প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৪

প্রিয় পাঠক, নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন। অথবা আপনি কি নগদ কোড নাম্বার সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই এই বিষয় সম্পর্কে জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদ একাউন্টের মাধ্যমে খুব সহজেই এখন ব্যালেন্স চেক করে জেনে নেওয়া যায় তার কত টাকা রয়েছে। আর তার সাথে সকল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এই নগদের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে।

ভূমিকা

অর্থ স্বপ্লতায় শিক্ষা থেকে বঞ্চিত না হওয়ার জন্য বাংলাদেশ সরকার সকলকে উপবৃত্তির ব্যাবস্থা করে দিয়েছেন। যাতে করে কেউ টাকা পয়সার জন্য শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আর এই টাকা নগদে প্রদান করা হচ্ছে। তাই সেই টাকা আসার পরে জানার জন্য টাকা চেক করার প্রয়োজন পরে।
আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম ২০২৪, অ্যাপস এর মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম, কোড ডায়াল করে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম সহ আরো অনেক কিছু জানতে পারবেন। তাহলে আর দেরি কেনো চলুন এখন আমরা এই সকল বিষোয় সম্পর্কে জেনে নেই।

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম 

আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে যেটি আপনি নগদ ব্যবহার করে দেখতে পারবেন চলুন পদ্ধতি গুলো জেনে নেই। আপনি প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা সাধারণত তিন ভাবে চেক করতে পারবেন। আর এই চেক করার মাধ্যমে আপনি একদম নিশ্চিত হতে পারবেন আপনার উপবৃত্তির টাকা আপনি হাতে পেয়েছেন কিনা। এই উপবৃত্তির টাকা চেক করার তিনটি পদ্ধতি হলো
  1. মেসেজ দেখার মাধ্যমে চেক
  2. কোড ডায়াল করে চেক
  3. নগদ মোবাইল অ্যাপ থেকে চেক
মেসেজ দেখার মাধ্যমে চেকঃ আপনার নগদ একাউন্টের যেকোন পরিমাণ টাকা ব্যালেন্সে প্রবেশ করুক অথবা বাহির হোক তার জন্য আপনি একটি মেসেজ পাবেন। আর এই উপবৃত্তির টাকা ও যখন আপনার একাউন্টে আসবে তখনও আপনি প্রথমে মেসেজ চেক করে জানতে পারবেন আপনার একাউন্টে টাকা প্রবেশ করেছে।
কোড ডায়াল করে চেকঃ আপনি যদি মেসেজ মিস করে ফেলেন তাহলে আপনি নগদের কোড ডায়াল করার মাধ্যমে আপনার একাউন্টের ব্যালেন্স চেক করার মাধ্যমে জানতে পারবেন। আর কিভাবে এটি করতে হবে সেটি সম্পর্কে যদি আপনি জেনে না থেকে থাকেন তাহলে চলুন জেনে নেই।
  • প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল আপশানে প্রবেশ করবেন।
  • তারপরে সেখান থেকে ডায়াল করতে হবে *167#
  • এরপরে একটি ডায়লগ বক্স আসবে সেখান থেকে আপনাকে My nagod সিলেক্ট করতে হবে। তার জন্য 7 লিখে রিপ্লে করুন।
  • এখন আপনি আরো একটি ডায়লগ বক্স পাবেন। সেখান থেকে Balance enquiry সিলেক্ট করতে হবে। তার জন্য 1 রিপ্লে করুন।
  • এরপর আপনার থেকে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার চাইবে। এখানে আপনার নগদের পিন নাম্বার বসান।
  • পিন নাম্বার দিয়ে সেন্ড রিপ্লে করার একটু পরেই আপনি জানতে পারবেন আপনার নগদ একাউন্টে ঠিক কত টাকা রয়েছে।
  • এভাবেই আপনি আপনার নগদ একাউন্টে কোড ডায়াল করার মাধ্যমে ব্যালেন্স জানতে পারবেন।
নগদ মোবাইল অ্যাপ থেকে চেকঃ কোড ডায়াল করার থেকে আপনার যদি স্মার্ট ফোন থেকে থাকে তাহলে নগদের মোবাইল অ্যাপ থেকে ব্যালেন্স চেক করা আরো অনেক সহজ একটি কাজ। যেটি আপনি শুধু এক মিনিটের মাধ্যমেই করে ফেলতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে আপনার ফোনের ইন্টারনেট কানেকশান সচল রাখতে হবে।
  • মোবাইল অ্যাপ থেকে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে ফোনের প্লে স্টোর থেকে "নগদ" এপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে।
  • তারপরে সেই মোবাইল এপ্লিকেশানের মধ্যে নগদ নাম্বার আর পিন কোড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  • নগদ অ্যাপ এর মধ্য লগইন করার পরেই আপনি উপরে একটি বার বক্স দেখতে পারবেন। যেখানে আপনি টাকার লোগো দেখতে পারবেন।
  • এখানে ট্যাব করুন। সাথে সাথেই আপনার ফোনের নগদ একাউন্টে কত টাকা রয়েছে সেটি আপনি চেক করতে পারবেন।

