২০+ রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ এবং বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থান জানুন
রাজশাহীর অনেক দর্শনীয় স্থান আছে তাইতো রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ আপনাদের খুব
ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সেই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে আপনারা যাতে
বেড়াতে পারেন সেই কারণে।তার সাথে জানানো হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনীয়
স্থান।
সাধারণত রাজশাহীর দর্শনীয় স্থানসমূহ জানতে হলে অবশ্যই আপনাদের এই আর্টিকেলটি
পড়তে হবে।তাহলে এসব দর্শনীয় স্থান সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ
রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ
সাধারণত রাজশাহী অনেক রকমের ঘুরে বেড়ানোর জায়গা গুলো আছে।তাইতো রাজশাহীর
দর্শনীয় স্থান সমূহ আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সেই জায়গা গুলো
সম্পর্কে আপনারা যদি জানতে পারেন তাহলে তখন দেখবেন যে পরবর্তীতে যখন বেড়াতে
যাবেন তখন কিন্তু কোন রকমের আর সমস্যা হবে না।
আরো পড়ুনঃ ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভাড়া কত
তবে সেই জায়গা গুলো সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি
হতে পারে।তাইতো সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাদের সেই জায়গা
গুলো সম্পর্কে জানতে হবে এবং সেই জায়গাগুলো কেমন সেই সম্পর্কেও জানাটা
উত্তম।তাহলে পরবর্তীতে যখন বেড়াতে যাবেন তখন কিন্তু খুব সহজেই যেতে পারবেন।তাইতো
নিচে সব দর্শনীয় স্থান সমূহ দেওয়া হলো:
- পদ্মা গার্ডেন
- লালন শাহ মুক্তমঞ্চ
- টি-বাঁধ
- আই-বাঁধ
- সিএন্ডবি রাস্তা
- প্যারিস রোড় রাজশাহী বিশ্ববিদ্যালয়
- রাতের আলোকসজ্জিত রোড
- রাজশাহী কলেজ
- রাজশাহী চিড়িয়াখানা
- শহীদ জিয়া শিশু পার্ক
- ওয়াটার পার্ক
এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে নিচে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।আপনারা
যারা এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই আর্টিকেলটি একবার
হলেও ভালোভাবে পড়ে জেনে নেবেন।
পদ্মা গার্ডেন
সাধারণত এটি হচ্ছে নদীর পাড় এই কারণে একে পদ্মা গার্ডেন বলা হয়।পদ্মা নদীর
পাড়ে গড়ে উঠেছে পদ্মা গার্ডেন।তবে এই গার্ডেন কিন্তু অনেক রকমের খাবার দোকান
আছে দর্শনীয় দেখার মত জায়গা গার্ডেন।এখানে অনেক রকমের সারাদিন এবং রাত পর্যন্ত
মনোরম পরিবেশ।তাই আপনারা রাজশাহীতে বেড়ানোর জন্য গেলে অবশ্যই এই পদ্মা গার্ডেনে
বেড়াতে যেতে পারেন।
লালন শাহ মুক্তমঞ্চ
সাধারণত পদ্মা নদীর পাশেই কিন্তু মুক্তমঞ্চ গড়ে উঠেছে।এখানে সপ্তাহে কিছু কিছু
দিন নাচ গান অনুষ্ঠান হয়ে থাকে।তখন কিন্তু অনেক মানুষ সেখানে ভিড় জামাই এবং
সেইখানে ঘুরতে আসে সেইখানে ঘুরে দেখে।তবে এই জায়গা গুলোতে আপনারাও ঘুরতে যেতে
পারেন কোন রকমের সমস্যা হবে না।এই লালন শাহ মুক্তমঞ্চ কিন্তু বিভিন্ন রকমের খাবার দোকান
এবং ঘুরে বেড়ানোর জায়গা আছে।
তাই রাজশাহীর এটি একটি দর্শনীয় স্থান তাই আপনারা যদি ঘুরতে যান কখনো রাজশাহী
তাহলে অবশ্যই মুক্তমঞ্চ ঘুরে আসতে পারেন।
টি-বাঁধ
সাধারণত টি-বাঁধ এটি একপ্রকার নদীর মধ্যে রাস্তা।যেখানে অনেক রকমের গাছ থাকার
