মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানুন
মানবদেহ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দেহ তাইতো মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ আপনাদের জানিয়ে দেওয়া হবে।অনেক মানুষ আছে যারা কোনোভাবেই মানবদেহের বিভিন্ন রকম অঙ্গ গুলো সম্পর্কে জানে না।তাই সবগুলো জানানো হবে এবং মানব দেহের অঙ্গ কয়টি এটিও জানানো হবে।
সাধারণত আপনারা যদি দেহের বিভিন্ন অঙ্গের নাম গুলো এবং অঙ্গের কাজগুলো যদি না জানেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে।তাইতো সেগুলো জানাটা খুবই জরুরী আপনাদের।
পোস্টসূচিপত্রঃ
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
সাধারণত মানব দেহে অনেক রকমের অঙ্গ আছে সেইগুলোর কিন্তু বিভিন্ন রকম কাজ আছে।তাইতো মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ মানব দেহে রয়েছে ৭৫ থেকে ৮০টি অঙ্গ তার মধ্যে প্রতিটি অঙ্গই কিন্তু মানব দেহ পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাছাড়া এই অঙ্গ গুলোর মধ্যে যদি একটি অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তখন কিন্তু মানবদেহে অচল হয়ে পড়বে।তাইলে কোনভাবেই এই অঙ্গ গুলোকে অচল হতে দেওয়া যাবে না তবে তার আগে মানব দেহের বিভিন্ন অঙ্গগুলো সম্পর্কে জানতে হবে অঙ্গ গুলোর নাম জানতে হবে এবং অঙ্গ গুলোর কি কি কাজ সেগুলো সম্পর্কে আপনাদের জানা উচিত।তাইতো সেই অঙ্গগুলোর নাম এবং কাজ নিচে দেওয়া হলো:
মস্তিষ্ক
সাধারণত মস্তিষ্ক ৩ ভাগে বিভক্ত যেমন:
- অগ্র-মস্তিষ্ক
- মধ্য-মস্তিষ্ক
- পশ্চাৎ-মস্তিষ্ক
মধ্য-মস্তিষ্ক- এই মস্তিষ্কের কাজ হলো সাধারণত কোন কিছু দেখাশোনা এবং কোন কিছু দেখে সিদ্ধান্ত নেওয়ার কাজ করা।
পশ্চাৎ-মস্তিষ্ক- এই মস্তিষ্কের কাজ এই মস্তিষ্কের কাজ হলো দেহের বিভিন্ন অঙ্গের কার্য পরিচালনা করা।
- চোখ - চোখের কাজ হচ্ছে কোন কিছু দেখা বা কোন কিছু দেখে সে অনুযায়ী কাজ করা।মানব দেহের প্রধান অঙ্গ।
- মাথার খুলি - মাথার খুরির কাজ হলো মস্তিষ্ককে ডেকে রাখা ও ভালো রাখা ২২টি হাড় দ্বারা এই মাথার খুলি গঠিত হয়ে থাকে।
- কান - কানের কাজ হলো যে কোন শব্দ বা কোন কিছু শোনা।
- মুত্রাশয় - সাধারণত কিডনির রক্ত পরিশোধন করে এবং মানুষের পেটে থাকা তরলজাতীয় জিনিস হজম করে বের করে দেয়।
- নাক - নাকের কাজ হলো শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং কোন কিছুর সুঘ্রান নেওয়া।
- শিরা - শিরার কাজ হলো মানব শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত নিয়ে হৃদপিণ্ডে দেওয়া।যা তখন ফুসফুসের কার্যক্রম চালু করে।
- হৃদপিণ্ড - হৃদপিন্ডের কাজ হলো মানব দেহের বিভিন্ন অঙ্গের রক্ত পরিশোধন করে বিভিন্ন অঙ্গে প্রবেশ করানো।এই হৃদপিণ্ড মিনিটে ৭২ বার বাম্প হয়।
- ফুসফুস - ফুসফুসের কাজ হলো স্বাস প্রশ্বাস আদান প্রদান করা।
- পাকস্থলী - সাধারণত পাকস্থলীর কাজ হলো পেটের মধ্যে যেই খাবার গুলো প্রবেশ করে সেই খাবারগুলো হজম করে বের করে দেওয়া।
- যকৃত - সাধারণত যকৃতকে কলিজা বলা হয়।এই যকৃত মানব দেহের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।কিন্তু মানব দেহে যকৃতের অবদান অনেক বেশি।তাই যকৃত হচ্ছে একটি প্রধান অঙ্গ মানব দেহের।