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদের উপবৃত্তির টাকা আপনি খুব সহজেই আপনার বাটন ফোন থেকে অথবা স্মার্ট ফোন থেকে চেক করে নিতে পারবেন। আর সেটি চেক করার জন্য আপনাকে নিচের দেখানো পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। তাহলে চলুন এখন জেনে নেই কিভাবে এটি চেক করবেন।

নগদের কোড ডায়াল করার মাধ্যমে ব্যালেন্স চেকঃ নগদের কোড ডায়াল করে ব্যালেন্স চেক করতে নিচের দেখানো পদক্ষেপ অনুসরন করুন।
  • প্রথমে আপনার ফোনের ডায়াল অপশান থেকে ডায়াল করতে হবে *167# লিখে।
  • তারপরে আপনার মেনু অপশান থেকে My Nagad সিলেক্ট করুন। তার জন্য 7 লিখে রিপ্লে করুন।
  • তারপরে Balance enquiry সিলেক্ট করতে হবে। তার জন্য 1 লিখে রিপ্লে করুন।
  • এখন আপনাকে নগদের একাউন্টের পিন নাম্বার দিতে হবে।
  • তারপরেই কিছুক্ষণের মধ্যে আপনার নগদের একাউন্টের ব্যালেন্স জানতে পারবেন।
নগদ অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স চেকঃ নগদের মোবাইল অ্যাপ থেকে ব্যালেন্স চেক করতে নিচের দেখানো পদক্ষেপগুলো অনুসরন করুন।
  • প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করুন।
  • তারপরে আপনার থেকে নগদের পিন নাম্বার চাইবে। সেই পিন নাম্বার দিয়ে লগইন করে নিন।
  • এখন অ্যাপের একদম উপরের দিকে নগদের লগোর নিচেই একটি বার দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • সাথে সাথেই আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে সেই সম্পর্কে জানাতে পারবেন।

অ্যাপস এর মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদের মোবাইল অ্যাপ থেকে কিভাবে উপবৃত্তির টাকা চেক করতে হবে সেই সম্পর্কে আমরা অনেকেই তেমন একটা জানি না। তেমনি আপনি ও যদি এমনই একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সম্পর্কে জানা প্রয়োজন। চলুন এখন এই সম্পর্কে জানি।

মোবাইলে নগদের অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে নিম্নে দেখানো পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

