অপডেট নিয়মে দাঁতের ব্রেস এর খরচ এবং ব্রেস লাগানোর বয়স জানুন
সাধারণত যাদের দাঁত উঁচু নিচু তারা দাঁতে ব্রেস লাগাতে পারেন তবে দাঁতের ব্রেস এর
খরচ জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ।সাধারণত অনেক মানুষ আছে যাদের দাঁত উঁচু-নিচু
আবার আঁকাবাঁকা থাকে তাই আপনারা দাঁতে ব্রেস লাগিয়ে সোজা করতে পারেন।তার সাথে
জানানো হবে দাঁতে ব্রেস লাগানোর বয়স।
সাধারণত দাঁতে যখন আপনারা ব্রেস লাগাবেন তখন কিন্তু একটি খরচ হবে সেটি জানাটা
উত্তম।কারণ সেই খরচ যদি আপনার সাধ্যের বাইরে হয় তাহলে সেটি করার কোন ভাবেই দরকার
নেই।
পোস্ট সূচিপত্রঃ
দাঁতের ব্রেস এর খরচ
সাধারণত যাদের দাঁত প্রচুর পরিমাণে আঁকাবাঁকা উঁচু নিচু তারা কিন্তু দাঁতের ব্রেস
করিয়ে নেওয়াটা উচিত।তাইতো দাঁতের ব্রেস এর খরচ কত তা আপনাদের খুব ভালোভাবে
জানিয়ে দেওয়া হবে।দাঁতের ব্রেস খরচ সর্বনিম্ন ৩০,০০০ থেকে শুরু করে ৮০,০০০ টাকা পর্যন্ত।সাধারণত আপনারা যদি সেই খরচ গুলো ভালোভাবে জানতে পারেন তাহলে তখন দেখবেন যে
পরবর্তীতে আর কোন রকমের সমস্যা হবে না।
সাধারণত প্রথম প্রথম দাঁতের ব্রেস করিয়ে নিয়ে একটু সমস্যা হতে পারে।পরবর্তীতে
ডাক্তারের কিছু ঔষধ দেবে আবার কিছু নিয়ম-কানুন দেবে সেই গুলো পালন করলেই দেখবেন
যে খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাবে।তবে দাঁতের ব্রেস করার খরচটা
সর্বপ্রথম আপনাদের জানতে হবে যদি আপনাদের সেটি সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই
করিয়ে নেবেন।
আর যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে কোনভাবেই করার দরকার নেই।কারণে এই জায়গায়
অনেকগুলো টাকার দরকার আছে এটি কম টাকা নই অনেকগুলো টাকা খরচ হবে দাঁত ব্রেস
করিয়ে নিতে।তবে অবশ্যই অনেক মানুষ আছে যারা জানে না তাদের উদ্দেশ্যে এই
আর্টিকেলের মধ্যে সবকিছু খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
দাঁতে ব্রেস লাগানোর বয়স
সাধারণত দাঁতে ব্রেস লাগিয়ে কিন্তু দাঁত সোজা করা হয়।তাইতো দাঁতে ব্রেস লাগানোর
বয়স আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত তাদের ব্রেস লাগাতে হলে
অবশ্যই বয়স থাকাটা জরুরী।কারণ ছোট বয়সী বাচ্চাদের যদি আপনারা এই
দাঁতের ব্রেস
লাগিয়ে নেন তাহলে তখন কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে।
তাই ৯ থেকে ১৪ বছর বয়সি বাচ্চাদের দাঁতের ব্রেস লাগাতে পারেন।আবার
প্রাপ্তবয়স্ক মানুষদেরও কিন্তু তাদের ব্রেস লাগিয়ে নিতে পারেন কোন সমস্যা হবে
না।দাঁতে ব্রেস লাগিয়ে কিছুদিন রাখলেই কিন্তু দেখবেন যে দাঁত পুরোপুরি সোজা হয়ে
গেছে।আর তখন যদি দাঁত সোজা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে কোন রকমের সমস্যা
হবে না।
দাঁত সোজা করার খরচ
সাধারণত যাদের দাঁত আঁকাবাঁকা উঁচু নিচু তাদের দাঁতে কিন্তু ব্রেস পড়ানো
হয়।তাইতো দাঁত সোজা করার খরচ আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ দাঁত
যদি সোজা করতে পারেন তাহলে তখন পরবর্তীতে আর কোন রকমের সমস্যা হবে না তাছাড়া
দেখতেও ভালো লাগবে।
আরো পড়ুনঃ সামনের দাঁতের ক্যাপ খরচ
কোনভাবেই আপনারা যদি দাঁত সংক্রান্ত কোন সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই দাঁত
সোজা করে নেবেন তাহলে সব সমস্যা ভালো হয়ে যাবে।তাইতো দাঁত সোজা করতে খরচ হবে ২০,০০০ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত।তবে এই দাঁত সোজা করার আবার নিয়ম-কানুন আছে উপরের দাঁত সোজা করার এক রকম টাকা
