খুব সহজেই গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় ৫টি জানুন
সাধারণত গরুর যেকোন রকমের সমস্যা হতে পারে তাইতো গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া
উপায় আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে যাদের দেখা
যায় গরুর পেট ফাঁপা রোগে মারা যায়।তার সাথে জানানো হবে গরুর পায়খানা না হলে
করণীয় কি।
সাধারণত গরুর অনেক রকমের সমস্যা হতে পারে তবে তা ভালো করার চেষ্টাও কিন্তু
আপনাদের করতে হবে।তাছাড়া কিন্তু আপনারা গরু বাছুর বাগাদি পশুকে নিয়ে সমস্যার
মধ্যে পড়তে পারেন।
পোস্ট সূচিপত্রঃ
গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
সাধারণত গরুর অনেক রকমের সমস্যা হতে পারে তবে সেই দিকে আপনাদের খেয়াল রাখাটা
খুবই গুরুত্বপূর্ণ।তার সাথে আবার গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জানা দরকার।তাহলে
পরবর্তীতে আপনাদের নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে সমস্যাগুলো থেকে তখন আপনারা
মুক্তি পাবেন।
তাছাড়া যখন আপনারা যদি অন্য রকমের সমস্যায় পড়েন গরু বাছুর নিয়ে তখন কিন্তু
গরু বাছুরকে বাঁচাতে পারবেন না মারাও যেতে পারে।সাধারণত গরু বাছুরের পেট ফাঁপা
খারাপ একটি রোগ।এই রোগ একবার হলে গরু বাছুর কোনভাবে খাবার খায় না শুধু পেটের
সমস্যা নিয়ে বসে থাকে।গরুর একবার পেটে সমস্যা হলে গরু কোনভাবে খাবার খাবে না এবং
মলত্যাগ করবে না।
আরো পড়ুনঃ কোন মুরগি পালনে লাভ বেশি
তখন আপনাদের সেই ভাবেই দেখে শুনে বুঝে তারপরে ওষুধ খাওয়াতে হবে কিছু কাজ আছে
সেগুলো করতে হবে।তাহলে তখন পরবর্তীতে গরুর বা গবাদি পশুর সেই সমস্যা গুলো থেকে
মুক্তি দিতে পারবেন।কারণ গরুর সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাদের
গরুর রোগ বিষয়ক এবং গরুর ওষুধ বিষয়ক জানাটা খুবই গুরুত্বপূর্ণ।তাই নিচে কিছু
গরু পেট ফাঁপা দূর করার কিছু ঘরোয়া উপায় দেওয়া হলো:
- সাধারণত খাবার সোডা পানিতে ভালো করে মিশ্রণ করে নেবেন দিয়ে গরুকে খাওয়াতে পারেন।বদহজমের সমস্যা বা পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা থাকলে খুব দ্রুত ভালো হয়ে যাবে গবাদিপশুর।
- সফট ড্রিংক অর্থাৎ কোমল পানীয় ১ থেকে ২ লিটার একটি গরুকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন গরুর দ্রুত সময়ের মধ্যে বদহজম বা পেট ফাঁপা সমস্যা দূর হয়ে যাবে।
- বাজারে একপ্রকার গ্যাস ট্যাবলেট পাওয়া যায় সেগুলো গরুর পেটা ফাঁপা বা গ্যাসের সমস্যা হলে খাওয়াবেন খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাবে।
- গরুর পেটে কোন সমস্যা হলে আদা খাওয়াবেন।আদা ভালোভাবে বেটে নেবেন দিয়ে পানির সঙ্গে মিশ্রণ করে গরুকে খাওয়াতে পারেন।যত রকমের পেটের সমস্যা সব দূর হয়ে যাবে।
