আবেদন পত্র লেখার নিয়ম বাংলা আপডেট জানুন

সাধারণত অনেক রকমের আবেদন পত্রের প্রয়োজন হয়ে থাকে তাইতো আবেদন পত্র লেখার নিয়ম বাংলা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ আবেদনপত্র গুলো যদি মানুষ বাংলাতে ভালোভাবে লিখে না প্রকাশ করতে পারে তাহলে কিন্তু কোনভাবেই হবে না।তার সাথে জানানো হবে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা।

আবেদন-পত্র-লেখার-নিয়ম-বাংলা

যেকোনো আবেদন পত্র গুলো যদি আপনারা ভালোভাবে লিখতে না পারেন।তাহলে কিন্তু তখন যেটার কারণে আবেদন পত্র লিখবেন সেটা কিন্তু কোনভাবেই প্রকাশ পাবে না তাইতো সব সময় ভালোভাবে আবেদন পত্র লিখতে হবে।
পোস্টসূচিপত্রঃ

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

সাধারণত আবেদনপত্র বা দরখাস্ত লেখার কিছু ফরম্যাট থাকে সেই ফরমেট গুলো আপনারা যদি মানতে পারেন তাহলে কিন্তু তখন দেখবেন যে ভালোভাবে লিখতে পারতেন।তাইতো আবেদনপত্র লেখার নিয়ম বাংলা সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ এই বাংলা নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু কোনভাবেই হবে না।তাই নিচে আবেদনপত্র লেখার নতুন নমুনা দেওয়া হলো:
  • তারিখ
  • বরাবর
  • সভাপতি
  • বিদ্যালয়ের নাম
  • থানা ও জেলা
  • বিষয়ঃ
  • বিস্তারিত কিছু লিখে
  • বিনীত নিবেদন দিয়ে শেষ করবেন

দরখাস্ত লেখার নিয়ম

দরখাস্ত লেখার কিছু নিয়ম কানুন আছে আবার কিছু ফরমেট আছে যেগুলো মানলে দেখবেন যে যাকে উদ্দেশ্য করে লিখবেন সে কোন কিছুই পড়বে না শুধু আপনার ফরম্যাট টা দেখেই।সেই দরখাস্তটি পুরোপুরি গ্রহণ হয়ে যাবে।তাইতো দরখাস্ত লেখার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।দরখাস্ত লেখার কিছু নতুন নমুনা নিচে দেওয়া হলো:
  • আবেদনের তারিখ
  • প্রাপক বা বরাবর
  • আবেদন পত্রের বিষয়ঃ
  • মহোদয় মহাশয় স্যার ম্যাডাম জনাব ইত্যাদি
  • যে বিষয়ে আবেদন করবেন সেটি বিস্তারিত লিখতে হবে।
  • আবেদনকারীর নাম ঠিকানা দিতে হবে

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন

প্রথমে তারিখঃ

বরাবর

সভাপতি

............উচ্চ বিদ্যালয়

থানা জেলা

বিষয়ঃ সহকারী শিক্ষক পদের চাকরির জন্য আবেদন।

জনাব

বিনীত সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ০২/০২/২০০২ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু শিক্ষক নিয়োগ করা হবে।আমি সেই পদের একজন প্রার্থী হয়ে আমার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এবং আমার জীবন বৃত্তান্ত সবকিছুই ভালোভাবে উপস্থাপন করলাম।
  1. নামঃ
  2. পিতার নামঃ
  3. মাতার নামঃ
  4. বর্তমান ঠিকানাঃ
  5. স্থায়ী ঠিকানাঃ
  6. জন্মতারিখঃ
  7. জাতীয়তাঃ
  8. জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
  9. বৈবাহিক অবস্থাঃ
  10. ধর্মঃ
  11. মোবাইল নাম্বারঃ
  12. রক্তের গ্রুপঃ
  13. শিক্ষাগত যোগ্যতাঃ
০১-এস.এস.সি-বিঙ্গান-২০১৩-ঢাকা
০২-এইচ.এস.সি-ব্যবসায় শিক্ষা-২০১৫-ঢাকা
০৩-অনার্স (বিবিএ)-ব্যবস্থাপনা-২০১৯-জাতিয় বিশ্ববিদ্যালয়
০৪-মার্টাস-ব্যবস্থাপনা-২০২১-জাতিয় বিশ্ববিদ্যালয়

অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের কাছে বিনীত আবেদনে এই যে, আমার উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত গুলো ভালোভাবে পর্যালোচনা করে আমাকে একজন সহকারী শিক্ষক পদের প্রার্থী হিসেবে বিবেচিত করা আপনার মর্জি।

বিনীত

নাম(............)

