আলুর রস মুখে মাখলে কি হয় এবং আলু দিয়ে ৪টি রূপচর্চা করুণ
সাধারণত রূপচর্চা করতে আলুর রস ব্যবহার করুন তাইতো আলুর রস মুখে মাখলে কি হয় তা
আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।আলুর রস দিয়ে আপনারা যদি রূপচর্চা করতে
পারেন তাহলে ভালো হবে।তার সাথে জানিয়ে দেওয়া হবে আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়।
সাধারণত আলুর রস দিয়ে রূপচর্চা করা কিন্তু খুবই ভালো।কারণ আলুর রস হচ্ছে একেবারে
প্রাকৃতিক তাই এটি দিয়ে রূপচর্চা করলে কোন রকমের সমস্যা হবে না।
পোস্ট সূচিপত্রঃ
আলুর রস মুখে মাখলে কি হয়
আপনারা যদি মুখে আলু বা আলুর রস ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো উপকার
পেয়ে যাবেন।তাই আলুর রস মুখে মাখলে কি হয় এটিই জানানো হবে।দেখবেন তখন একেবারে
মুখের ত্বক খুবই সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে।অনেক মানুষ আছে যারা আলু দিয়ে
মুখ পরিষ্কার করে কিন্তু কিভাবে আলু দিয়ে মুখ পরিষ্কার করতে হবে সেটা জানে না।
আরো পড়ুনঃ চোখের জ্যোতি বৃদ্ধির ব্যায়াম ৬টি জানুন
তাই তারা এখনও ভালো উপায় পাই না এবং ভালোভাবেই ত্বক পরিষ্কার করতে পারে না।ত্বক
পরিষ্কার করতে হলে আপনাদের আগে প্রথমে ফেসপ্যাক বানিয়ে নিতে হবে তারপরে তখন
দেখেশুনে পরিষ্কার করতে হবে।এই ফেসপ্যাক গুলো যদি আপনারা প্রতিনিয়ত বা প্রতিদিন
ব্যবহার করে থাকেন তখন মুখে কোন রকমের কালো দাগ ব্রণের সমস্যা কালো আবরণ কোন কিছু
আর থাকবে না মুখও হবে ঝকঝকে সুন্দর।
তাছাড়া আলুর রস বা আলু বাটা ব্যবহার করে কিন্তু মুখ ফর্সাও করা যায়।তাইতো
আপনাদের আলুর রস বা আলু বাটা ব্যবহার করতে হবে।
আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়
যাদের মুখ কালো বা কালো হয়ে গেছে যেকোন কারনে তাদেরকে আলু দিয়ে ফর্সা হওয়ার
উপায় সম্পর্কে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।আলু বেটে বা আলুর রস করে আপনারা
যেকোন ভাবে মুখে লাগাতে পারেন তাহলে দেখবেন যে মুখ খুব দ্রুতই ভালো হয়ে
যাবে।কারণ মানুষ যখন বাইরে চলাফেরা করে তখন কিন্তু মুখে নানান রকম ভাবে
ধুলা-ময়লা লেগে যায় আবার সূর্যের প্রখর রশ্মি মুখে লাগার কারণে মুখে এক প্রকার
কালো আবরণ হয়ে যায়।
তখন কিন্তু যেকোন মানুষের মুখ দেখতে অনেক ভাবেই কালো মনে হয় আবার মুখে কিন্তু
তেল ভাব হয়ে যায়।তাইতো তখন আপনারা নানা রকম উপায় খুঁজে বেড়ান এখানে ওখানে
কিন্তু কোন ভাবেই ভালো তথ্য খুঁজে পান না।তাইতো আমরা খুব ভালো তথ্য দিয়ে দিয়েছি
আলু দিয়ে ফর্সা হওয়ার নিয়ম।
আলুর মাধ্যমে কিভাবে ফর্সা হবেন কিভাবে আলুর ফেসপ্যাক তৈরি করবেন সব খুব ভালোভাবে
জানিয়ে দিয়েছি আমাদের আর্টিকেলের মধ্যে তাই যারা এখনো জানেন না তারা অবশ্যই
জেনে নেবেন।কিভাবে আলুর রস বা আলু ব্যবহার করবেন তা নিচে দেওয়া হলো:
- প্রথমে ১ থেকে ২টি আলু ভালোভাবে বেটে নেবেন।
- এবার বেটে নেওয়া আলুতে ১ চামচ দুধ দেবেন ১ চামচ ওটস দিবেন।
- তারপরে মুখমণ্ডলটি ভালোভাবে ধুয়ে নেবেন।
- এবারে মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে দেবেন।
- তারপর ১০ মিনিট পরে ধুয়ে ফেলবেন।
- তারপরে দেখবেন যে মুখের যত রকমের ময়লা মরা কোষ সব কিন্তু দূর হয়ে ত্বক কোমল মসৃণ হয়ে যাবে।
আলুর রসের ফেসপ্যাক
