খুব সহজ নিয়মে সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন এর মাধ্যমে করুন

সাধারনত যারা সিম ব্যবহার করেন তাদের অবশ্যই সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন সম্পর্কে জানতে হবে।সিম গুলো যখন রেজিস্ট্রেশন করে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের দেখে চেক করে নিতে হবে।তার সাথে জানানো হবে সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়।

সিম-রেজিস্ট্রেশন-চেক-অনলাইন

সিমগুলো যখন আপনারা চেক করে নিতে পারবেন তখন কিন্তু এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন।তাছাড়া কিন্তু অন্যরকম অবস্থা হয়ে যেতে পারে তাই অবশ্যই চেক করার নিয়ম এবং কার নামে কয়টা সিম তা জানুন।
পোস্ট সূচিপত্রঃ

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

সাধারণত সকল মানুষের ফোনে কিন্তু একটি থেকে দুইটি সিম থাকে।তবে আপনাদের যেই কোম্পানির সিম হোক না কেন তা চেক করার নিয়ম-কানুন দিয়ে দেওয়া হবে।তাইতো সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন সম্পর্কে আপনাদের জানানো হবে।কারণ অনলাইনের মাধ্যমে আপনারা যদি সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা এবং কার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে।
সেই সম্পর্কে আপনাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।তবে যে কোম্পানির সিম হোক না কেন নিচে দেওয়া নিয়ম-কানুন গুলো আপনারা যদি ভালোভাবে পড়েন।তাহলে ভালোভাবে জানতে পারবেন।তাই নিচে নিয়ম গুলো দেওয়া হলো:
  • তবে আপনারা *১৬০০১# এই কোডটি ফোন নাম্বারে তুলে ডায়াল করবেন।
  • তারপরে এনআইডি কার্ডের শেষ ৪ডিজিট দেবেন।
  • তারপরে আপনাকে একটি ফিরতি মেসেজ দেওয়া হবে।
  • সেটিতে দেখাবে আপনার কোন সিম কয়জনের নামে রেজিস্ট্রেশন আছে এবং সেই সিম কে ব্যবহার করছে সেই বিষয়ে।
  • আবার কোন সিমে কোন নাম্বারে রেজিস্ট্রেশন করা হয়েছে তার প্রথম তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে।

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

সাধারণত সিম রেজিস্ট্রেশন করে যখন আপনারা ব্যবহার করবেন।তখন কিন্তু কার নামে কয়টা সিম এবং কার নামে সিম নিয়ে সে সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।তাইতো সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় আপনাদের জানিয়ে দেওয়া হবে।কারণ সিম আপনি ব্যবহার করছেন সেটি কার নামে তা যদি না জানেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে পারেন।

তাই অবশ্যই জেনে রাখাটা উচিত কারণ আপনি যে সিমটা ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার পার্সোনাল সিম।সেটি যদি অন্য কেউ রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু মহা সমস্যা হবে।আপনার নামে রেজিষ্ট্রেশনকৃত সিম ব্যবহার করলে কিছু অপরাধ মূলক কাজ করলে আপনি সমস্যার মধ্যে পড়বেন।

তাই সেই বিষয়টা দেখে রাখা উত্তম এই কারণে কার নামে কয়টা সিম তা দেখার জন্য কিছু নিয়ম-কানুন আপনাদের জানানো হবে।এই নিয়ম-কানুন গুলো নিচে দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনাকে ডায়াল অপশনে যেতে হবে।
  • তারপর আপনার আইডি কার্ডের শেষের ৪ ডিজিট দিবেন।
  • তারপর গ্রামীন সিম কোম্পানি আপনাকে একটি মেসেজ এলাটা দিবে।
  • তারপরে ফিরতি এসএমএস এর মাধ্যমে গ্রামীন সিম কোম্পানি আপনাকে রেজিস্ট্রেশন কৃত সিমের সব রকম তথ্য এবং সিম টি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সিমটি কয়বার রেজিস্ট্রেশন করা হয়েছে।সেই সব তথ্য একে বারে জানিয়ে দেবে।
  • তাই এই নিয়মটি ফলো করে আপনারা সেই সিম কার নামে কয়টি রেজিস্ট্রেশন আছে সেটি দেখতে পারেন।আবার হারিয়ে যাওয়া সিমেরও তথ্য জানতে পারবেন।