- অন্ত - অন্তরের কাজ হচ্ছে পাকস্থলী থেকে খাবার হজম হয়ে এই অন্তরের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু মাল হয়ে মালদ্বার দিয়ে বের করে দেওয়া।
- কিডনি - কিডনির কাজ হলো মানব দেহের শরীরে বিভিন্ন রকমের অপদার্থ গুলো আছে যেগুলো মুত্র আকারে বের করে দেয়।কিডনি হচ্ছে মানব দেহের একটি প্রধান অঙ্গ।
- হাড় - মানব দেহের প্রধান অঙ্গ হাড়।হাড় ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারবে না।একটি মানবদেহ ২০৬টি হাড়ের সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলা
সাধারণত মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম কিন্তু অনেক মানুষ আছে যারা জানতে চায় কিন্তু কোথাও জানতে পারে না।তাইতো তাদের উদ্দেশ্যে এই মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম এবং মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলা খুব ভালোভাবেই জানিয়ে দেওয়া হয়েছে এই আর্টিকেলের মধ্যে।তাই আপনারা দেখে শুনে বুঝে দেখে জেনে নেবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন।
কারণ সব জায়গাতেই কিন্তু মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজিতে দেওয়া থাকে।বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ইংরেজিতে দেওয়ার বদলে আমরা এই আর্টিকেলের মধ্যে সেটি মানুষের বুঝার ক্ষেত্রে বাংলাতে জানিয়ে দেওয়া হয়েছে।তাই নিচে ছবি দিয়ে জানিয়ে দেওয়া হলো:
মানব দেহের অঙ্গ কয়টি
সাধারণত মানব দেহের অনেকগুলো অঙ্গ থাকার কারণে বিভিন্ন রকমের অঙ্গ-প্রত্যঙ্গ আছে।তাইতো মানব দেহের অঙ্গ কয়টি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।মানবদেহের অঙ্গ হচ্ছে ৭৫ থেকে ৮০ টি। ৭৫ থেকে ৮০টি অঙ্গ দ্বারা মানবদেহ গঠিত হয়ে থাকে।একটি মানব দেহে ভালোভাবে বাঁচিয়ে রাখতে এবং ভালোভাবে পরিচালনা করার জন্য ৭৫ থেকে ৮০ টি অঙ্গ ভালোভাবে কার্য পরিচালনা করে থাকে।
এই অঙ্গগুলোর মধ্যে যদি একটি অঙ্গ অচল হয়ে যায় তাহলে কিন্তু একজন মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে।তাইতো মানব দেহের সবগুলোই অঙ্গ ভালোভাবে কাজ করার কারণেই কিন্তু একটি মানব দেহ বেঁচে থাকে বা মানব দেহ ভালোভাবে সব রকম কাজকর্ম করে থাকে।তাই মানবদেহের অঙ্গগুলো নিচে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হলো:
- পায়ুপথ
- কৈশিক
- জয়েন্টগুলি
- স্নায়ু
- চামড়া
- টেন্ডস
- ধমনী
- সেরিবেলাম
- যকৃত
- অনুনাসিক গহ্বর
- প্লীহা
- জিহ্বা
- পরিশিষ্ট
- ডায়াফ্রাম
- শ্বাসযন্ত্র
- ডিম্বাশয়
- অন্ডকোষ
- থায়রয়েড
- অ্যাড্রিনাল গ্রন্থি
- কান
- স্বরযন্ত্র
- খাদ্যনালী
- পেট
- শ্বাসনালী
- মস্তিষ্ক
- চোখ
- লিগামেন্ট
- লিঙ্গ
- স্পাইনাল কর্ড
- থাইমাস গ্রন্থি
- হাড়
- ফ্যালোপিয়ান টিউব
- লিম্ফ নোডস
- অগ্ন্যাশয়
- ক্ষুদ্রান্ত্র
- ইউরেটার্স
- ব্রম্কি
- যৌনাঙ্গ
- বৃহদন্ত্র
- গলবিল
- লালা গ্রন্থি
- মূত্রনালী
- মূত্রাশয়
- গলব্লাডার
- লিম্ফ্যাটিক জাহাজ
- প্লাসেন্টা