ফোন/মোবাইল নাম্বারঃ

সংযুক্তি
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সত্যায়িত।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি।
  • চারিত্রিক সনদপত্র
  • নাগরিকত্ব সনদপত্র
  • জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সত্যায়িত।
  • ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।

জরিমানা মওকুফের জন্য আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

প্রধান অধ্যক্ষ

............ সরকারি কলেজ

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন

জনাব

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জুয়েল রানা আমি একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।হঠাৎ করে আমার পিতার অসুস্থতার কারণে কলেজের সকল প্রকার ফি এবং বেতন আমি কোনটাই পরিশোধ করতে পারিনি।কারণ আমার পরিবারে আমার বাবাই শুধু উপার্জন করে এবং তার উপার্জনের উপর দিয়েই আমাদের পরিবার চলে এবং আমাদের লেখাপড়ার খরচ চলে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন যে, আমার পিতার সুস্থতার পারিবারিক আর্থিক সমস্যার দিক বিষয় বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফ্রি এবং বেতন প্রদান করার অনুমতি দিয়ে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্য হত ছাত্র
মোঃ জুয়েল রানা
শ্রেণীঃ একাদশ
বিভাগঃ বিজ্ঞান
রোল নাম্বারঃ

ছাড়পত্রের জন্য আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

প্রধান শিক্ষক

......... উচ্চ বিদ্যালয়

থানা ও জেলা

বিষয়ঃছাড়পত্রের জন্য আবেদন

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ মারুফ আহমেদ আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্র।আমার পিতা একজন সরকারি চাকরিজীবী।তার বর্তমান চাকরির ট্রান্সফার এক উপজেলা থেকে আরেক উপজেলায় হয়েছে।তাই আমাদের স্বপরিবারে সেইখানে চলে যেতে হবে।
অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন যে,আমার উপরোক্ত সমস্যা গুলো বিষয় বিবেচনা করে।স্কুলের সকল বেতন পরিশোধ করার সুযোগ দিয়ে আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার মর্জি কামনা করছি।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত বাধ্যগত ছাত্র
মোঃ মারুফ আহমেদ
শ্রেণীঃ নবম
বিভাগঃ বিজ্ঞান
রোল নম্বরঃ

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

প্রধান শিক্ষক

................. উচ্চ বিদ্যালয়

থানা জেলা

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সোহেল রানা আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।আমার শারীরিক অসুস্থতার কারণে গত ০১/০২/২০২৪ থেকে০৪/০২/২০২৪ তারিখ পর্যন্ত মোট ৪ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন যে, আমার অসুস্থতার দিক বিষয় বিবেচনা করে আমাকে ৪ দিন ছুটি দানে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মোঃ সোহেল রানা
শ্রেণীঃ নবম
বিভাগঃ বিজ্ঞান
রোল নম্বরঃ

অফিসিয়াল ছুটির আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

ব্যবস্থাপনা/ম্যানেজার

ব্র্যাক ব্যাংক লিমিটেড

.........শাখা ঢাকা

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি ব্র্যাক ব্যাংক লিমিটেড ঢাকা শাখায় একজন অফিসার পদে কর্মরত আছি।আগামী ০১/০২/২০২৪ থেকে ০৩/০২/২০২৪ আমার বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে।তাই আমাকে স্বপরিবারের সঙ্গে ৩ দিন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ৩ দিন ছুটি মঞ্জুর করে আপনার নিকট আবেদন পেশ করেছি।