গ্রামীণ সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

সাধারণত বাংলাদেশের প্রাই মানুষই গ্রামীন সিম ব্যবহার করে থাকে।তাইতো গ্রামীণ সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।আপনারা যেই গ্রামীন সিম গুলো ব্যবহার করবেন সেই সিম যদি অনলাইনের মাধ্যমে চেক করতে না পারেন।সেই সিমের রেজিস্ট্রেশন আছে কার নামে এবং কয়জন রেজিস্ট্রেশন করে ব্যবহার করছে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন।
তবে একজন মানুষ তার ভোটার আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন।এই কারণে গ্রামীন সিমে যদি আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে যাচাই বাচাই বা রেজিস্ট্রেশন করা আছে কিনা সেই বিষয়ে চেক করতে চান।তাহলে অবশ্যই আপনাদের নিচে দেওয়া নিয়মগুলো ফলো করতে হবে।তাই সেই নিয়মগুলো নিচে দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনার মোবাইলে মেসেজ দেওয়ার অপশনে যাবেন।
  • তারপরে Info লিখবেন।
  • এবার সেই মেসেজটি 4949 নাম্বারে পাঠিয়ে দিবেন।
  • তারপরে দেখবেন যে গ্রামীন সিম কোম্পানি ফিরতি এসএমএস এর মাধমে আপনাকে আপনার সিমের সব তথ্য জানিয়ে দিবে।

রবি সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

রবি সিমও কিন্তু বাংলাদেশের প্রায় মানুষ ব্যবহার করে থাকে।তাইতো রবি সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।এই রবি সিমের সব কিছু সুবিধা বেশি হওয়ার কারণে এই সময় অনেক মানুষ ব্যবহার করে থাকে।সাধারণত এই রবি সিম কিন্তু একজন মানুষের এনআইডি কার্ড দিয়ে ১৫টি সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবে।

তবে এনআইডি কার্ড দিয়ে রবি সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা সেই বিষয়ে চেক করতে হলে অবশ্যই নিচে দেওয়া নিয়ম-কানুন গুলো জানতে হবে।তাইতো নিচে কিছু নিয়ম-কানুন দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনার ফোনে ডায়লগ অফশনে যাবেন।
  • তারপরে *১৬০০*৩# এই কোডটি লিখে ডায়াল করবেন।
  • তারপর রবি কোম্পানি এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশনকৃত সিমের সব তথ্য জানিয়ে দিবে।

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

সাধারণত বাংলাদেশের জনপ্রিয় সিম হচ্ছে বাংলালিংক।তাইতো বাংলালিংক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত আগেকার যুগে প্রায়ই বাংলালিংক সিমের প্রচলন ছিল প্রচুর পরিমাণে।তবে এই বাংলালিংক সিমও কিন্তু একজন ব্যক্তি তার এনআইডি কার্ড দিয়ে ১৫টি রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবে।

তাইতো আপনার এনআইডি কার্ড দিয়ে বাংলালিংক সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা বা কার নামে কয়টা সিম আছে সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম-নীতি জানতে হবে।তাইতো সেই সব নিয়ম নিচে দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের ডায়াল অফশনে যেতে হবে।
  • তারপরে *১৬০০*১# এই কোডটি লিখে ডায়াল করতে হবে।
  • তারপরে বাংলালিংক কোম্পানি এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশনকৃত সিমের সবরকম তথ্য জানিয়ে দেবে।

টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

সাধারণত টেলিটক সিম সরকারি সিম হিসেবে ধরা হয়।তাইতো টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।এই টেলিটক সিম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এখন পর্যন্ত আছে।সব সিমের মত এটি কিন্তু কোনভাবেই বেসরকারি সিম নয়।
এই সিমটি হচ্ছে পুরোপুরি সরকারি সিম তাই যেকোনো ব্যক্তি এই সিমও তার এনআইডি কার্ড দিয়ে ১৫টি সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবে।তবে এই টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক করার কিছু নিয়ম আছে সেগুলো নিচে হবে।তাইতো সেই নিয়ম-কানুন গুলো নিচে দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনার মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে।
  • তারপরে Info লিখবেন।
  • এরপর মেসেজটি 1600 এই নাম্বারে পাঠিয়ে দিবেন।
  • তারপরে দেখবেন যে ফিরতি এসএমএসে টেলিটক কর্তৃপক্ষ আপনার রেজিস্ট্রেশনকৃত সিমের সবরকম তথ্য আপনাকে জানিয়ে দেবে।

এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

সাধারণত এয়ারটেল সিম হচ্ছে বাংলাদেশের একটি ভালো সিম।তাইতো এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত এই সিম হচ্ছে খুব ভালো একটি সিম এতে অফার এবং কথা বলার চার্জ খুব কম কাটে।এই কারণে এই সিম কোন ব্যক্তি তার এনআইডি কার্ড দিয়ে ১৫টি রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবে কোন সমস্যা হবে না।