- কঙ্কাল পেশী
- জরায়ু
- অস্থি মজ্জা
- হৃদয়
- মুখ
- প্রোস্টেট
- সেমিনাল ভেসিকল
- ভালভা
- বুলবুরেথ্রাল গ্রন্থি
- চুল গুটিকা
- মেসেন্টারি
- পাইনাল গ্রন্থি
- ত্বকনিম্নস্থ কোষ
- শিরা
- কোলন
- হাইপোথ্যালামাস
- স্তন্যপায়ী গ্রন্থি
- পিটুিটারি গ্রন্থি
- দাঁত
- যোনি
- সার্ভিক্স
- ইন্টারস্টিটিয়াম
- নাক
- প্যারাথাইরয়েড গ্রন্থি
- টনছিল
- ভ্যাস ডিফারেন্স
- ভগাঙ্কুর
- কিডনি
- নখ
- মলদ্বার
- টেস্টিস
- ভেস্টিজিয়াল অঙ্গ
মানব দেহের বিভিন্ন হাড়ের নাম
সাধারণত মানব দেহে অসংখ্য হাড় আছে তাইতো মানব দেহের বিভিন্ন হাড়ের নাম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে যারা হাত পায়ের হাড়ের নাম কোমরের হাড়ের নাম এগুলো কিন্তু কোন ভাবেই জানে না।সাধারণত মানব দেহ হচ্ছে ২০৬ টি হাড় দ্বারা গঠিত হয়ে থাকে।
তার মধ্যে কিন্তু অনেকগুলোই বিশেষ বিশেষ হাড় সেগুলো কিন্তু অনেক মানুষের জানে না।তাইতো তাদের জানানোর উদ্দেশ্য এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবে হাড়ের নাম গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে সবগুলো পড়ে জেনে নেবেন।তাইতো নিচে সেই হাড়ের নাম গুলো দিয়ে দেওয়া হলো:
হাতের বিভিন্ন হাড় গুলো হলো: হাতের হাড় ৬০টি
- হিউমেরাস ২টি
- রেডিয়াস ২টি
- আলনা ২টি
- কার্পাল ১৬টি
- মেটাকার্পাল ১০টি
- ফ্যালাঞ্জেস ২৮টি
পায়ের বিভিন্ন হাড় গুলো হলো:পায়ের হাড় ৬০টি
- ফিমার ২টি
- টিবিয়া ২টি
- ফিবুলা ২টি
- প্যাটেলা ২টি
- টার্সাল ১৪টি
- মেটা টার্সাল ১০টি
- ফ্যালাঞ্জেস ২৮টি
বক্ষ অস্থি হাড় গুলো হলো: বুকের হাড় ৪টি
- ক্লাভিকল ২টি
- স্ক্যাপুলা ২টি
কোমরের হাড় গুলো হলো: কোমরের হাড় ৮০টি
- করোটি ২৯টি
- বক্ষপিঞ্জর ২৫টি
- মেরুদন্ড ২৬টি
মানব দেহের প্রধান অঙ্গ
সাধারণত মানব দেহে অনেকগুলো এবং অনেক রকমের অঙ্গ আছে।তাইতো মানব দেহের প্রধান অঙ্গ গুলো সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে এবং অঙ্গগুলোর নাম খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ একজন মানুষ কিন্তু মানবদেহের বিভিন্ন রকম অঙ্গগুলো আছে সেইগুলো কিন্তু কোন ভাবে জানে না আবার কিছু কিছু অঙ্গ আছে যেগুলো প্রধান অঙ্গ সেইগুলো কিন্তু জানে না।
এই প্রধান অঙ্গগুলোর কথা বা নাম না জানার কারণে এই অঙ্গ গুলোর মানুষ অনেক রকমের ক্ষতি করে থাকে।তাইতো এই আর্টিকেলের মধ্যে সব অঙ্গ গুলোর নাম কিন্তু খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং অঙ্গ গুলোর কাজও জানিয়ে দেওয়া হবে।তাই নিচে শরীরের প্রধান অঙ্গগুলো জানিয়ে দেওয়া হলো:
- মস্তিষ্ক
- হৃদয়
- শ্বাসযন্ত্র
- অগ্ন্যাশয়
- কিডনি
- চোখ
- ক্ষুদ্রান্ত্র
মানব শরীরের সবথেকে বড় অঙ্গ হলো:
- চামড়া
- যকৃত
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে
সাধারণত মানব দেহের ৭৫ থেকে ৮০টি অঙ্গের মধ্যে কিন্তু সব অঙ্গের নাম মানুষ কম বেশি জানতে চাই।কিন্তু তারা কোথাও ভালোভাবে সেই রকম অঙ্গ গুলোর নাম জানতে পারে না।তাইতো মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই আর্টিকেলের মধ্যে।
