ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা এবং ভ্যাকসিন দেওয়ার সহজ ৪টি নিয়ম জানুন

সাধারণত ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয় তাইতো ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত ব্রয়লার মুরগি গুলো হচ্ছে খুবই আদ্র আবহাওয়ার মুরগি।তাইতো ব্রয়লার মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম জানিয়ে দেওয়া হবে।

ব্রয়লার-মুরগির-ভ্যাকসিন-তালিকা

সাধারণত আপনারা যদি একই সঙ্গে খামার আকারে যেকোন মুরগি পালন করে থাকেন তাদের কিন্তু ভ্যাকসিন দিতে হবে।তালিকা বদ্ধ ভাবে ঔষধ খাওয়াতে হবে।
পোস্টসূচিপত্রঃ

ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা

সাধারণত আপনারা যখন ব্রয়লার মুরগির পালন করবেন বা ব্রয়লার মুরগির বড় করে খামার করবেন।তখন কিন্তু তালিকা বদ্ধ ভাবে মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে হবে আবার ঔষধ খাওয়াতে হবে।তাইতো ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।

সাধারণত আবদ্ধ ভাবে যখন ব্রয়লার মুরগি পালন করা হয় তখন কিন্তু সেই মুরগি গুলোর একই জায়গায় পায়খানা এবং খাবার খাওয়া থাকার কারণে তাদের শরীরে বিভিন্ন রকম ভাইরাস আক্রমণ করে।তাইতো তখন আপনাদের ব্রয়লার মুরগি গুলোকে ভ্যাকসিন দিতে হবে।এই ভ্যাকসিন গুলো তালিকা বদ্ধ ভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে তখন দেখবেন যে মুরগির রোগ বালাই কম হবে এবং মুরগি দ্রুত বৃদ্ধি পাবে।
তবে মুরগি গুলোকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কোন মুরগি মারা যাবে না তখন সেই মুরগিগুলো দ্রুত বড় হয়ে যাওয়ার ফলে আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন।তবে মুরগি গুলোকে ৪টি ভাবে ভ্যাকসিন দেওয়া হয় রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বোরা ভ্যাকসিন।তাছাড়া এই ব্রয়লার মুরগি আরো কিছু ভ্যাকসিন গুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

যাতে আপনারা আবার মুরগি পালন করার সময়ে কোনভাবে সমস্যার মধ্যে না পড়েন।তাইতো নিচে ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা দেওয়া হলো:

ব্রয়লার-মুরগির-ভ্যাকসিন-তালিকা

ব্রয়লার মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম

সাধারণত ব্রয়লার মুরগিকে যদি আপনারা ভ্যাকসিন দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন কোন রকমের তেমন সমস্যা নেই।কারণ অনেক মানুষ আছে যারা ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যায়।তাইতো ব্রয়লার মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে আর্টিকেলের মধ্যে।

তবে ১০০ ব্রয়লার মুরগিকে একটি ট্যাবলেট ভ্যাকসিন ১০০ মিলি পানির সঙ্গে মিশ্রন করে দিবেন।সাধারণত ব্রয়লার মুরগিগুলো আবদ্ধ অবস্থায় বসবাস করার কারণে এদের শরীরে প্রচুর পরিমাণে রোগ জীবাণু আক্রমণ করার ফলে এদের রোগ বেশি হয় এবং বাড়তি শক্তি কমে যায়।এই কারণে রোগবালাই দূর করার কারণে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া হয় এবং বাড়তি শক্তি ঠিক রাখার কারণে গাম্বোরো ভ্যাকসিন দেওয়া হয়।

তাইতো আপনারা যখন সঠিক নিয়মটি ভালোভাবে জানতে পারবেন তখন কিন্তু আর পরবর্তীতে তেমন কোন সমস্যায় পড়বেন না।তাইতো ব্রয়লার মুরগিকে কিভাবে সঠিক নিয়মে ভ্যাকসিন দেবেন তা নিচে জানিয়ে দেওয়া হলো:
  • রানীক্ষেত ও ব্রংকাইটিস ভ্যাকসিনঃ ০ থেকে ৩ দিন বয়সে - ১ চোখে ১ ফোটা করে দিবেন।
  • গাম্বোরো ভ্যাকসিনঃ ৭ থেকে ১০ দিন বয়সে - মুখে এক ফোটা করে/খাবার পানির সঙ্গে খাওয়াতে পারেন এবং ০.৫ মিলি করে ইঞ্জেকশন নিয়ে মুরগির পায়ের মাংসের মধ্যে দিতে পারেন।
  • গাম্বোরো ভ্যাকসিনঃ ১৫ থেকে ২০ দিন বয়সে - মুখে এক ফোটা করে/খাবার পানির সঙ্গে খাওয়াতে পারেন এবং ০.৫ মিলি করে ইঞ্জেকশন নিয়ে মুরগির পায়ের মাংসের মধ্যে দিতে পারেন।
  • শুধু রানীক্ষেত ভ্যাকসিনঃ ২২ থেকে ২৪ দিন বয়সে - মুরগির ১ চোখে ১ ফোটা করে দিতে পারেন অথবা খাবার পানির সঙ্গে খাওয়াতে পারেন।