গরুর পায়খানা না হলে করণীয়
সাধারণত অনেকগুলো খাবার খাওয়ার কারণে আবার গরুর বিভিন্ন রকম কারণে এই পায়খানা
নাও হতে পারে।তাইতো গরুর পায়খানা না হলে করণীয় কি তা আপনাদের খুব ভালোভাবে
জানিয়ে দেওয়া হবে।সাধারণত যখন গরুর পেটের সমস্যা হয় বা গরুর পায়খানা হয় না
তখন কিন্তু পেটের মধ্যে গ্যাস বা পেট ফাঁপা রোগ হয়ে যায়।
তবে গরু বা গবাদি পশুর পেট ফাঁপা কিন্তু খুবই খারাপ একটি রোগ এই রোগ একবার হলে
পরবর্তীতে আর ভালো হতে চাই না।তাইতো এই রোগ হলে আপনারা যেসব কাজগুলো করবেন তাই
আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হয়েছে।তবে অনেক মানুষ আছে যারা
জানে না তাইতো তাদের উদ্দেশ্যে এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া
হয়েছে।তাইতো নিচে সেই করণীয় গুলো জানিয়ে দেওয়া হলো:
- গরুর পায়খানা বন্ধ হয়ে গেলে বিভিন্ন রকম ঔষধ গুলো আছে সেগুলো খাওয়াতে পারেন।
- গরুর পায়খানা বন্ধ হয়ে গেলে কোমল পানীয় খাওয়াতে পারেন।
- গরুর পায়খানা বন্ধ হয়ে গেলে কলার পাতা খাওয়াতে পারেন।কারণ কলার পাতা হচ্ছে হজমি জাতীয় পাতা।
- গরুর পায়খানা বন্ধ হয়ে গেলে ভালো ডাক্তার দেখাতে পারেন।
গরুর পেট ফাঁপা কমানোর ওষুধের নাম
সাধারণত গরুর পেট ফাঁপা রোগ কিন্তু হতেই পারে তাইতো তখন আপনাদের সেটি দেখে
বিবেচনা করতে হবে।কারণ গরুর যদি কোন রকমের সমস্যা হয় তখন আপনারা দেখেই বুঝতে
পারবেন।তাইতো গরুর পেট ফাঁপা কমানোর ওষুধের নাম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে
দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে যারা গরুর বিভিন্ন রোগ সম্পর্কে কোনোভাবেই জানে
না বা গরুর কোন রোগের কি ঔষধ সেই সম্পর্কে কোন ধারণা নেই।
আরো পড়ুনঃ লেয়ার মুরগি পালন পদ্ধতি
তাইতো আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবেই গরুর পেট ফাঁপা
রোগের সবগুলো ঔষধ খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে।আপনারা শুধু ধৈর্য সহকারে
পড়ে দেখে জেনে নেবেন।নিচে গরুর পেট ফাঁপা রোগের কিছু ঔষধ দেওয়া হলো:
- Magplus
- Bovl-n vit
- Bovitec
- Romi care
- Blot stop vet
- Gas blue vet
- Noblot vet
- Blotneel vet
- Bodycare
- Rumen-E
- Parafin vet plus
- Magvet plus 500 gms
- Oxycon-s vet 500
গরুর পেট কমানোর উপায়
সাধারণত গরুর পেট যখন ফাঁপা হয়ে যায় তখন কিন্তু পেট ফুলে যায়।তাইতো গরুর পেট
কমানোর উপায় আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত গরুর পেট কমানোর
উপায় যদি আপনারা না জানেন তখন কিন্তু পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে
পারে।আপনাদের সেই গবাদী পশু গুলো মারা পর্যন্ত যেতে পারে।
তাইতো সেই সব দিকগুলো আপনাদের অবশ্যই বিষয় বিবেচনা করে তখন পরবর্তীতে সেই সব