  • প্রথমে আপনাকে ফোনের প্লে স্টোর থেক নগদের এপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আপনি ফোনের প্লে স্টোরে গিয়ে "নগদ" লিখে সার্চ করুন। তারপরেই সেই আপনার কাঙ্খিত এপ্লিকেশানটি দেখতে পাবেন। সেটি ডাউনলোড করে নিন।
  • এপ্লিকেশানটি ডাউনলোড করা হয়ে গেলে সেখানে প্রবেশ করুন।
  • তারপরে আপনার থেকে আপনার নগদের নাম্বারটি চাইবে। তবে অবশ্যই সেই নাম্বারটি আপনার সেই ফোনে থাকতে হবে।
  • মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার থেকে আপনার নগদের কোড নাম্বার চাইবে। সেটি প্রদান করুন।
  • এখন আপনার ওই নগদ নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে।
  • নগদের নাম্বারটি আপনার ফোনে থেকে থাকলে সয়ংক্রিয়ভাবে পিন কোডটি বসে যাবে। তার জন্য আপয়ার থেকে পারমিশন চাইবে। পারমিশন দিয়ে দিবেন।
  • এখন আপনার নগদ একাউন্টে প্রিবেশ করতে পারবেন।
  • নগদ একাউন্টে প্রবেশ করে সেখানেই দেখতে পারবেন নগদের লগোর নিচে একটি সার্চ বারের মতো রয়েছে।
  • সেখানে ট্যাব করুন। আর তার একটু পরেই সেখানে আপয়ান্র নগদের ব্যালেন্স জানতে পারবেন।
আর এভাবেই আপনার নগদের একাউন্টের অ্যাপসের মাধ্যমে আপনার উপবৃত্তির টাকা চেক করতে পারবেন। আশা করছি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোথাও কোনকিছু বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।

কোড ডায়াল করে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

কোড ডায়াল করে কিভাবে নগদ একাউন্টের উপবৃত্তির টাকা চেক করতে হয় সেটি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে। আপনি উপরে থেকে চাইলে একটু দেখে আসতে পারেন। আর যদি না দেখতে চান তাহলে এখানেই সংক্ষিপ্ত আলোচনা দেখুন।
  • কোড ডায়াল করে কিভাবে উপবৃত্তির টাকা চেক করতে হবে সেটি জানতে নিচের দেখানো পদক্ষেপগুলো অনুসরণ করুন।
  • প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে থেকে *167 লিখে ডায়াল করুন।
  • এখন আপনি একটি ম্যেনু বার পাবেন সেখান থেকে My Nagad সিলেকোট করে নিন।
  • তারপরে আপনার ব্যালেন্স চেক করার অপশান নির্বাচন করুন।
  • এরপরে আপনার থেকে নগদের পিন নাম্বার চাইবে। আপনার নগদের গোপন পিন নাম্বার লিখে সাবমিট করুন।
তাহলে আপনার কাজ শেষ। এখন কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার উপবৃত্তির টাকার ব্যালেন্স জানতে পারবেন সেখান থেকে। আর তার সাথে এটাও জানতে পারবেন আপনার একাউন্টে এখন কত টাকা রয়েছে।

নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম

আপনি সাধারণত দুইভাবে নগদের একাউন্টের টাকা উত্তোলন করতে পারবেন। আর সেটি হলো ১. বাটন ফোন অথবা স্মার্ট ফোন থেকে কোড ডায়াল করার মাধ্যমে। ২. স্মার্ট ফোন থেকে নগদ মোবাইল এপ্লিকেশান থেকে। তাহলে চলুন এখন জেনে নেই কিভাবে আপনি এই কাজটি করবেন।

