আপডেট ৮টি ওয়ালটন এয়ার কুলার দাম ২০২৪ এবং এয়ার কুলারের সুবিধা অসুবিধা জানুন
সাধারণত এয়ার কুলার হচ্ছে এসির মতই ঠান্ডা জাতীয় যন্ত্র।তাইতো ওয়ালটন এয়ার
কুলার দাম ২০২৪ আপনাদের জানিয়ে দেওয়া হবে।কারণ ওয়ালটন এয়ার কুলারের দাম
বাংলাদেশে কেমন সেই সম্পর্কে অন্য কারো ধারণা নাও থাকতে পারে।আবার জানানো হবে ওয়ালটন এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ।
সাধারণত ওয়ালটন এয়ার কুলার হচ্ছে বিভিন্ন রকম এসির থেকে ভালো।ওয়ালটনের এয়ার
কুলার গুলো আপনার ঘরের যেকোন স্থানে রাখতে পারবেন।তাছাড়া এগুলো ইচ্ছা মতো চালাতে
পারবেন এবং বন্ধ করতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ
ওয়ালটন এয়ার কুলার দাম ২০২৪
সাধারণত ওয়ালটন এয়ার কুলার হচ্ছে খুবই ভালো।তাইতো ওয়ালটন এয়ার কুলার দাম ২০২৪
আপনাদের জানিয়ে দেওয়া হবে।সাধারণত আপনারা যদি এই এয়ার কুলার গুলো কিনে
ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে করতে পারেন।কারণ এই এয়ার কুলার হচ্ছে গরম বাতাস
হবে আবার ঠান্ডা বাতাস হবে।
তবে এই এয়ার কুলার হচ্ছে এসির থেকে ভালো।কারণ এটি ছোট জিনিস ইচ্ছামত চালানো যায়
আবার দামে কম মানেও ভালো।তাইতো অবশ্যই আপনাদের এই এয়ার কুলার গুলো কিনে ব্যবহার
করতে হবে তাহলে ভালো উপকার পেয়ে যাবেন।কারণে এয়ার কুলার গুলো হচ্ছে খুবই সিমিত
দামের মধ্যে ভালো পন্য পাওয়া যায়।তাইতো ওয়ালটন এয়ার কুলারের দাম নিচে দেওয়া
হলো:
- ওয়ালটন WEA-B168M মডেল - ৬,১০০ টাকা
- ওয়ালটন WEA-J120C মডেল - ১৩,০০০ টাকা
- ওয়ালটন WEA-V28R মডেল - ৭,৮৫০ টাকা
- ওয়ালটন WEA-B128R মডেল - ৯,৮৫০ টাকা
- ওয়ালটন MEA-Zen Cool 25L মডেল - ১২,৩৭০ টাকা
- ওয়ালটন WEA-D198R মডেল - ১১,৯৫০ টাকা
- ওয়ালটন WEA-Zen Cool 40L মডেল - ১৪,১৫০ টাকা
- ওয়ালটন WEA-W18R মডেল - ১৪,০০০ টাকা
ওয়ালটন এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ
সাধারণত ওয়ালটন এয়ার কুলার হচ্ছে খুবই ভালো একটি যন্ত্র।তাইতো ওয়ালটন এয়ার
কুলার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে।কারণ আপনারা যদি
ওয়ালটন কোম্পানির এয়ার কুলার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন।কারণ এই এয়ার
কুলার গুলো হচ্ছে খুবই ভালো যেটা এসির মত সার্ভিস দেবে।আবার অন্যতম ছোট ছোট জিনিস
হয়ে বড় জিনিসের মত যদি সার্ভিস দেয় তাহলে কি দরকার বেশি টাকা খরচ করার।
এই কারণে আপনারা কম টাকার মধ্যেই ভালো এসির সমতুল্য এয়ার কুলার বা মিনি এসি
পেয়ে যাবেন।তাইতো আপনারা এগুলো খুব সহজেই কিনে ব্যবহার করতে পারেন তাহলে ভালো
উপকার পেয়ে যাবেন।তাইতো নিচে ওয়ালটন কোম্পানির এই সব এয়ার কুলার গুলো নিচে দাম
দেওয়া হলো:
- WEA-B168M - 5,429 Tk
- MEA-Zen Cool 25L - 12,371 Tk
- WEA-Zen Cool 40L - 14,151 Tk
- WEA-J120C - 11,570 Tk
- WEA-V28R - 6,986 Tk
- WEA-B128R - 8,766 Tk
- WEA-D198R - 10,635 Tk
- WEA-W18R - 12,460 Tk