ঝামেলা থেকে মুক্তি পেতে হলে কি করবেন তা এই আর্টিকেলের মধ্যে অবশ্যই এসে আপনাদের
জানতে হবে।কারণ এই পেট ফাঁপা রোগ কিন্তু গবাদী পশুর হয়ে থাকে।তাইতো গরুর পেট
কমানোর কিছু উপায় নিচে দেওয়া হলো:
- গরুর পেট যদি ফুলে যায় দিয়ে পরবর্তীতে না কমে তাহলে গরুকে কিছু খেতে দেবেন না।
- শুধু হালকা গরম পানির সঙ্গে লবণ মিশ্রণ করে খেতে দেবেন।
- খাবার সোডা পানির সঙ্গে মিশ্রণ করে গরুকে খেতে দিবেন।
- তাছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর গ্যাস ট্যাবলেট খাওয়াতে পারেন।
গরুর পেট ফাঁপা রোগের লক্ষণ
সাধারণত গরুর যখন পেট ফাঁপা রোগের সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আপনারা গরু
বাছুরকে দেখেই বুঝতে পারবেন।তাইতো গরুর পেট ফাঁপা
রোগের লক্ষণ
আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।তবে যাদের এই রোগগুলো সম্পর্কে
কোনোভাবেই ধারণা নেই তারা কিন্তু কোনভাবেই বুঝতে পারবে না যে গরুর পেট ফাঁপা রোগ
হয়েছে।
গরুর বা গবাদিপশুর পেট ফাঁপা রোগ কিন্তু খুবই খারাপ একটি রোগ।তাইতো তখন আপনারা
যদি এই সম্পর্কে না জানেন তাহলে পরবর্তীতে আপনাদের ক্ষতি হয়ে যাবে তেমন কি গরু
বা বাছুর মারাও যেতে পারে।তাইতো সেই সব দিক বিষয় বিবেচনা করে অবশ্যই আপনাদের গরু
বাছুর গুলোকে ভালো মানের খাবার দিতে হবে এবং গরু বাছুরের পেট ফাঁপা রোগ হয়েছে তা
নির্ণয় করতে পারবেন।তাইতো নিচে কিছু লক্ষণ জানিয়ে দেওয়া হলো:
- গরুর বাম দিকের পেটে ফুলে যাবে।
- গরু খাবার পানি কোনোভাবেই খাবে না।
- গরু হাঁটাচলা করতে নড়াচড়া করতে সমস্যা বোধ করবে।
- গরুর ডাক বা কণ্ঠস্বর অন্যরকম হয়ে যাবে।
- গরুর চোখ ফুলে যেতে পারে।
- গরু বা গবাদি পশু প্রস্রাব পায়খানা করার চেষ্টা করবে কিন্তু করতে পারবে না।
- গরু শুধু দ্রুত শ্বাস-প্রশ্বাস নিবে।
- কোন কোন গরু জিহ্বা বের করে শুয়ে থাকে।
- সবসময় মাটিতে শুয়ে থাকবে কোনভাবে উঠবে না।
- পেটের মধ্যে গ্যাস জমে থাকার কারণে নাড়ি ভুঁড়ি এবং পেট প্রচুর পরিমাণে ফুলে যাবে।
- ফুসফুস এবং হৃৎপিণ্ড প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে।
- পরবর্তীতে শেষে মৃত্যুর কোলে ঢলে পড়বে গবাদি পশু।
গরুর পেট বড় হওয়ার কারণ
সাধারণত অনেক কারণে গরুর পেট বড় হতে পারে সে সব দিক আপনাদের বিবেচনা করতে
হবে।সাধারণত গরুর পেটে প্রচুর পরিমাণে কৃমি হলেও গরুর পেট বড় হয়ে যায়।আবার
খাবারের সমস্যা বা পেট ফাঁপা রোগ হলেও গরুর পেট বড় হয়ে যায়।তাই তখন আপনাদের
সেই সব দিকগুলো ভালোভাবে দেখে শুনে যখন ঔষধ খাওয়াতে হবে এবং ঘরোয়া উপায় পালন
করতে হবে।
আরো পড়ুনঃ ড্রাগন ফলের চাষ পদ্ধতি নিয়ম
তাহলে গরু বাছুর বা গবাদি পশুকে নিয়ে পরবর্তীতে আপনারা আর কোন রকমের সমস্যায়