বাটন ফোন অথবা স্মার্ট ফোন থেকে কোড ডায়াল করে টাকা তোলার নিয়মঃ কোড ডায়াল করে নগদ থেকে টাকা তুলতে নিচের দেখানো পদক্ষেপ অনুসরণ করুন।
  • প্রথমে আপনার ফোনের ডায়াল অপশান থেকে ডায়াল করুন *167# লিখে।
  • এরপরে আপনার সামনে একটি ম্যনু ডায়লগ বক্স আসবে সেখান থেকে সিলেক্ট করুন Cash Out অপশান। আর তার জন্য 1 লিখে রিপ্লে করুন।
  • এখন আপনার কাছে থেকে নগদের উদ্যোক্তার নাম্বার চাইবে। তার জন্য আপনি যেই দোকানির নাম্বারে ক্যাশ আউট করবেন তার নগদ এজেন্ট নাম্বার এখানে বসান।
  • নগদ এজেন্ট নাম্বার এখানে দেওয়া হয়ে গেলে আপনি ঠিক কত টাকা তুলতে চাচ্ছেন সেটি এখন আপনাকে লিখতে হবে।
  • আপনার টাকার পরিমাণ লিখে হয়ে গেলে এখন আপনার থেকে নগদের পিন নাম্বার চাইবে।
  • পিন নাম্বার দেওয়ার সাথে সাথেই আপনার টাকা সেই দোকানির নাম্বারে চলে যাবে। তারপরে আপনি তার থেকে টাকা নিয়ে নিতে পারবেন।
  • আর এভাবেই আপনি একটি বাটন ফোন থেকেও নগদের উপবৃত্তির টাকা তুলতে পারবেন।
নগদ অ্যাপের মাধ্যমে টাকা তোলার নিয়মঃ নগদ অ্যাপে থেকে কিভাবে টাকা তুলতে হয় সেই সম্পর্কে জানতে নিচের দেখানো পদক্ষেপগুলি অনুসরণ করুন।

এই কাজটি করার জন্য আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে। আর থাকতে হবে নগদ এপ্লিকেশান ডাউনলোড করা। আর তার সাথে থাকতে হবে সেই ফোনের ইন্টারনেট কানেকশানও। তাহলে চলুন এই কাজ কিভাবে করবেন সেটি জেনে নেই।
  • প্রথমে আপনাকে নগদের এপ্লিকেশানে নগদ মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে।
  • এখন আপনি আপনার নগদ একাউন্টে লগইন অবস্থায় রয়েছেন। এখন আপনাকে সিলেক্ট করতে হবে Cash Out অপশান।
  • এখন আপনি যেই দোকানির নগদ এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে চান তার নাম্বার এখানে দিতে হবে। অথবা আপনি QR কোড স্ক্যান করেও ক্যাশ আউট করতে পারেন।
  • এজেন্টের নাম্বার প্রদান করা হয়ে গেলে আপনি ঠিক কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন সেই পরিমাণ এখন লিখতে হবে।
  • ক্যাশ আউট কৃত টাকার পরিমাণ লিখুন।
  • টাকার পরিমাণ লিখা হয়ে গেলে আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি প্রদান করুন।
  • এখন আপনার সামনে একটি নগদের আইকন দখতে পাবেন। সেখান আলতো চাপ দিয়ে ধরে রাখুন।
  • কিছুক্ষণ পরেই আপনার টাকা ক্যাশ আউট হয়ে যাবে। আর সাথে সাথেই আপনি একটি নগদ থেকে নোটিফিকেশান পেয়ে যাবেন।

উপবৃত্তির টাকা না আসার কারণ

এখন প্রায় সকল শিক্ষার্থীই উপবৃত্তি পায়। কারণ বাংলাদেশ সরকার সকল ধরণের মানুষ জনের কথা চিন্তা করে কারো পড়াশোনা যেনো টাকার জন্য আটকে না থাকে সেই জন্য এই ব্যাবস্থাটি করেছেন। তবে অনেক শিক্ষার্থী ই বলে থাকে তাদের উপবৃত্তির জন্য নাম নেওয়া হয়েছে কিন্তু তাদের উপবৃত্তির টাকা আসেনি।

উপবৃত্তির টাকা কিছু কিছু কারণ রয়েছে যার জন্য আপনি নাও পেতে পারেন। এখন তাহলে চলুন আমরা এই সম্পর্কে জানি আমাদের উপবৃত্তির টাকা কেনো পেলাম না।
  • উপবৃত্তির টাকা না আসার কিছু কারণ নিম্নে দেখানো হলো
  • আপনার নাম বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে কিন্তু সম্ভবত আপনি নির্বাচন হননি।
  • হয়তো আপনার প্রদানকৃত সকল তথ্যের মধ্যে কিছু ভুল রয়েছে।
  • আপনার প্রদানকৃত নাম্বার ভুল হতে পারে।
সাধারণভাবে আপনি এই সকল সমস্যার জন্য উপবৃত্তি নাও পেতে পারেন। তবে আপনাকে এই সমস্যার জন্য বিদ্যালয়ের স্যারদের সাথে আলোচনা করা উচিত।