আলু দিয়ে আপনারা যেকোন ভাবে মুখ ফর্সা করতে পারবেন বা মুখে যেকোন কালো দাগ দূর
করতে পারবেন।তাইতো আপনাদের আলুর রসের ফেসপ্যাক সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে।১
চামচ আলুর রস ১ চামচ টমেটো বাটা ১ চামচ টক দই নিয়ে একসঙ্গে মিশ্রণ করার পর মুখে
খুব ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন।
তারপর সেটি শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।আবার ১ চামচ আলু বাটা
১ চামচ টমেটো বাটা ১ চামচ দুধের সর নিয়ে একসঙ্গে মিশ্রণ করে নেওয়ার পর।মুখ
ভালোভাবে ধুয়ে সেই মিশ্রণটি লাগিয়ে দিন তারপর ৩০ মিনিট অপেক্ষা করার পর মুখ
ভালোভাবে ধুয়ে ফেলুন।দেখবেন যে মুখে খুব ভালো উপকার পেয়ে গেছেন যত রকমের সমস্যা
যত রকমের ব্রণের দাগ এবং মুখের কালো আবরণ সব একেবারে দূর হয়ে গেছে।
আরো পড়ুনঃ লিভারে চর্বি জমলে কি কি সমস্যা হয় জানুন
তাইতো আপনাদের এই ফেসপ্যাক গুলো কোনোভাবে বানিয়ে মুখে ব্যবহার করা উচিত তাহলে
দেখবেন যে খুব ভালো উপকার হয়ে যাবেন।
আলুর রস ও মধু
সাধারণত মুখের কালো আবরণ এবং সমস্যা দূর করতে হলে অবশ্যই আপনাদের আলুর রস ও মধু
ব্যবহার করতে হবে।আলু রসে আছে ভিটামিন সি যা ত্বকের উপরে যত রকমের ময়লা আছে সব
দূর করে দেয়।তাই আপনারা যদি আলুর রস নিয়মিত মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু
মুখের মরা কোষগুলো দূর করে মুখকে করবে উজ্জ্বল ও ঝকঝকে।
মুখ উজ্জ্বল ও পরিষ্কার করতে হলে অবশ্যই আপনাদের মুখে আলুর রসের সঙ্গে মধু মিশ্রণ
করে খুব ভালো ভাবে লাগিয়ে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট।এটি একটি প্যাক তৈরি
হয়ে গেল এই প্যাকটি আপনারা যেকোন স্থানে লাগাতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো
উপকার পেয়ে যাবেন।
তবে আলু আর মধুর এই প্যাকটি লাগানোর ১০ থেকে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে খুব
ভালোভাবে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন যে সব থেকে ভালো উপকার পেয়ে যাবেন।
আলুর রসের অপকারিতা
সাধারণত আলুর রস মানব শরীরে বা মানব চুলে ব্যবহার করলে কিন্তু ভালো উপকার পাওয়া
যায়।অনেক মানুষ আছে যারা আলুর রস ব্যবহার করে বিভিন্ন রকম রূপচর্চা করে থাকে।তবে
আলুর রসের অপকারিতা সম্পর্কেও কিন্তু আপনাদের জানতে হবে।নাহলে কিন্তু পরবর্তীতে
বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়তে পারেন দিয়ে অনেক রকম সমস্যা হবে।
আরো পড়ুনঃ সফেদা ফল কিভাবে খায়
তাইতো আলুর রস ব্যবহার করা ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে আলুর রস ব্যবহার করলে
বিভিন্ন রকম শরীরে সমস্যা দেখা দিতে পারে।তবে আলুর রস অতিরিক্ত মাত্রায় ব্যবহার
করার ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা নিচে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হলো:
- আলুর রসে থাকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ শর্করা যা ডাইবেটিসে বৃদ্ধি করতে সাহায্য করে।
- অতিরিক্ত পরিমাণে শরীরে আলুর রস ব্যবহার করলে রক্তের চাপ বা ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে।
- আলুর রসে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আলুর রস হচ্ছে ঠান্ডা তাই অতিরিক্ত শরীরে ব্যবহার করার ফলে শরীরে শ্বাসকষ্ট ব্যথা বমি এই সমস্যাগুলো দেখা দিতে পারে।