কারণে সেটির নাম রাখা হয়েছে টি-বাধঁ।তাই এটি একটি রাজশাহী দর্শনীয় স্থান তাই
আপনারা রাজশাহী গেলে অবশ্যই টি-বাধঁ ঘুরতে যেতে পারেন।কোন রকমের সমস্যা হবে না
ভালো মনোরম পরিবেশে পাবেন।
আই-বাঁধ
আই-বাঁধ হচ্ছে নদীর মধ্যে গড়ে ওঠা রাস্তা তাই আপনারা এই আই-বাঁধও ঘুরতে যেতে
পারেন।কারণ এটি হচ্ছে পুরোপুরি ফাঁকা স্থানে এখানেও মনোরম পরিবেশ গড়ে উঠেছে।এটা
ঘুরে বেড়ানোর জন্য খুবই ভালো একটি জায়গা তাই আপনারা এটিতেও ঘুরতে যেতে পারেন।
সিএন্ডবি রাস্তা
সাধারণত সিএন্ডবি রাস্তা ঘুরে দেখার মত জায়গা।কারণ এই রাস্তার দুই পাশে বড়
বড় মনোরম পরিবেশ মুক্ত গাছ আছে।এই রাস্তার দুই পাশের গাছগুলো যেন পরিবেশটা
একেবারে সবুজ শ্যামলা যুক্ত করে রেখেছে।তাই আপনারা সেখানে যদি একবার ঘুরতে যান
তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এবং শান্তি পাবেন।তাই রাজশাহীতে ঘুরতে গেলে অবশ্যই
সিএন্ডবি রাস্তায় আপনারা ঘুরতে যেতে পারেন।
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়
সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটি রাস্তা তৈরি করা হয়েছে।যেটা
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়ে আছে।কারণ এই রোড হচ্ছে
বাংলাদেশের মধ্যে ১ নম্বরে।এই রাস্তায় এমন সুন্দর এবং এমন ভালোভাবে তৈরি করা
হয়েছে যেটা দেখলেই এবং সেটাতে ঘুরে বেড়ালেই আপনার মন শান্ত হয়ে যাবে।
সেই রাস্তার পরিবেশটা এতই সুন্দর যে দেখলেই আপনার ভালো লাগবে তাই অবশ্যই
রাজশাহীতে ঘুরতে আসলে।আপনারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে ঘুরতে যেতে
পারেন।
রাতের আলোকসজ্জিত রোড
রাজশাহীতে কিছু মাস আগে নতুন করে রাস্তার মাঝখান দিয়ে অনেক সুন্দর আলোকসজ্জিত
করা হয়েছে।তাইতো রাতের আলোকসজ্জিত রোড গুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া
হবে।সাধারণত রাজশাহীর পুরো শহরের কিন্তু এই আলোকসজ্জিত করে দেওয়া হয়েছে
যেগুলোতে প্রচুর পরিমাণে আলো হয়।
আরো পড়ুনঃ কাতার কোম্পানি ভিসা বেতন কত
তাইতো রাজশাহীর রাস্তায় আপনি রাতের বেলায় হেঁটে বেড়াবেন বা ঘুরে বেড়াবেন তখন
কিন্তু মনমুগ্ধকর পরিবেশ পাবেন।কারণ রাতে প্রচুর পরিমাণে আলো হয় এবং আপনি ঘুরে
বেড়ালে দেখতেই আপনাকে অনেক রকমের সুন্দর লাগবে।তাই অবশ্যই রাজশাহী একবার বেড়াতে
আসলে অবশ্যই রাতের রাজশাহী ঘুরে দেখবেন।
রাজশাহী কলেজ
সাধারণত বাংলাদেশের জাতিয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবথেকে সেরা কলেজ হচ্ছে রাজশাহী
কলেজতাই এই কলেজে এমনভাবে দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে লাল রং দিয়ে।যেটা কেউ
একবার দেখবে তার মন প্রশান্ত হয়ে যাবে।কারণ এটা হচ্ছে দৃষ্টিনন্দন হওয়ার কারণে
সবাই দেখতে পছন্দ করে থাকে কিন্তু এর সৌন্দর্যটা অসম্ভব সুন্দর।তাই এই রাজশাহী
কলেজে একটি দর্শনীয় স্থান তাই আপনারা অবশ্যই একবার হলেও ঘুরে দেখবেন।
রাজশাহী চিড়িয়াখানা
সাধারণত রাজশাহী চিড়িয়াখানা কিন্তু অনেক যুগ আগের পুরনো।এই রাজশাহী
চিড়িয়াখানায় অনেক রকমের পশুপাখি আছে সেই পশুপাখি গুলো আপনারা ঘুরে দেখতে
পারবেন আবার অনেক বিনোদনেরও জায়গা আছে।সেই সবগুলো ঘুরে দেখতে পারেন তাহলে
আপনাদের ভালো লাগবে এবং মন প্রশান্ত হয়ে যাবে।তবে এই চিড়িয়াখানার টিকিট হচ্ছে মাত্র ২৫ টাকা করে।