নিচের দাঁত সোজা করার এক রকম টাকা।তাই আপনারা অবশ্যই জেনে বুঝে সেগুলো করে নেবেন
তাহলে ভালো উপকার পাবেন।
উচু দাঁতের চিকিৎসা খরচ কত
সাধারণত কারো কারো দেখা যায় যে সামনের দাঁত উঁচু হয়ে থাকে।তবে এই উঁচু দাঁতের
চিকিৎসা খরচ কত তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত
উচু দাঁতের চিকিৎসা খরচ হচ্ছে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত।কারণ
দাঁত নিচু করতে বা সমান করতে হলে অবশ্যই আপনাদের দাঁতে ব্রেস পরাতে হবে।
আর দাঁতে যখন ব্রেস পরাবেন তখন কিন্তু উপরের নিচে পুরো মাড়িতেই ব্রেস পরাতে
হবে।তাছাড়া কিন্তু দুটো দাঁতে ব্রেস পরাবেন সেটি কিন্তু কোন ভাবেই হবে না।তাইতো
পুরো মাড়িতে যখন ব্রেস পরাবেন তখন কিন্তু ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ
হতে পারে।সেই দিকগুলো বিষয় বিবেচনা করে তখন আপনারা দাঁতে ব্রেস পরিয়ে নেবেন।
দাঁত নিচু করার খরচ
সাধারণত উঁচু দাঁত নিচু করতে হয় তাহলে অবশ্যই আপনাদের দাঁতে ব্রেস পরিয়ে
নেওয়াটা খুবই জরুরী।তাইতো দাঁত নিচু করার খরচ আপনাদের খুব ভালোভাবে জানিয়ে
দেওয়া হবে।সাধারণত আপনারা যদি কোনভাবে দাঁতে ব্রেস পরিয়ে দাঁত নিচু না করেন
তাহলে যখন দেখবেন যে পরবর্তীতে অনেক রকমের সমস্যা হবে।
আরো পড়ুনঃ বদহজম দূর করার উপায় ৯টি
দাঁতে ব্রেস পরিয়ে যদি দাঁত নিচু করে নেন তখন কিন্তু দাঁত সমান থাকবে এবং সোজা
থাকবে।তবে এই দাঁত সোজা করার বা উঁচু দাঁত নিচু করার কিছু খরচ আছে সেগুলো অবশ্যই
মেনে চলবেন তাহলে ভালো উপকার পাবেন।দাঁত নিচু করতে অবশ্যই আপনাদের ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে।তাই সেই দিকগুলো বিষয় বিবেচনা করে যাচাই-বাছাই করে তখন আপনারা দাঁত নিচু করে
নিবেন।
দাঁতের ব্রেস এর সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ দাঁত বসাতে কত খরচ হয়?
উত্তরঃ দাঁত বসাতে ২,০০০ থেকে ৩,০০০ টাকা খরচ হবে।
প্রশ্নঃ দাঁতে ব্রাশ লাগতে কতদিন লাগে?
উত্তরঃ দাঁতে ব্রেস লাগতে দেড় থেকে ২ বছর সময় লাগে।
প্রশ্নঃ প্রথমবার ব্রেস লাগাতে কতদিন লাগে?
উত্তরঃ ১ থেকে ২ ঘন্টা সময় লাগে।
প্রশ্নঃ ব্র্রেস দিয়ে দাঁত সোজা করতে কত সময় লাগে?
উত্তরঃ ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত।
প্রশ্নঃ ব্রেস কখন কাজ করে?
উত্তরঃ প্রথম কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত।
প্রশ্নঃ দাঁতে ব্রেস লাগানো যাবে কি?
উত্তরঃ মুকুট এবং ব্যহ্যাবরণ সহ দাঁতের উপর ব্রেস গুলো সেট করা যাবে।
প্রশ্নঃ ব্রেস কতদিন আগে কাজে শুরু করে?
উত্তরঃ ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন।
শেষ মন্তব্য | দাঁতের ব্রেস এর খরচ
সাধারণত দাঁতে যদি আপনারা ব্রেস লাগিয়ে নেন তাহলে অবশ্যই কিন্তু ভালো মানের
খরচ করতেই হবে।তাছাড়া কিন্তু আপনারা কোন ভাবেই দাঁতে ব্রেস লাগাতে পারবেন না।তবে
দাঁত উঁচু নিচু এবং আঁকাবাঁকা দাঁত সোজা করতে ব্রেস লাগানোটাই উত্তম।ব্রেস লাগালে
দেখবেন যে দাঁত সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে এবং ঠিকঠাক হয়ে গেছে।তাছাড়া
আপনাদের অন্যরকম অবস্থা হয়ে যেতে পারে কোনভাবেই সোজা থাকবে না।
তাইতো সেই সব বিষয়ে জানতে হলে অবশ্যই এই আর্টিকেলটি একবার হলেও পড়ে জেনে নিন।
আশা করছি, উপরের তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো
লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো ভালো ভালো টিপস এবং বিভিন্ন রকম
তথ্য পেতে ওয়েবসাইটটি ফলো করে রাখুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url