- তাইতো আপনারা কোনভাবেই অতিরিক্ত পরিমাণে আলুর রস ব্যবহার করবেন না।আলুর রস দিয়ে রূপচর্চা করলেও খুবই হালকা পরিমাণে করবেন।
আলুর রসের উপকারিতা
সাধারণত আলুর রস হচ্ছে মানব দেহের জন্য খুবই উপকারী একটি উপাদান।তাইতো আলুর রসের
উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেওয়া হবে।তাহলে তখন পরবর্তীতে আর
কোন রকমের সমস্যাগুলো সৃষ্টি হবে না।সাধারণত অনেক মানুষ আছে যারা আলুর রস ব্যবহার
করার মাধ্যমে ত্বকের বিভিন্ন রকম রূপচর্চা করে থাকে।
তবে আলুর রস হচ্ছে রূপচর্চা করার কারণে খুবই ভালো একটি উপাদান।কারণ এই উপাদান
দ্বারা আপনারা যদি রূপচর্চা করে থাকেন বা শরীরের যেকোন স্থানে আলুর রস বা আলু
বাটা ব্যবহার করে থাকেন তাহলে ভালো উপকার পেয়ে যাবেন।কারণ আলু হচ্ছে মানব দেহের
জন্য খুবই উপকারী।
আলুতে রয়েছে প্রচুর পরিমাণে গুণসম্পন্ন উপাদান এই কারণে আলু আপনারা ব্যবহার
করবেন আপনাদের শরীরে।তাছাড়া আলু কিন্তু চুলেও ব্যবহার করা যায়।তাইতো আলুর রস
ব্যবহার করার কিছু উপকারিতা নিচে দেওয়া হলো:
- আলুর রস চুলে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়।
- আলুর রস ত্বকে ব্যবহার করলে ত্বকের যত রকমের সমস্যাগুলো সব দূর হয়।
- আলুর রস শরীরের যেকোন স্থানে ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
- আলুর রস চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করবেন।
- আলুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন সি তাই ত্বকে ব্যবহার করলে ত্বকের যতরকমের কালো দাগ দূর করে এবং ত্বকের উন্নতি করতে সাহায্য করে।
- তবে আলুর রসে উপকার আছে বলে আপনারা অতিরিক্ত কোনভাবেই ব্যবহার করবেন না।
আলুর রস দিয়ে রূপচর্চা
সাধারণত আলুর রস দিয়ে রূপচর্চা করা কিন্তু খুবই ভালো।কারণ আলু হচ্ছে প্রাকৃতিক
উপাদান যেটা দিয়ে আপনারা যদি রূপচর্চা করেন তাহলে কিন্তু ভালো উপকার পেয়ে
যাবেন।কারণ আলু ব্যবহার করা মানব দেহের জন্য খুবই উপকারী।তবে অতিরিক্ত পরিমাণে
আলু ব্যবহার করলে বা আলু খেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
তাই অবশ্যই আপনারা আলু ব্যবহার করে রূপচর্চা করার সময় অবশ্যই সীমিত পরিমাণে
করবেন।আলুর রস দিয়ে রূপচর্চা করবেন মাসে ২ থেকে ৩ বার।তাহলে তখন ভালো উপকার
পেয়ে যাবেন নাহলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যার মধ্যে পড়তে পারেন অতিরিক্ত
আলুর রস ব্যবহার করলে।
তাইতো আলুর রস ব্যবহার করার মাধ্যমে আপনারা যখন রূপচর্চা গুলো করতে পারবেন তখন
কিন্তু কোনভাবেই কিভাবে রূপচর্চা করতে হয় তা জানেন না।তাইতো আপনাদের সুবিধার্থে
এই আর্টিকেলের মধ্যেই আলুর রস দিয়ে কিভাবে রূপচর্চা করবেন তার সব কিছুর নিয়ম
কানুন জানিয়ে দেওয়া হলো:
ফেস মাস্ক
সাধারণত আপনাদের ত্বকে আলুর রস ব্যবহার করতে পারেন।কারণ আলুর রস ব্যবহার করলে
বুড়ো হয়ে যাওয়ার বয়সের ছাপ দূর করে।তবে কিভাবে ব্যবহার করবেন ১ চামচ আলুর রস
১ চামচ বেসন ও ১ চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেবেন।তারপর ত্বক
ভালোভাবে ধুয়ে লাগিয়ে দেবেন দিয়ে ২০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।এটা
সপ্তাহে ১ থেকে ২ দিন করার মাধ্যমে বুঝতে পারবেন এর উপকার।
ফেস স্ক্রাবার