আপনারা দর্শনীয় স্থানের টিকিট কেটে ভালোভাবে ভিতরে যেয়ে সব ঘুরে দেখতে পারবেন কোন
সমস্যা হবে না।
শহীদ জিয়া শিশু পার্ক
সাধারণত রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত এই শহীদ জিয়া শিশু পার্ক।তবে এই পার্কে
সম্পূর্ণ শিশুদের বিনোদন ক্ষেত্র হিসেবে তৈরি করা হয়েছে।তবে এইখানে শুধু শিশুরাই
নয় বড় মানুষ আপনারাও কিন্তু বেড়াতে যেতে পারবেন কোন রকমের সমস্যা হবে না।তবে
শিশুদের জন্য অনেক রকমের খেলার ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা সেখানে যেয়ে
শিশুদের খেলাতে পারেন এবং ঘুরে বেড়াতে পারেন।
এই পার্কের টিকিট হচ্ছে মাত্র ২৫ টাকা করে।তাই রাজশাহীতে আসলে অবশ্যই এই
জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন।
ওয়াটার পার্ক
সাধারণত এই ওয়াটার পার্ক হচ্ছে রাজশাহীর মোহনপুরে অবস্থিত।তাই এইবার কেউ আপনারা
বেড়াতে যেতে পারেন খুবই দৃষ্টিনন্দন ভাবে এটি তৈরি করা হয়েছে।কারণ পার্কের
মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এ পার্কের মধ্যে গোসল করার জায়গা আছে এবং ওয়াটারের
কিছু খেলনা আছে।তবে এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে ৫০ টাকা টিকিট কাটতে হবে।
তাহলে তখন আপনারা প্রবেশ করতে পারবেন।তবে এই পার্কে গোসল করার জায়গা আছে গোসল
করলে আপনাকে ৩০০ টাকা দিতে হবে।আবার এই পার্কে কিছু খেলনা আছে সেগুলো কিন্তু
পানির মধ্যে তাই এগুলো খেললে কিছু কিছু টাকা দিয়ে খেলতে হবে।মোহনপুরে যদি আপনারে
বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই ওয়াটার পার্কে ঘুরতে যেতে পারেন।
রাজশাহীর আশেপাশে ভ্রমণ স্থান সমূহ
সাধারণত রাজশাহীর আশপাশে কিন্তু অনেক রকমের ভ্রমণ স্থান আছে সেগুলোতে আপনারা
ভ্রমণ করতে পারেন।তাইতো রাজশাহীর আশেপাশে ভ্রমণ স্থান সমূহ সম্পর্কে আপনাদের খুব
ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণে সেই ভ্রমণ স্থানগুলো খুবই ভালো এবং দর্শনীয়
স্থান তাই আপনারা সেই জায়গা গুলোতেও ঘুরতে যেতে পারেন ভালো লাগবে।
আরো পড়ুনঃ কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
সেই জায়গা গুলো পার্কের মতো করে তৈরি করা হয়েছে কারণ সেই জায়গাগুলোতে অনেক
রকমের খাবার দোকান আছে।তাই আপনারা ঘুরবেন আর খাবেন তাহলে আপনাদের মনে শান্তি
লাগবে।
নাইস গার্ডেন পার্ক
নাইস গার্ডেন পার্ক হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক এটিতে আপনি একবার বেড়াতে গেলে খুবই
ভালো লাগবে আপনার মন প্রশান্ত হয়ে যাবে।এই নাইস গার্ডেন তানোর উপজেলায়
প্রতিষ্ঠিত হয়েছে।রাজশাহীর রেলগেট বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৭ কিলোমিটার।তাই
আপনারা এই পার্কে ঘুরে দেখতে পারেন খুবই ভালো লাগবে।
সাফিনা পার্ক
সাধারণত সাফিনা পার্ক এমন দৃষ্টিনন্দন পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে।যেটা
অনেক পার্ক আজ পর্যন্ত সেই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।এই সাফিনা
পার্ক হচ্ছে গোদাগাড়ী উপজেলা অবস্থিত।রাজশাহী বাসস্ট্যান্ড থেকে মাত্র
৪৫ কিলোমিটার।তাই আপনারা সেখানে খুব সহজেই বেড়াতে যেতে পারেন খুবই ভালো লাগবে।
পুঠিয়া রাজবাড়ি
সাধারণভাবে পুঠিয়া রাজবাড়ী একটি দৃষ্টিনন্দন জায়গা হিসেবে জনপ্রিয়তা লাভ