কারণ এই আর্টিকেলের মধ্যে মানব দেহের বিভিন্ন রকম ছবি এবং মানবদেহের বিভিন্ন রকম অঙ্গের নাম বাংলা ইংরেজিতে সবকিছুই খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে।আপনারা শুধু সেইগুলো ধৈর্য সহকারে পড়লেই সব কিছু জানতে পারবেন।তাইতো নিচে বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে জানিয়ে দেওয়া হলো:
- arm - বাহু
- armpit - বগল
- artery - ধমনী
- back - পিঠ
- backbone - মেরুদন্ড
- beard - দাড়ি
- belly - পেট
- bile - পিত্ত
- blood - রক্ত
- bone - হাঁড়
- brain - মস্তিষ্ক
- breast - স্তন
- cheek - গাল
- chest - বুক
- chin - চিবুক
- collar-bone - গলার হাড়
- ear - কান
- elbow - কনুই
- eye - চোখ
- eyeball -অক্ষিগোলক
- eyebrow - ভ্রু
- eyelid - চোখের পাতা
- face - মুখমন্ডল
- forehand - কপাল
- foot - পায়ের পাতা
- gum - দাঁতের মাড়ি
- hand - হাত
- heel - গোড়ালি
- hair - চুল
- heart - হৃদয়
- jaw - চোয়াল
- joint - জোড়
- kidnet - বৃক্ক
- lep - কোল
- knee - হাঁটু
- lip - ঠোঁট
- lung - ফুসফুস
- moustache - মোচ
- mouth - মুখ
- nail - নখ
- navel - নাভি
- neck - ঘাড়
- nostril - নাসারন্ধ্র
- muscle - মাংসপেশী
- palm - হাতের তালু
- pulse - নাড়ী
- rib - পাঁজর
- rump - নিতম্ব বা পাছা
- skin - ত্বক
- skull - মাথার খুলি
- sole - পদতল
- shoulder - কাঁধ
- stomach - পাকস্থলী
- toe - পায়ের আঙ্গুল
- tongue - জিহ্বা
- tooth - দাঁত
- vein - শিরা
- wrist - কব্জি
- waist - কোমর
- trachea - শ্বাসনালী
- throat - গলা
- thumb - হাতের বুড়ো আঙ্গুল
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি
সাধারণত মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি অনেক মানুষ আছে যারা দেখতে চাই কিন্তু কোথাও ভালো তথ্য তেমন পাই না।তাইতো মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু দেখে নেবেন।কারণ এই আর্টিকেলের মধ্যে মানবদেহের সবকিছুই কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে এবং ছবিগুলোর মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়েছে।
আপনারা শুধু ভালোভাবে দেখে পড়ে জেনে নেবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন।নিচে মানব দেহের অঙ্গের ছবি দেওয়া হলো:
শেষ মন্তব্য | মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ - মানব দেহের অঙ্গ কয়টি
সাধারণত মানব দেহের বিভিন্ন রকম অঙ্গের নাম এবং ছবি কাজ সব কিন্তু খুব ভালোভাবেই আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে।কারণ অনেক মানুষ আছে যারা মানবদেহের বিভিন্ন রকম তথ্য খুঁজে বেড়ায় কিন্তু কোথাও ভালো তথ্য তেমন পায় না।তাইতো তাদের উদ্দেশ্যেই এই আর্টিকেলের মধ্যেই সব কিন্তু খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু সহকারে পড়লে সবকিছু জানতে পারবেন।
তাই আর্টিকেলটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং বিভিন্ন লাইফস্টাইল বিষয়ক টিপস পেতে এই ওয়েবসাইটটি ফলো করে রাখুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url