বিনীত
আপনার বাধ্যগত
শরীফ উদ্দিন
অফিসার
ব্র্যাক ব্যাংক লিমিটেড
শাখা ঢাকা

অগ্রিম ছুটির আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

প্রধান শিক্ষক

............উচ্চ বিদ্যালয়

থানা জেলা

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন

জনাব

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আরাফ আলী আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।আগামী ০১/০২/২০২৪ থেকে ০৩/০২/২০২৪ পর্যন্ত ৩দিন আমার বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে।তাই এই ৩টা দিন আমার স্বপরিবারের সঙ্গে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ৩ দিন অগ্রিম ছুটি প্রদান করতে আপনার মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আরাফ আলী
শ্রেণীঃ দশম
বিভাগঃ বিজ্ঞান
রোল নম্বরঃ

অফিসিয়াল ছুটির আবেদন

আবেদনের তারিখঃ

বরাবর

ব্যবস্থাপক বা ম্যানেজার

পূবালী ব্যাংক লিমিটেড

........... শাখা ঢাকা

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

জনাব

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি পুবালী ব্যাংক লিমিটেড ঢাকা শাখায় একজন অফিসার পদে কর্মরত আছি।আমার শারীরিক অসুস্থতার কারণে গত ০১/০২/২০২৪ থেকে ০৫/০২/২০২৪ তারিখ পর্যন্ত মোট ৫ দিন অফিস আসতে পারি নি।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার কারণে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ৫ দিন ছুটি মঞ্জুর করতে সদয় হোন।

বিনীত
আপনার বাধ্যগত
আশরাফ খান
অফিসার
পূবালী ব্যাংক লিমিটেড
শাখা ঢাকা

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

প্রথমে আবেদনের তারিখঃ

বরাবর

মানব সম্পদ বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

থানা ও জেলা

বিষয়ঃউপজেলা শিক্ষা পরিদর্শক পদের জন্য আবেদন।

জনাব,

সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২৫/০৬/২০২২ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরির নিয়োগ দেখতে পেয়েছি।উপজেলা শিক্ষা পরিদর্শক পদে কিছু লোক নিয়োগ করা হবে।আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত দিয়ে দিলাম।
  1. নামঃ
  2. পিতার নামঃ
  3. মাতার নামঃ
  4. বর্তমান ঠিকানাঃ
  5. স্থায়ী ঠিকানাঃ
  6. জন্ম তারিখঃ
  7. ধর্মঃ
  8. বৈবাহিক অবস্থাঃ
  9. রক্তের গ্রুপঃ
  10. জাতীয়তাঃ
  11. জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
  12. মোবাইল নম্বরঃ
০১-এস.এস.সি-বিঙ্গান-২০১০-ঢাকা
০২-এইচ.এস.সি-ব্যবসায় শিক্ষা-২০১২-ঢাকা
০৩-অনার্স (বিবিএ)-ব্যবস্থাপনা-২০১৬-জাতিয় বিশ্ববিদ্যালয়

শিক্ষাগত যোগ্যতাঃ

অতএব বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত দেখে আমাকে একজন এই পদের প্রার্থী হিসেবে মনোনীত করতে আপনার মর্জি হয়।

নিবেদক
মোঃ জাফর আলী
থানা ও জেলা

সংযুক্তি
  • পাসপোর্ট সাইজের ১ কপি ছবি সত্যায়িত।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি।
  • জাতীয় পরিচয় পত্রেরও অনুলিপি সত্যায়িত।

শেষ মন্তব্য | আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

সাধারণত আবেদন পত্র লিখতে হলে এর ফরম্যাট গুলো এবং লেখার নিয়ম যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা যেভাবে লিখবেন সেভাবেই গ্রহণ হয়ে যাবে।তাছাড়া যদি আবার খারাপ করে লিখেন বা এই আবেদনপত্র লেখার ফরমেট গুলো না জেনে লিখেন।তখন কিন্তু কোন ভাবে গ্রহন হবে না এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না।

তাই সবগুলো দিক উপরে নিচে দেখে শুনে বিষয় বিবেচনা করা লেখাটাই উত্তম।তাই এই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন।তবে আরো শিক্ষামূলক টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করে রাখুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url