এই ফেস স্ক্রাবার করার মাধ্যমে ত্বকের যত রকমের ধুলো ময়লা এবং কালো দাগ সব
কিন্তু দূর হয়ে যায়।তাইতো এটি যেভাবে ব্যবহার করবেন সর্বপ্রথম দুইটি আলু
ভালোভাবে বেটে নেবেন তারপরে ১ চামচ দুধ এবং ১ চামচ ওটস দিয়ে ভালোভাবে মিশ্রণ করে
নেবেন।তারপরে মুখমণ্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন দিয়ে মুখ মন্ডলে সেই
মিশ্রণটি লাগিয়ে দেবেন।
লাগানোর পরে ৫ থেকে ১০ মিনিট ভালোভাবে মুখমণ্ডল নাড়াচাড়া করবেন।তাছাড়া আপনারা
এটি সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করতে পারেন।তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে
ধুয়ে ফেলবেন তাহলে পরবর্তীতে আপনাদের ত্বক একেবারে কমল হয়ে যাবে।
ব্রণ ও দাগ সারাতে
সাধারণত আপনাদের মুখমন্ডলের ব্রণ এবং দাগ সরাতে খুবই কার্যকরী উপাদান হচ্ছে
আলু।তবে ব্রণ এবং দাগ সরাতে আলু মুখে যেভাবে ব্যবহার করবেন ১ চামচ আলুর রস নিবেন
তারপর ১ চামচ টমেটোর রস তারপর আধা চামচ মধু নিবেন দিয়ে ভালোভাবে মিশ্রণটি
বানাবেন।তারপরে কিছুক্ষণের জন্য সেটি ফ্রিজে রাখবেন।
দিয়ে আপনার মুখমন্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে সেই মিশ্রণটি ভালোভাবে
লাগিয়ে দেবেন।এটি আপনারা প্রতি নিয়ত বা প্রতিদিন ব্যবহার করতে পারেন কোন রকমের
সমস্যা হবে না।প্রতিদিন ব্যবহার করার ফলে ত্বকের যতরকমের ব্রণের কালো দাগ এবং
ব্রণ হওয়ার সমস্যা সব কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে।
ডার্ক সার্কেল
সাধারণত বিভিন্ন রকম কারণে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়তে পারে।সেই
কালো দাগ কিন্তু খুবই দ্রুত সময়ের জন্য দূর করা যায় এই আলু ব্যবহার করে।তাইতো
কিভাবে ব্যবহার করবেন সাধারণত আলু গোল গোল করে কেটে এবং স্পাইস করে কেটে চোখে
লাগিয়ে দিতে পারেন।তাছাড়া আলু এবং অ্যালোভেরা একসঙ্গে বেটে বা গ্রেড করে
সপ্তাহে ২ থেকে ৩দিন চোখের নিচে ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন।
তবে সেটা ১৫ থেকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রাখবেন।তাহলে তখন দেখবেন যে ঘন ঘন এটি
করার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর
হয়ে যাবে।
মুখে কি দিলে সুন্দর হয়
সাধারণত আপনারা যদি মুখে নানান রকম ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপকরণগুলো যদি
ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে মুখ একেবারে সুন্দর হয়ে যাবে।তাইতো মুখে কি
দিলে সুন্দর হয় এই সম্পর্কে আপনাদের কিছু ধারনা দেওয়া হবে।সাধারণত অনেক রকমের
ফেসপ্যাক বানানো যায় প্রাকৃতিক উপায় সেইগুলো যদি আপনারা ব্যবহার করতে চান।
তাহলে করতে পারেন কারণ উপকরণ গুলো প্রাকৃতিক হওয়া এতে কোন রকমের কোন সমস্যা
নেই।নিঃসন্দেহে আপনারা এই ফেসপ্যাক গুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে খুব
ভালো উপকার পেয়ে যাবেন।তাছাড়া অনেকেই দেখা যায় যে ফেসওয়াশ ব্যবহার করে থাকে
এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোন রকমের কোন সমস্যা নেই।
যেগুলো ব্যবহার করে মুখ পরিষ্কার বা সুন্দর থাকবে সেইগুলো আপনারা ব্যবহার করতে
পারেন।নিচে মুখ সুন্দর করার কিছু উপায় দেওয়া হলো:
- মুখ পরিষ্কার এবং সুন্দর করতে হলে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