উপবৃত্তি টাকা না এলে করণীয় কি

আপনার যদি অপবৃত্তির টাকা না এসে থাকে তাহলে আপনি নিচের পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন। তাহলে চলুন আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে সেই সম্পর্কে জেনে নেই।
  • প্রথমত আপনি উপবৃত্তি পাওয়ার জন্য সিলেক্ট হয়েছিলেন কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করুন।
  • এরপরে আপনি যেই সকল ডকুমেন্ট উপবৃত্তির জন্য জমা দিয়েছিলেন সেগুলো সঠিক কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করুন।
  • আপনার মোবাইল ব্যাংকিং এ যদি কোন প্রকার কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি উপবৃত্তির টাকা পাবেন না।
  • এই সকল তথ্য যদি আপনার সঠিক থেকে থাকে তাহলে আপনার স্কুলের প্রধানের সাথে সরাসরি সুন্দভাবে কথা বলুন কেনো আপনার উপবৃত্তির টাকা আসছে না।
আপনি যদি আপনার উপবৃত্তির টাকা নিয়ে সমস্যায় পরে থাকেন তাহলে আপনাকে উপরের দেখানো সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই আশা করছি আপনার উপবৃত্তি সম্পর্কিত সমস্যা সমাধান হয়ে যাবে।

নগদ কোড নাম্বার

নগদ একাউন্টের কোড নাম্বার কত এই সম্পর্কে আমরা অনেকেই তেমন একটা জানি না। তাই আমাদের নগদের ব্যালেন্স চেক করতে অথবা টাকা তুলতে অনেক ঝামেলায় পরতে হয়। আপনি ও যদি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে চলুন এখনই জেনে নেওয়া যাক।

নগদ কোড নাম্বার হলো *167#

নগদের এই কোড নাম্বার দিয়ে আপনি নগদের ব্যালেন্স চেক করতে পারবেন। মোবাইলে রিচার্জ নিতে পারবেন। উপবৃত্তির টাকার পরিমাণ জানতে পারবেন। ক্যাশ আউট করতে পারবেন। এছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন আপনি এই নগদের কোড নাম্বার ব্যাবহার করে।

নগদ উপবৃত্তির সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ নগদ এর কোড নাম্বার কত?
উত্তরঃ নগদ এর কোড নাম্বার হলো *167#

প্রশ্নঃ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কত?
উত্তরঃ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিী পরিমাণ হলো বাৎসরিক ২০০০ টাকা।

প্রশ্নঃ প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প এর অধীনে শতকরা কত ভাগ ছাত্র ছাত্রীকে উপবৃত্তি দেওয়া হয়?
উত্তরঃ প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প এর অধীনে শতকরা ৭৩ ভাগ ছাত্র ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।

প্রশ্নঃ নগদ একাউন্ট দেখার নিয়ম কয়টি ও কি কি?
উত্তরঃ নগদ একাউন্ট দেখার নিয়ম দুইটি। যথাঃ
  • নগদের কোড (*167#) ব্যাবহার করে
  • নগদ অ্যাপ ব্যবহার করে।
প্রশ্নঃ বর্তমানে nagad cash out charge কত?
উত্তরঃ বর্তমানে Nagad cash out charge নগদ অ্যাপ থেকে প্রিয় নাম্বারে ৯.৯৯ টাকা।

শেষ কথা

আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম এবং প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়া পড়ার মাধ্যমে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এই রকম তথ্যবহুল আর্টিকেল প্রতিদিন ফ্রীতে পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url