথা

এই সম্পূর্ণ পোস্টটি জুড়ে আমি বিভিন্ন একুরিয়ামের মাছের নাম এবং মাছের দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ সম্পূর্ণ পোষ্টটি পড়ার পর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url