করেছে।এই রাজবাড়ী হচ্ছে পুটিয়া উপজেলায় অবস্থিত তাই আপনারা এটি ঘুরে দেখতে
পারেন ভালো লাগবে।এতে অনেক রকমের দেখার মনোরম পরিবেশ তৈরি হয়েছে।রাজশাহী থেকে
এটি মাত্র ৩০ কিলোমিটার।
বাঘা শাহী মসজিদ
বাঘা শাহী মসজিদ কিন্তু রাজশাহীর মধ্যেই পড়ে তাই এটি দৃষ্টিনন্দন জায়গায়
হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।শাহী মসজিদ বাঘা উপজেলা অবস্থিত হওয়ার কারণে অনেক
মানুষ এটি ঘুরে দেখতে চাই এবং বেড়াতে যায়।তাই আপনারা এটি ঘুরে দেখতে পারেন খুবই
ভালো লাগবে।রাজশাহী থেকে দূরত্ব হচ্ছে ৪৫ কিলোমিটার।
ওয়াটার পার্ক
সাধারণত ওয়াটার পার্ক হচ্ছে রাজশাহীর মোহনপুরে অবস্থিত।এই ওয়াটার পার্কে অনেক
রকমের গোসল করার জায়গা আছে তাই আপনারা অবশ্যই এটিতে ঘুরতে যাবেন।তাহলে তখন ঘুরতে
পারবেন এবং গোসল করতে পারবে সব রকম সুবিধা পাবেন।রাজশাহী থেকে এই ওয়াটার পার্কের
দূরত্ব হচ্ছে মাত্র ২০ কিলোমিটার।
উৎসব পার্ক
সাধারণত উৎসব পার্ক হচ্ছে বাঘা উপজেলায় অবস্থিত।এই পার্কের মধ্যে অনেক রকমের
বিনোদনের জায়গা সৃষ্টি করেছে তাই আপনারা অবশ্যই ঘুরতে যাবেন ভালো লাগবে।রাজশাহী
থেকে এর দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থান সমূহ
সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো
আপনি দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন।তাইতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনীয়
স্থান সমূহ আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত আপনারা যদি সেইগুলো
আগে থেকে জেনে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে ঘুরে দেখতে পারবেন কোন রকমের সমস্যা
হবে না।
কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫৩ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়ে আছে।এই
বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহীর সব থেকে বড় শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত
হয়েছে।তাই এতে কিছু কিছু সুদর্শনীয় স্থান আছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে তৈরি
করা হয়েছে তাই এগুলো দেখতেও কিন্তু অনেক রকমের সৌন্দর্য ফুটিয়ে উঠেছে।
দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই বিশ্ববিদ্যালয় দেখার জন্য এবং
বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার কারণে।তাই অবশ্যই
আপনারা যদি রাজশাহীতে থাকেন বা রাজশাহীর বাইরে থেকে রাজশাহীতে বেড়াতে আসেন
অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় একবার হলেও ঘুরে
দেখবেন।তাইতো রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ নিচে দেওয়া হলো:
- সাবাশ বাংলাদেশ: এটি একটি ভাস্কর্য তাই এটি একটি দর্শনীয় স্থান আপনি দেখলেই ভালো লাগবে।
- শহীদ স্মৃতি সংগ্রহশালা: সাধারণত এটিও দর্শনীয় স্থান তাই আপনারা এটিও দেখতে পারেন ভালো লাগবে।
- বদ্যভূমি স্মৃতিস্তম্ভ: সাধারণত এটি একটি আলাদা পাক বাহিনীর নির্মমভাবে হত্যা করার বদ্যস্তম্ভ যেটি একটি দর্শনীয় স্থান।
- প্যারিস রোড: প্যারিস রোড হচ্ছে একটি দেখার মত স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে।এই রাস্তা বাংলাদেশের মধ্যে সেরা একটি রাস্তা এবং রাস্তার দুই পাশে যেই গাছ আছে এই রাস্তাতে একবার গেলে আপনারা মন প্রশান্ত হয়ে যাবে।
রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থান সমূহ
সাধারণত রাজশাহীতে আরো অন্যান্য প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান আছে।সাধারণত
রাজশাহীতে যদি আপনি এমনি ঘুরে বেড়ান তাহলেও অনেক রকমের দর্শনীয় স্থান দেখতে
পাবেন।তাইতো রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থান সমূহ গুলো সম্পর্কে এই আর্টিকেলের মধ্যে খুব
ভালোভাবেই দিয়ে দেবো কারণ আপনারা যারা এই আর্টিকেলটি পড়ে রাজশাহী সম্পর্কে এবং
রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান।
তারা অবশ্যই এই আর্টিকেলটি খুব ভালোভাবে পুরোপুরি মনোযোগ সহকারে পড়ে নেবেন তাহলে
অবশ্যই সব জায়গা গুলো সম্পর্কে জানতে পারবেন।আপনারা পরবর্তীতে রাজশাহীর সেই
জায়গা গুলোতে যদি বেড়াতে যান তাহলে তখন কোন রকমের আর সমস্যা হবে না।রাজশাহীর
দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আপনারা আগে থেকে জানলেই পরবর্তীতে খুব সহজেই সেই
জায়গা গুলোতে বেড়াতে পারবেন।তাই আরো বিভিন্ন রকমের রাজশাহীর দর্শনীয় স্থান
নিচে দেওয়া হলো:
- শাহ মুখদুমের মাজার
- শহীদ স্মৃতি সংগ্রহশালা
- বরেন্দ্র জাদুঘর
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাইটেক পার্ক রাজশাহী
- এ.এইচ.এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা
- নবথিয়েটার
- রাজশাহীর ঐতিহাসিক স্থান
- পুঠিয়া জমিদার বাড়ি
রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ রাজশাহী জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত।
প্রশ্নঃ রাজশাহী কি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহর?
উত্তরঃ হ্যাঁ,অবশ্যই রাজশাহী বিশ্বের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন
শহর।
প্রশ্নঃ রাজশাহী বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ ভারত সীমান্তের কাছাকাছি পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী।
প্রশ্নঃ রাজশাহী বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ৪টি জেলা আছে।
প্রশ্নঃ রাজশাহীর দর্শনীয় স্থানগুলো কেমন?
উত্তরঃ রাজশাহীর দর্শনীয় স্থানগুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন।
শেষ মন্তব্য | রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ
সাধারণত আপনি যদি রাজশাহীর সব দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জানতে চান তাহলে
অবশ্যই কিন্তু আমাদের এই আর্টিকেলটি একবার হলে আপনাদের ভালোভাবে মনোযোগ সহকারে
পড়তে হবে।তাহলে রাজশাহীর সব রকম দর্শনীয় স্থান সম্পর্কে আপনি ভালোভাবে জানতে
পারবেন এবং কোথায় সেই দর্শনীয় স্থানগুলো সেই সম্পর্কে জানতে পারবেন।
কারণ রাজশাহী বিভাগে যত রকমের দর্শনীয় স্থান আছে আশা করা যায় যে কোন বিভাগে সেই
দর্শনীয় স্থানগুলো নেই।তাই অবশ্যই আপনারা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে
নেবেন এবং জেনে তা অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করবেন।আশা করছি, উপরের তথ্যগুলো
পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের
সাথে শেয়ার করবেন।
আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটি ফলো করুন এবং নিয়মিত
ভিজট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url