পড়বেন না।তবে আপনারা যদি গরুর বাছুরকে নিয়ে কোন রকমের সমস্যায় পড়েন অবশ্যই
ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন আর না হলে আমাদের এই আর্টিকেলটি খুব ভালোভাবে
পড়ে দেখে জেনে নেবেন।তাহলেই পরবর্তীতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।তাইতো
গরুর পেট বড় হওয়ার কারণ নিচে দেওয়া হলো:
- কোন গরুর খাবারের সমস্যার কারণে পেট বড় হয়ে যায় পেট ফাঁপা হয়ে।
- আবার কোন গরুর পেটে প্রচুর পরিমাণে কৃমি থাকার কারণে পেট বড় হয়ে যায়।
- তাছাড়া যদি কোন গরুর পেট ফাঁপা রোগ হয় তাহলে তখন খাবারের সমস্যার কারণে সেই সমস্যা সৃষ্টি হয়।
- সাধারণত গরুর পেট ফাঁপা হয়ে বড় হয়ে যায় কোন খারাপ কোন কিছু খাওয়ার কারণে।যেমন: হাঁস-মুরগির পায়খানা বা কোন ধরনের পোকামাকড় ঘাস বা খড়ের সাথে খেলে।
- তাইতো যেকোনো কারণে পেটের সমস্যা হলে অবশ্যই আপনাকে তা নিরাময় করার চেষ্টা করতে হবে।তাহলে তখন গরু বা গবাদি পশুকে ভালো রাখতে পারবেন।
গরুর পেট ফাঁপা নিয়ে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ গরুর পেট ফাঁপা কি?
উত্তরঃ গরুর পেট ফাঁপা একটি রোগ।
প্রশ্নঃ গরুর পেট ফাঁপা রোগ কেন হয়?
উত্তরঃ খাবারের গোলযোগের কারণে বা কোন খারাপ কোন কিছু খেলে।
প্রশ্নঃ গরুর পেট ফাঁপা রোগ হলে কি হয়?
উত্তরঃ গরুর পেট ফাঁপা রোগ হলে গরু মারা পর্যন্ত যেতে পারে।
প্রশ্নঃ গরুর পেট ফাঁপা রোগ হলে কি কি খাওয়াবেন?
উত্তরঃ খাবার সোডা,কোমল পানীয়.লবণ পানি ও আদা পানি।
প্রশ্নঃ গরুর পেট ফাঁপা রোগ হলে কি ওষুধ খাওয়াবেন?
উত্তরঃ গরুর পেট ফাঁপা রোগ হলে খাবার সোডা একমাত্র ঔষধ খাওয়াবেন।
শেষ মন্তব্য | গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
সাধারণত গরু বা গবাদিপশুর বিভিন্ন রকম সমস্যা হতে পারে।তবে বিভিন্ন রকম মহা
সমস্যার মধ্যে এই পেট ফাঁপা রোগ কিন্তু একটি সমস্যা।তাইতো গরু বা গবাদি পশুর
যেকোন সমস্যা বা পেট ফাঁপা সমস্যা হলে অবশ্যই আপনাদের তা ভালো করার চেষ্টা করতে
হবে।নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের গবাদি পশু বা গরু বাছুর মারা যেতে পারে।
গরু বাছুর যদি পেট ফাঁপা রোগ একবার হয়ে যায় তখন কিন্তু আপনারা বিশাল ভাবে ক্ষতির
সম্মুখীন হবেন তাই অবশ্যই আপনাদের সেই বিষয় বিবেচনা করে দেখবেন যেন রোগ হলে এটা
ভালো করতে পারেন।তাইতো এই আর্টিকেলের মধ্যেই সব খুব ভালোভাবেই দিয়ে দেওয়া
হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে পড়ে দেখে জেনে নেবেন।
আশা করছি, উপরে তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।আর্টিকেলটি পড়ে ভালো
লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো
টিপস পেতে ওয়েবসাইটটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url