তবে এই সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা বা কার নামে রেজিস্ট্রেশন করা আছে সব রকম তথ্য জানতে হবে।এই কারণে এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করার সব রকম নিয়ম নিচে দেওয়া হলো:
  • সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন।
  • তারপরে *১২১*৪৪৪৪# কোডটি লিখে ডায়াল করবেন।
  • তাহলে তখন দেখতে পাবেন যে এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিম কৃর্তপক্ষ আপনার রেজিস্ট্রেশনকৃত সবরকম তথ্য জানিয়ে দিবে।

সকল সিমের গুরুত্বপূর্ণ কোড

সাধারণত সকল সিমের কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ কোড গুলো আছে কিন্তু এই কোডগুলো তেমন কোন মানুষ আছে যারা জানে না।তাই সকল সিমের গুরুত্বপূর্ণ কোড গুলো আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত টাকা দেখার কোড,এসএমএস কেনার কোড,মিনিট কিনা কোড,এমবি কিনা যায় এগুলো দেখার জন্য কিছু কোড লাগে সেই কোডগুলো অনেক মানুষ আছে যারা জানে না।তাইতো সব গুরুত্বপূর্ণ কোড গুলো নিচে জানিয়ে দেওয়া হলো:

রবি সিমের কোড
  • রবি ব্যালেন্স চেক করার কোড - *222#
  • রবি ডাটা চেক করার কোড - *4#
  • রবি মিনিট চেক করার কোড - *222*2# অথবা *222*9#
  • রবি নাম্বার চেক করার কোড - *2#
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - *123*007#
  • রবি আউটগোয়িং কল অন করার কোড - *21*018#
  • রবি আউটগোয়িং কল অফ করার কোড - ##21#
  • রবি ইনকামিং কল অন করার কোড - *35*0000#
  • রবি ইনকামিং কল অফ করার কোড - #35*0000#

এয়ারটেল সিমের কোড
  • এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড - *৭৭৮#
  • এয়ারটেল ডাটা চেক করার কোড - *৪#
  • এয়ারটেল মিনিট চেক করার কোড - *৬৬৬#
  • এয়ারটেল নাম্বার চেক করার কোড - *২#
  • এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - *১৪১# বা *৮#
  • এয়ারটেল আউটগোয়িং কল অন করার কোড - *২১*০১৬#
  • এয়ারটেল আউটগোয়িং কল অফ করার কোড - #৩৩*০০০০#
  • এয়ারটেল ইনকামিং কল অন করার কোড - #৩৫*০০০০#
  • এয়ারটেল ইনকামিং কল অফ করার কোড - *৩৫*০০০০#

বাংলালিংক সিমের কোড
  • বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড - *১২৮#
  • বাংলালিংক ডাটা চেক করার কোড - *১২১*১#
  • বাংলালিংক মিনিট চেক করার কোড - *১২১*১০০#
  • বাংলালিংক নাম্বার চেক করার কোড - *৫১১#
  • বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - *৮৭৪#
  • বাংলালিংক আউটগোয়িং কল অন করার কোড - *৩৩*০০০০#
  • বাংলালিংক আউটগোয়িং কল অফ করার কোড - #৩৩*০০০০#
  • বাংলালিংক ইনকামিং কল অন করার কোড - *২১*০১৯#
  • বাংলালিংক ইনকামিং কল অফ করার কোড - ##২১#

গ্রামীন সিমের কোড
  • গ্রামীন ব্যালেন্স চেক করার কোড - *৫৬৬#
  • গ্রামীন ডাটা চেক করার কোড - *১২১*১*৪#
  • গ্রামীন মিনিট চেক করার কোড - *১২১*১*২#
  • গ্রামীন নাম্বার চেক করার কোড - *২#
  • গ্রামীন ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - *৯#
  • গ্রামীন আউটগোয়িং কল অন করার কোড - *৩৩*০০০০#
  • গ্রামীন আউটগোয়িং কল অফ করার কোড - #৩৩*০০০০#
  • গ্রামীন ইনকামিং কল অন করার কোড - *৩৫*০০০০#
  • গ্রামীন ইনকামিং কল অফ করার কোড - #৩৫*০০০০#

শেষ মন্তব্য | সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

সাধারণত আপনারা যদি এই সিম ব্যবহার করবেন সেটি কিন্তু রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে হবে তারপরেও কিন্তু চেক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।কারণ আপনারা সেটি চেক করেন তাহলে কিন্তু সেই সিম আগে থেকেও অন্য কেউ আবার রেজিস্ট্রেশন করে রাখতে পারে।এই কারণে চেক করে নেওয়াটা উত্তম এবং কার নামে কয়টা সিম আছে সেটিও দেখা উত্তম।

আবার এই আর্টিকেলের মধ্যে সব সিমের গুরুত্বপূর্ণ কোড গুলো জানিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে সব জেনে নেবেন।আশা করছি, উপরের তথ্য গুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো ভালো ভালো তথ্য এবং বিভিন্ন রকম টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url