মিনি এয়ার কুলারের দাম
সাধারণত আপনাদের এখন পর্যন্ত যেসব এয়ার কুলারের দাম গুলো জানিয়ে দেওয়া হয়েছে
সেগুলো হচ্ছে বড় এয়ার কুলার।তবে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু মিনি এয়ার
কুলারগুলো কিনেও ব্যবহার করতে পারেন।তাইতো মিনি এয়ার কুলারের দাম আপনাদের খুব
ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ মিনি এয়ার কুলার গুলো হচ্ছে সর্বোচ্চ ১ থেকে ২
জন ৩ জন বাতাস খেতে পারবেন।
তবে এই মেনি এয়ার কুলারগুলো কিনে অনেক মানুষ আছে যারা ব্যবহার করে আসছে।তাইতো
আপনারা সেই এয়ার কুলার গুলো কিনে ব্যবহার করতে পারেন তাহলে ভালো উপকার পেয়ে
যাবেন।কারণ এগুলোর দাম আরো সীমিত।তাইতো নিচে মিনি এয়ার কুলারের দাম দেওয়া হলো:
- মিনি এয়ার কুলার ৮৮০টাকা
- মিনি এয়ার কুলার ৯৯৯ টাকা
- মিনি এয়ার কুলার ৯২০ টাকা
- মিনি এয়ার কুলার ১,২০০ টাকা
- মিনি এয়ার কুলার ৩,৫০০ টাকা
এয়ার কুলারের সুবিধা
সাধারণত এই ছোট বা বড় এয়ার কুলারের সুবিধা আছে আবার অসুবিধা কিন্তু অনেক
বেশি।তাইতো এয়ার কুলারের সুবিধা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ
এই এয়ার কুলার গুলো হচ্ছে খুব ঝামেলায় ব্যবহার করা হয়।একটি এসি ব্যবহার করতে
যেমন লাগাতে খুলতে অনেক ঝামেলা পোহাতে হয় এই এয়ার কুলার গুলোতে তেমন কোন
ঝামেলাই নেই।
কিনে ব্যবহার করতে পারেন ভালো সুবিধা পাবেন।তবে এই এয়ার কুলার গুলো এক জায়গায়
থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলার আবার বিভিন্ন রকম ঝামেলা নেই।তাই আপনারা সব দিক
বিষয় বিবেচনা করে অবশ্যই এয়ার কুলার গুলো কিনবেন।নিচে এয়ার কুলারের সুবিধা
দেওয়া হলো:
- এয়ার কুলারগুলো দামে কম মানে খুব ভালো।
- এয়ার কুলার গুলো ব্যবহার করতে কোন রকমের কোন ঝামেলা নেই।
- এয়ার কুলার গুলো বাড়ির মধ্যে ঘরে খুব কম জায়গা নেই।
- এয়ার কুলার বাসা বাড়িতে থেকে অন্য জায়গায় সরাতে কোন রকমের ঝামেলা হয় না।
- এয়ার কুলার গুলো ব্যবহার করতে খুবই ভালো তাই আপনারা দেখেশুনে কিনতে পারেন।
এয়ার কুলারের অসুবিধা
সাধারণত এয়ার কুলারের বিভিন্ন রকম সুবিধা আছে তবে এর আবার কিছু অসুবিধাও
আছে।এয়ার কুলারের অসুবিধা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত
এয়ার কুলার যেহেতু এসির মত ঠান্ডা
বাতাস এই
কারণে আবার বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
তবে প্রথমে বিভিন্ন রকম সমস্যা দেখা দিল আস্তে আস্তে যখন ১ থেকে২ মাস ব্যবহার করে
শরীরের সঙ্গে শুট হয়ে যাবে।তখন কিন্তু পরবর্তীতে আর কোন রকমের ঝামেলা হবে
না।তাইতো এয়ার কুলারের বিভিন্ন রকম অসুবিধা নিচে দেওয়া হলো:
- এয়ার কুলার অতিরিক্ত গরমে কাজ নাও করতে পারে।
- দুর্বল ভেন্টিলেশনে কাজ করতে পারে না।
- হাঁপানি শ্বাসকষ্ট রোগীদের জন্য এটি ব্যবহার করা ঠিক নয়।
- প্রতিদিন পানি বদলানোর ঝামেলা করতে হয়।
- তাছাড়া বড় মানের এয়ার কুলার গুলোতে সর্বোচ্চ ২ থেকে ৩ লিটার পানি প্রতিদিন দিতে হবে।
