আপডেট জীবন বৃত্তান্ত লেখার নিয়ম ভালো ভাবে শিখুন

সাধারণত অনেকেই চাকরির জন্য আবেদন করে কিন্তু জীবন বৃত্তান্ত লেখার নিয়ম গুলো কিন্তু কোনভাবেই জানে না।তাইতো তাদের উদ্দেশ্যে এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই জীবন বৃত্তান্ত লেখার সঠিক নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে।তার সাথে ইংরেজিতে জীবন বৃত্তান্ত লেখার নিয়ম জানানো হবে।

জীবন-বৃত্তান্ত-লেখার-নিয়ম

সাধারণত আপনারা যদি এই জীবন বৃত্তান্ত লেখার সঠিক নিয়ম জানতে চান তাহলে অবশ্যই আপনাদের আর্টিকেলটি পুরোপুরি ভালোভাবে পড়তে হবে।তবে জীবন বৃত্তান্ত লিখে চাকরির আবেদন করতে হলে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
পোস্ট সূচিপত্রঃ

জীবন বৃত্তান্ত লেখার নিয়ম

সাধারণত চাকরির আবেদন করতে হলে অবশ্যই আপনাদের জীবন বৃত্তান্ত লেখার নিয়ম টা জানতে হবে।তবে এটা একটা চাকরির আবেদন বললেই চলে কারণ এই আবেদনে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে জানিয়ে দেওয়া থাকে।তাই নিচে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হলো:

তারিখ,

বরাবর

প্রধান শিক্ষক

সাভার, ঢাকা

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ১৫ই মার্চ ২০২৩ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে।আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আপনার নিকট আমার সকল শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত তুলে ধরলাম।

নামঃ

পিতার নামঃ

মাতার নামঃ

বর্তমান ঠিকানাঃ

স্থায়ী ঠিকানাঃ

জন্ম তারিখঃ

ধর্মঃ

জাতীয়তাঃ

বৈবাহিক অবস্থাঃ

রক্তের গ্রুপঃ

উচ্চতাঃ

মোবাইল নাম্বারঃ

শিক্ষাগত যোগ্যতাঃ


অভিজ্ঞতাঃ ২০১৮ সাল থেকে একটি বেসরকারি স্কুলে কর্মরত আছি।

অতএব, বিনীত নিবেদন উপরিক্ত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে উক্ত পদের জন্য নির্বাচিত করলে আমি আপনার প্রতি বাধিত থাকবো।

বিনীত নিবেদক,

আপনার নাম লিখবেন

সংযুক্তি,
  • সকল সনদপত্রের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা ছবি।

শেষে একটি খাম এঁকে দেবেন। প্রেরক এবং প্রাপক দিয়ে।

ইংরেজিতে জীবন বৃত্তান্ত লেখার নিয়ম

সাধারণত আপনারা যদি ইংরেজিতে জীবন বৃত্তান্ত লিখতে চান তবে সেটি ইংরেজিতে হয় CV।তাই অনেকে ইংরেজিতে CV বলে এবং বাংলাতে সিভির বাংলা রুপ হচ্ছে জীবন বৃত্তান্ত।তাই এর ইংরেজিতে আপনাদের খুব ভালোভাবেই নিচে জানিয়ে দেওয়া হলো:

Date

The teasher

Managing Committee

Dhaka

subject: যে বিষয়ে cv সেটি লিখবেন।

sir,

With reference to the advertisement published on 12-04-2023 in the daily star for appintment to post of যে বিষয়ে সিভি সেটি লিখবেন in your school under you.I beg to offer myself as one of the candidates for the post and I furnish the following particular your sympathetic considerraton.

I hope that you will give me an opportunity to prove my competence for the post.

your obediently

আপনার নাম লিখবেন

name:

father name:

mother name:

present address:

permanent address:

date of birth:

regulation:

nationality:

blood group:

height:

mobile number:

education qualification:


experience: 3 years experience SN assistant teacher in school.

signature/name

শেষে একটি খাম এঁকে দেবেন।

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে জীবন বৃত্তান্ত লেখার নিয়ম

সাধারণত আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে জীবন বৃত্তান্ত লেখার নিয়ম গুলো জানতে চান তাহলে অবশ্যই জানতে পারবেন।কারণ এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই জীবন বৃত্তান্ত এবং ইংরেজির CV লেখার সঠিক নিয়ম জানিয়ে দেওয়া আছে আপনারা শুধু ধৈর্য সহকারে পড়লে সব কিছু জানতে পারবেন।

নামঃ

পিতার নামঃ

মাতার নামঃ

বর্তমান ঠিকানাঃ

স্থায়ী ঠিকানাঃ

জন্ম তারিখঃ

ধর্মঃ

জাতীয়তাঃ

বৈবাহিক অবস্থাঃ

রক্তের গ্রুপঃ

মোবাইল নাম্বারঃ

শিক্ষাগত যোগ্যতাঃ

অভিজ্ঞতাঃ ৩ বছর একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম।

ভাষাগত যোগ্যতাঃ

অঙ্গীকারনামাঃ

আপনার নাম লিখুন।

সর্বশেষ একটি খাঁম একে দেবেন।

জীবন বৃত্তান্ত সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ জীবন বৃত্তান্ত কী রকম করে লিখতে হবে? 
উত্তরঃ খুব সুন্দর ভাবে এবং স্পষ্টভাবে।

প্রশ্নঃ জীবন বৃত্তান্তের জন্য সুন্দর সারাংশ কি? 
উত্তরঃ অভিজ্ঞতা এবং চাকরির শিরোনাম।

প্রশ্নঃ জীবন বৃত্তান্ত কয় পেজে লিখতে হয়? 
উত্তরঃ জীবন বৃত্তান্ত দুই পেজে লিখতে হয়।

প্রশ্নঃ জীবন বৃত্তান্ত কার সম্পর্কে লেখা হয়? 
উত্তরঃ নিজ বিষয় ও চাকরি সম্পর্কে। 

প্রশ্নঃ জীবন বৃত্তান্ত কেমন ভাবে লিখতে হবে?
উত্তরঃ জীবন বৃত্তান্ত এমন ভাবে লিখবেন যাতে যেই কোম্পানি বা প্রতিষ্ঠানে আবেদন করবেন তার মহাপরিচালক বা ম্যানেজার আপনার প্রতি আকৃষ্ট হয়। 

শেষ মন্তব্য | জীবন বৃত্তান্ত লেখার নিয়ম

সাধারণত আপনারা যদি ভালো মানের আপডেট নিয়মের CV বা জীবন বৃত্তান্ত লেখা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই আর্টিকেলটি আপনাদের একবার হলেও পড়ে নেওয়া উচিত।তাহলে তখন পরবর্তীতে আর কোন রকমের সমস্যায় পড়বেন না আপনারা নিজে নিজে বাড়িতে একা একাই চাকরির বিভিন্ন রকম আবেদন করতে পারবেন।
সাধারণত অনেক মানুষ আছে চাকরির আবেদন করে কিন্তু তারা জীবন বৃত্তান্ত লেখার নিয়ম জানে না।তাইতো তাদের জন্যই সব রকম নিয়ম এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হলো।আপনারা শুধু ধৈর্য সহকারেই সব পড়ে দেখে জেনে নেবেন।আশা করছি, উপরে তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।

আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url