সহজ পদ্ধতিতে ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় ৫টি জানুন
সাধারণত ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় আপনাদের জানানো হবে।এই পেট ফাঁপা
কিন্তু খুবই বেশি হয়ে থাকে দিয়ে এই রোগ কেউ ভালো করতে পারে না।অনেক মানুষের
ছাগল মারা যায় এবং তারা ক্ষতির সম্মুখীন হয়।তার সাথে জানানো হবে ছাগলের পেট
ফাঁপা দূর করার ঔষধ।
সাধারণত ছাগলের শুধু ঠান্ডা লাগা এবং পেট ফাঁপা রোগের সমস্যা হয়।তাইতো ছাগলের
পেট ফাঁপা রোগ দূর করার সব রকম নিয়ম-কানুন আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
পোস্ট সূচিপত্রঃ
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
সাধারণত ছাগলের যদি পেট ফাঁপা রোগের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের তা ভালো
করার চেষ্টা করতে হবে।তাইতো ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় আপনাদের খুব
ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে যারা বাড়িতে আবদ্ধভাবে খামার
করে থাকে ছাগলের আবার কারো কারো বাড়িতে তিনটা চারটা করে ছাগল পালন করে থাকে।
তখন কিন্তু তাদের খামারে বা বাসা বাড়িতে এই ছাগল গুলোর কোন খাবারের গোলমালের
কারণে পেট ফাঁপা রোগ হয়ে যায়।তাইতো তখন সেই মানুষগুলো ছাগল গুলোর পেট ফাঁপা রোগ
ভালো করতে পারে না দিয়ে তারা তখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ক্ষতিগ্রস্ত
হয়।তাইতো আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলের মধ্যে ছাগলের পেট ফাঁপা দূর করার যত
রকমের উপায় আছে সব কিন্তু খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হবে।
আপনারা শুধু ধৈর্য সহকারে পড়লে সবকিছু জানতে পারবেন।নিচে কিভাবে পেট ফাঁপা রোগ
দূর করবেন তার কিছু নিয়ম দেওয়া হলো:
- ৪০ থেকে ৫০ গ্রাম আদা ভালো করে বেটে নিয়ে পানির সঙ্গে ভালো করে মিশ্রন করে নিয়ে খাওয়াতে পারেন।
- ৪০ থেকে ৫০ গ্রাম খাবার সোডা পানিতে মিশ্রণ করে খাওয়াতে পারেন।
- সিরিজ দিয়ে বা কোন কিছুর সাহায্যে পেট থেকে গ্যাস বের করবেন।
- বাজারে এক ধরনের গ্যাস ট্যাবলেট পাওয়া যায় সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন খুব দ্রুত ভালো হয়ে যাবে।
- তাছাড়া ছাগলকে সব সময় দাঁড় করিয়ে রাখবেন কারণ দাঁড় করিয়ে রাখলে খুব দ্রুত গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে।
ছাগলের পেট ফাঁপা দূর করার ঔষধ
সাধারণত ছাগলের যখন পেট ফাঁপা রোগ হয় তখন কিন্তু আপনাদের কাজে কোন উপায় ভালো
করতে হবে।নাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের
ছাগল মারা
যেতে পারে।তাইতো ছাগলের পেট ফাঁপা দূর করার ঔষধ গুলো আপনাদের সম্পূর্ণভাবে
জানিয়ে দেওয়া হবে।তাহলে তখন আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাজার থেকে কিনে
খাওয়াতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ছাগল ভালো হয়ে যাবে।
ছাগলের বিভিন্ন রকম খাবারের সমস্যা বা কোন খারাপ খাবার খাওয়ার মাধ্যমে ছাগলের
পেট ফাঁপা রোগ হয়ে যায় বা পেটের সমস্যা দেখা দেয়।তাই তখন আপনারা কিছু
নিয়ম-কানুন আছে এবং কিছু ঔষধ আছে সেইগুলো খাওয়ালে দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে
ভালো হয়ে যাবে।তবে এই ঔষধ গুলো সাধারণত দিনে ২ থেকে ৩বার খাওয়াবেন।তাইতো নিচে
সেই ঔষধ গুলোর নামের তালিকা দিয়ে দেওয়া হলো:
- ব্লটনিল ঔষধ ৩০ মিলিগ্রাম
- জাইমোভেট
- খাবার সোডা
- লবণ পানি
ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয়
সাধারণত অনেক সময় দেখা যায় যে ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে।তবে
ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয় কি তা আপনাদের খুব ভালোভাবে