এয়ার কুলার ব্যবহার করার নিয়ম
সাধারণত এয়ার কুলার ব্যবহার করার কিছু নিয়ম আছে সেইগুলো আপনাদের অবশ্যই অবলম্বন
করে চলতে হবে।সারাদিন এয়ার কুলার গুলো টিকবে না কোনভাবেই খুব দ্রুত সময়ের
মধ্যে নষ্ট হয়ে যেতে পারে।তাইতো এয়ার কুলার ব্যবহার করার নিয়ম গুলো আপনাদের
খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।
আরো পড়ুনঃ ছোট বাচ্চাদের রিক্সা গাড়ি দাম
কারণ এয়ার কুলার ব্যবহার করতে হলে সেই এয়ার কুলার গুলো সব সময় পরিষ্কার
পরিচ্ছন্ন রাখতে হবে।কোনভাবেই অযত্নে ফেলে রাখা যাবে না এয়ার কুলারে প্রতিদিন
পানি দিতে হয় ২ থেকে ৩ লিটার এবং পানি পরিবর্তন করতে হবে।একেবারেই অন্যরকম ভাবে
ফেলে দিলে হবে না।তাইতো ব্যবহার করার কিছু নিয়ম নিচে দেওয়া হলো:
- এয়ার কুলার যখন চলে তখন কিন্তু কুলিং ফ্যানের প্যাডে অনেক রকমের ধুলো ময়লা লেগে যেতে পারে সেগুলো পরিষ্কার করতে হবে।আপনি সপ্তাহে ১ থেকে ২বার সেই প্যাড গুলো পরিষ্কার করবেন ব্রাশ অথবা নরম কাপড় দিয়ে।
- সাধারণত এয়ার কুলারে যেই জায়গায় পানি দিতে হয় সেই জায়গাটা পরিষ্কার করবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন সেই জায়গাগুলো কোথাও ফুটো হয়ে পানি ভিতরে যাচ্ছে কিনা।
- সাধারণত এয়ার কুলার যখন চালাবেন তখন জানালা দরজা খুলে রাখবেন।ঘরের গরম আবহাওয়া বাতাস যখন চলে যাবে পুরোপুরি ভাবে ঘর যখন ঠান্ডা হয়ে যাবে তখন জানালা দরজা বন্ধ করে দেবেন।
- এই দিক নিয়ম-কানুন গুলো মেনে এয়ার কুলার চালাবেন তাহলে এয়ার কুলার ভালো থাকবে এবং আপনি এটি চালিয়েও ভালো লাগবে।
এয়ার কুলার সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ মিনি এয়ার কুলারের দাম কত?
উত্তরঃ ১,২০০ টাকা থেকে ৩,৫০০ টাকা।
প্রশ্নঃ বড় এয়ার কুলারের দাম কত?
উত্তরঃ ৬,১০০ টাকা থেকে ১৫,৯০০ টাকা।
প্রশ্নঃ এয়ার কুলার ফ্যানের দাম কত?
উত্তরঃ ৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা।
প্রশ্নঃ এয়ার কুলার কত ওয়াটের হয়?
উত্তরঃ এয়ার কুলার ১০০ থেকে ২০০ ওয়াট হয়।
প্রশ্নঃ এয়ার কুলার ভালো না এয়ার কুলার ফ্যান ভালো?
উত্তরঃ দুটোই ভালো।
শেষ মন্তব্য | ওয়ালটন এয়ার কুলার দাম ২০২৪
সাধারণত বড় এয়ার কুলার বা মিনি এয়ার কুলার আপনারা যেটা কিনেন না কেন।তাতে
কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে।কারণ একটি ঘরে এসি লাগাতে হলে কিন্তু এসি অনেক টাকা
দাম আবার অনেক রকমের ঝামেলা আছে সেগুলো না করাই ভালো।তাই এয়ার কুলার কিনবেন কম
দামে ভালো মানে এটি পেয়ে যাবেন কোন রকম সমস্যা হবে না।
তাইতো এয়ার কুলার গুলো কিনার আগে অবশ্যই এই আর্টিকেলটি একবার হলেও ভালোভাবে পড়ে
দেখে জেনে নিন।আশা করছি, উপরের তথ্যগুলো পেয়ে কিছুটা হলে উপকৃত হবেন।তাই
আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম
তথ্য এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন
ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url