- লেবু ত্বক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন।
- টক দই ত্বকে ব্যবহার করতে পারেন যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে থাকে।
- ত্বক পরিষ্কার করতে দুধ ব্যবহার করতে পারেন।
- ডিমের সাদা অংশ ত্বকে ব্যবহার করুন।
- পরিমিত ঘুমাতে হবে তাহলে ত্বক সুন্দর থাকবে।
আলুর রস চুলে দিলে কি হয়
সাধারণত অনেক মানুষ আছে যারা আলু চুলে ব্যবহার করে থাকে।তাই আলুর রস চুলে দিলে কি
হয় এই সম্পর্কে আমাদের কিছু জানিয়ে দেওয়া হবে।আলুতে থাকে সাধারণত
ভিটামিন-বি,ভিটামিন-সি,জিংক ও আইরন এই উপাদান গুলোর কারণে চুল পুষ্টি পাই এবং চুল
বৃদ্ধি হয়ে যায়।তাছাড়া আলুর রস যদি আপনারা চুলে ব্যবহার করে থাকেন তাহলে
কিন্তু চুলের কোন রকমের খুশকি,চুলের দুর্গন্ধ,চুল উঠা ও চুল পড়া নানান রকম চুলের
সমস্যা থেকে যেকোন ভাবে মুক্তি পেয়ে যাবেন।
কারণে চুলের এই সমস্যাগুলো থেকে যদি আপনারা মুক্তি পেতে পারেন তাহলে তখন এই
প্রাকৃতিক উপকরণ গুলো খুব ভালো কাজে আসবে।এই উপকরণ দিয়ে আপনারাও কিছুটা উপকৃত
হবেন এবং আপনাদের আশপাশে থাকা মানুষ জনেরও কিছু উপকৃত হবে।তাই এই আলুর ব্যবহার
নিজে করুন এবং অন্যদেরকে যেকোনোভাবে জানিয়ে দিন।আলুর রস চুলে দিলে যেসব উপকার
হয় তা নিচে দেওয়া হলো:
- চুলের নানা রকম সমস্যা দূর হয়।
- আলুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি জিংক নিয়েসিন আইরন যা চুলের বিভিন্ন রকম ভাবে উন্নতি হয়।
- এই উপাদান চুলের গড়াই দেওয়ার মাধ্যমে আসলে পুষ্টি যোগায় এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে।
- আলুর রস চুলে দিলে চুলের খুশকি এবং নানা রকম ময়লা দূর করতে সাহায্য করে।
- আলুর রস চুলে ব্যবহার করার মাধ্যমে চুল উর্বর ও উজ্জ্বল হয়।
আলুর রস মুখে ব্যবহার করা সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ প্রতিদিন আলু মুখে লাগানো যাবে কি?
উত্তরঃ প্রতিদিন আলু মুখে লাগালে চমৎকার প্রতিকার পাবেন।তবে আবার প্রতিদিন
মুখে আলু না লাগানোই ভালো।
প্রশ্নঃ আলুর রস কি মুখের জন্য ভালো?
উত্তরঃ হ্যাঁ, অবশ্যই আলুর রস মুখের জন্য ভালো কারণ আলু হচ্ছে প্রাকৃতিক
উপকরণ।
প্রশ্নঃ আলু কি সরাসরি মুখে লাগানো যায়?
উত্তরঃ হ্যাঁ, আলু গোল গোল করে কেটেও মুখে লাগাতে পারেন তবে আলু বেটে বা
গ্রেড করে মুখে লাগালে সব থেকে ভালো হয়।
প্রশ্নঃ কি দিলে ব্রণ ভালো হয়?
উত্তরঃ আলুর রস সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত ভালো
হয়ে যাবে।
প্রশ্নঃ আলুর রস সরাসরি মুখে ব্যবহার করলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ না, আলুর রস সরাসরি মুখে ব্যবহার করলে কোন রকমের সমস্যা হবে না।
শেষ মন্তব্য | আলুর রস মুখে মাখলে কি হয়
আলুর রস মুখে মাখতে হলে অবশ্যই আপনাদের তা ফেসপ্যাক করে মাখতে হবে।কারণ মুখের যত
রকমের সমস্যা কালো দাগ ব্রণ মুখের কালো আবরণ এই সবগুলো দূর করে থাকে আলুর
রস।তাছাড়া আপনারা যদি আলুর রসের সঙ্গে কিছুটা মধু মিশ্রণ করে মুখে লাগিয়ে দেন
তাহলে কিন্তু অনেকভাবেই খুব ভালো উপকার পেয়ে যাবেন।
আশা করছি, উপরের তথ্যগুলো পেয়ে কিছু হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো
লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো
টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url