জানিয়ে দেওয়া হবে।কারণ দেখা যায় যে ছাগলকে যদি একাধারে একই খাবার পরিমাণের
বেশি খেতে দেন তখন কিন্তু ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ কোন মুরগি পালনে লাভ বেশি
সেই দিকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল রাখাটা জরুরী।তাছাড়া কিন্তু
আপনারা কোনভাবেই একাধারে একই পরিমাণে খাবার ছাগলকে প্রচুর পরিমাণে খাওয়াবেন
না।যদি ছাগল নিজে নিজেই খেয়ে নেয় কোনভাবে তাহলে অবশ্যই কিন্তু যেসব নিয়ম-কানুন
আমরা জানিয়ে দেবো সেই নিয়ম কানুন অনুযায়ী পালন করবেন।
তাহলে তখন দেখবেন যেকোন রকমের আর সমস্যা হবে না তাহলে আপনার ছাগল বেঁচে
যাবে।তাছাড়া আপনারা যদি সেই দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু অনেক সমস্যার
মধ্যে পড়বেন।তাইতো ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে কি কি করবেন তা নিচে
দেওয়া হলো:
- ৫০০ গ্রাম পানি নিবেন
- ৫০ গ্রাম খাবার সোডা নিবেন
- ৫০ গ্রাম আধা বাটা নিবেন
- এই মিশ্রণটি একসঙ্গে ভালোভাবে মিশ্রণ করার পরে ছাগলকে দিনে ৫ বার খাওয়াবেন।
- তাহলে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাবে।
তাছাড়া এই ঘরোয়া পদ্ধতিতে যদি ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হওয়া রোগ
দূর করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বিভিন্ন রকম ওষুধ গুলো আছে সেগুলো
খাওয়াতে হবে।তাইতো নিচে কিছু ঔষধ জানিয়ে দেওয়া হলো:
- Blotosil 30 মিলি
- Oxytetracycline 3মিলি
- Bellamyl 3মিলি
- Tonophosphan 2.5 মিলি
ছাগলের পেট ফাঁপার কারণ
সাধারণত ছাগলকে যদি একাধারে একই খাবার প্রচুর পরিমাণে খেতে দেন তাহলে এই পেট
ফাঁপা সমস্যা হতে পারে।তাইতো ছাগলের পেট ফাঁপার কারণ আপনাদের খুব ভালোভাবে
জানিয়ে দেওয়া হবে।তবে ছাগলের কিন্তু এই পেট ফাঁপা রোগের সমস্যা আর ছাগলের
ঠান্ডা রাখার সমস্যা এই দুই সমস্যায় কিন্তু ছাগলের হয়ে থাকে।
তবে অনেক মানুষ আছে যারা এই
ছাগলের পেট
ফাঁপা রোগ সম্পর্কে কোন ধারণাই নেই বা এগুলো সম্পর্কে কোন কিছু জানে না।তাইতো
তাদের সুবিধার্থে এই আর্টিকালের মধ্যে ছাগলের পেট কি কারণে ফাঁপা হয়ে যায় তা
আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।তবে আপনারা যদি না জানেন তাহলে কিন্তু
কোনভাবেই পাগল পালন করতে পারবেন না।
এই পেট ফাঁপার রোগ হয়ে ছাগল মারা যাবে।তাইতো কি কি কারনে পেট ফাঁপা রোগে ছাগল
মারা যায় তার নিচে দেওয়া হলো:
- ছাগলকে পাশাপাশি খাবার খাওয়ালে ছাগলের পেট ফাঁপা হয়ে যেতে পারে।
- ছাগলকে একাধারে চাল প্রচুর পরিমাণে খাওয়ালে পেট ফাঁপা হয়ে যেতে পারে।
- ছাগলকে গমের চালের ভুষি প্রচুর পরিমাণে খাওয়ালে পেট ফাঁপা হয়ে যেতে পারে।
- ছাগলকে অতিরিক্ত পরিমাণে খড়ের সঙ্গে মিশ্রণকৃত আটা প্রচুর পরিমাণে খাওয়ালে পেট ফাঁপা রোগ হতে পারে।
- তাছাড়াও ছাগলের পেটে যদি প্রচুর পরিমাণে কৃমি হয় তাহলেও কিন্তু পেট ফাঁপা হয়ে যেতে পারে।
ছাগলের পেট ব্যথা
সাধারণত ছাগলের পেটে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তখন কিন্তু ছাগলের পেট
ব্যথা হওয়া শুরু করবে এবং ছাগল প্রচুর পরিমাণে চিল্লাবে।তাইতো ছাগলের পেট ব্যথা
ভালো করার সব রকম নিয়ম-কানুন আপনাদের ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।মানুষের যেমন
পেটের ব্যথা হলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়।তেমনি এই ছাগলের পেটে ব্যথা হলেও
ছাগলের অবস্থা খারাপ হয়ে যায়।
আরো পড়ুনঃ লেয়ার মুরগি পালন পদ্ধতি
ছাগলের পেটে ব্যথা হলে ছাগল কোন খাবার পানি খাবে না ছাগল উঠে দাঁড়াবে না ছাগল
শুধু শুয়ে থাকবে আর চিল্লাচিল্লি করতে পারে।তাছাড়া ছাগলের পেটে গ্যাস হয়ে
যাওয়ার কারণে ছাগলের পেট এবং নাড়ি ভুড়ি ফুলে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে
পড়বে।তাইতো সেই দিকে অবশ্যই আপনাদের খেয়াল রেখে ছাগলের পেট ব্যথা দূর করার
উপায় গুলো আপনাদের জানতে হবে।তাইতো ছাগলের পেট ব্যথা দূর করার কিছু নিয়ম নিচে
দেওয়া হলো:
- ৫০ গ্রাম মেথি পাউডার
- ৫০ গ্রাম আজুয়ান পাউডার
- পরিমাণ মতো লবণ
- ২০০ মিলি পানির সঙ্গে মিশ্রণ করে নেবেন।
- তারপরে ছাগলকে দিনে ২ থেকে ৩বার খাওয়াবেন।
- দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাবে।
ছাগলের পেট ফুলে গেলে কি খাওয়ানো যায়
সাধারণত ছাগলের পেট যখন ফুলে যায় তখন ছাগলের স্বাভাবিক অবস্থায় একেবারে নষ্ট
হয়ে যায়।তাইতো ছাগলের পেট ফুলে গেলে কি খাওয়ানো যায় তা আপনাদের খুব ভালোভাবে
জানিয়ে দেওয়া হবে।ছাগলের পেট যখন ফুলে যায় তখন ছাগলের পেটের মধ্যে গ্যাস হয়ে
যায় এবং ছাগলের পেট ব্যথা হওয়া শুরু করে।তাই এই ছাগলের প্রচুর পরিমাণে পেট
ব্যাথা হওয়ার কারণে রক্ত চলাচল এবং খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়।
দিয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দিয়ে অনেক মানুষ এই ছাগল পালন করে
প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।তাইতো এইসব ক্ষতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই
আপনাদের জানতে হবে।ছাগলের পেট ফুলে গেলেও কি সব খাবার খাওয়াবেন সেই
সম্পর্কে।তাইতো নিচে ছাগলের পেট ফোলা অবস্থায় কি কি খাবার খাওয়াবেন তা দেওয়া
হলো:
- পানিতে খাবার সোডা মিশ্রণ করে খাওয়াতে পারেন।
- পানিতে লবণ মিশ্রণ করে খাওয়াতে পারেন।
- কাঁচা সবুজ ঘাস লতাপাতা খাওয়াতে পারেন।
- ওর স্যালাইন পানিতে মিশ্রণ করে খাওয়াতে পারেন।
- তাছাড়া অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তারকে ছাগল দেখিয়ে পেট ফোলা ভালো করার ঔষধ দ্রুত খাওয়াবে।
ছাগলের পেট ফাঁপা সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ ছাগলের পেট কেন ফাঁপা হয়ে যায়?
উত্তরঃ একাধারে একই রকমের খাবার প্রচুর পরিমাণে খাওয়ালে পেট ফাঁপা সমস্যা
হয়।
প্রশ্নঃ ছাগলের পেট ফাঁপা রোগ কেমন?
উত্তরঃ ছাগলের পেট ফাঁপা রোগ কিন্তু খুবই খারাপ একটি রোগ।যেটা ছাগলের হলে
মারা পর্যন্ত যেতে পারে।
প্রশ্নঃ ছাগলের পেটে গ্যাস হলে কি করা উচিত?
উত্তরঃ ছাগলের পেটে গ্যাস হলে হজমি জাতীয় খাবার খাওয়ানো উচিত।
প্রশ্নঃ ছাগলের পেট বড় হয় কেন?
উত্তরঃ ছাগলের পেটে প্রচুর পরিমানে গ্যাস হওয়ার কারণে ছাগলের পেট বড়
হয়।
প্রশ্নঃ ছাগলকে সাধারণত কেমন খাবার খাওয়ানো উচিত?
উত্তরঃ সব খাবারের সঙ্গে সপ্তাহে ১ থেকে ২দিন কলার পাতা এবং মুড়ি
খাওয়াবেন।
শেষ মন্তব্য | ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
সাধারণত আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় এই ছাগলকে নিয়ে তাদের অবশ্যই এই
আর্টিকেলটি একবার হলেও পড়ে নেওয়া উচিত।ছাগলের এই পেট ফাঁপা রোগ কিন্তু খুবই
খারাপ একটি রোগের কারণে প্রচুর ছাগল মারা যায়।তাই আপনারা এই আর্টিকেলটি পড়ে আগে
থেকে যদি ভালোভাবে সতর্ক হয়ে যান তাহলে পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে
থেকে আপনারা বাঁচতে পারবেন।
আপনারা যদি ছাগল পালন করেন সর্বপ্রথম আপনাকে এই পেট পেট ফাঁপা রোগ সম্পর্কে
ভালোভাবে জানতে হবে এবং পেট ফাঁপা রোগের ঔষধও জানতে হবে।তাই সবকিছুই এই
আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে
পড়লে সবকিছু জানতে পারবেন।আশা করছি উপরের তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত
হবেন।
তাই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য
এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url