বিশেষ দ্রব্যষ্টঃ-
  • ভ্যাকসিন দেওয়ার কমপক্ষে ১ থেকে ২ দিন আগে কোন ধরনের এন্টিবায়োটিক ব্যবহার করবেন না।
  • ভ্যাকসিন করার পরে ভিটামিন জাতীয় ঔষধ বা ভিটামিন সি খাওয়াতে পারেন।
  • আপনারা খামারের স্থানের আবহাওয়া কেমন থাকবে সেই অনুযায়ী ১ থেকে ২ দিন বা ২ থেকে ৩ দিন সামনে পিছনে ভ্যাকসিনের সিডিউল করতে পারেন।
  • এই নিয়মগুলো মেনে চললে দেখবেন যে আপনাদের খামারে কোনভাবেই লসের শিকার আপনারা হবেন না ভালোভাবে খামার করতে পারবেন।

রানীক্ষেত ভ্যাকসিন দাম

সাধারণত রানীক্ষেত ভ্যাকসিন গুলোর দাম কিন্তু সরকারি ভ্যাকসিনের দাম এক রকম হয়ে থাকে।আবার বেসরকারি ভ্যাকসিনের দাম অন্যরকম হয়ে থাকে।সাধারণত আপনারা যদি সেই উপাদান গুলো বা ভ্যাকসিনগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো উপকার পেয়ে যাবেন।তাইতো রানীক্ষেত ভ্যাকসিন দাম কত তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।
কারণ অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিন কিনে কিন্তু তারা বিভিন্ন দামের কিনে থাকে।সাধারণত একটি হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন এবং আরেকটি হচ্ছে বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিন দুটির দামই কিন্তু ২৫ টাকা।তাইতো আপনারা অবশ্যই দেখেশুনে দাম দর করে ভ্যাকসিন গুলো কিনবেন।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সরকারি ভাবে রানীক্ষেতের ভ্যাকসিন কিনলে ২৫ টাকা করে নেবে।তাছাড়া আপনারা যদি বেসরকারি ভাবে ভ্যাকসিন গুলো কিনেন তাহলে কিন্তু অন্যরকম আবার দাম হতে পারে তখন আপনাদের ভ্যাকসিন কিনতে হবে।

মুরগির ভ্যাকসিন দেয়ার নিয়ম

সাধারণত বিভিন্ন রকম মুরগি লালন পালন করতে হলে ভ্যাকসিন করতে হবে।তাইতো মুরগির ভ্যাকসিন দেয়ার নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ যেকোন মুরগি যদি আপনারা আবদ্ধ ভাবে লালন পালন করে থাকেন তাহলে কিন্তু সেই মুরগী গুলোর ভ্যাকসিন দেওয়ার নিয়ম কিন্তু জানতে হবে।

কারণ আবদ্ধ ভাবে মুরগি যখন লালন পালন করবেন তখন একই জায়গায় পায়খানা করবে খাবার খাবে এবং বসবাস করার কারণে তাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বালাই এসে বাসা বাঁধবে।তাইতো তখন সেই মুরগি গুলোকে আপনারা বিভিন্ন রকম ভ্যাকসিন করলে তাদের রোগ বালাই দূর হবে এবং বাড়তি শক্তি ঠিকঠাক থাকবে।

তবে আমাদের এই আর্টিকেলের মধ্যে ব্রয়লার মুরগির ভ্যাকসিন এবং মুরগিকে কিভাবে ভ্যাকসিন দিবেন তা সব ঠিকঠাক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।আপনারা শুধু ধৈর্য সহকারে পড়ে রেখে জেনে নেবেন।তবে হাঁস মুরগির বিভিন্ন রকম ভ্যাকসিন হয়ে থাকে সেইগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আর্টিকেলে দেওয়া আছে সেগুলো দেখে আপনারা হাস মুরগিকে ভ্যাকসিন দেবেন।তবে হাস মুরগির ভ্যাকসিন গুলো কয় ধরনের হয়ে থাকে এবং টিকা গুলোর দাম নিচে জানিয়ে দেওয়া হলো:
  • বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন - ১৫ টাকা।
  • রানীক্ষেত রোগের টিকা - ১৫ টাকা।
  • বসন্ত রোগের টিকা - ৪০ টাকা।
  • কলেরা রোগের টিকা - ৩০ টাকা।
  • ডাকপ্লেগ রোগের টিকা - ৩০ টাকা।
  • গাম্বোরো রোগের টিকা - ২০০ টাকা।

BCRDV vaccine price in Bangladesh

সাধারণত BCRDV এটার মানে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন।তাইতো BCRDV vaccine price in Bangladesh সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।যাতে আপনারা ভ্যাকসিনের দাম গুলো ভালোভাবে জানতে পারেন বাংলাদেশি যেকোনো ভ্যাকসিনের দাম যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি ভালোভাবে পড়ে দেখে জেনে নিতে হবে।

তার আগে রানীক্ষেত ভ্যাকসিনের সরকারি দাম আমাদের এই আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে।সাধারণত রানীক্ষেত ভ্যাকসিনের সরকারি দাম হচ্ছে ২৫ টাকা।প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে এই ভ্যাকসিন নিলে ২৫ টাকা দাম নেবে এবং বাইরে যদি কিনেন তাহলে বেশি দাম নিতে পারে।সে অনুযায়ী দেখে শুনে আপনারা ভ্যাকসিন কিনবেন।

ব্রয়লার মুরগির রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার উপকারিতা

সাধারণত আপনারা যদি যেকোনো হাঁস মুরগি পালন করার সময় সেগুলোকে যদি ভ্যাকসিন দিতে পারেন তালিকা অনুযায়ী তাহলে কিন্তু ভালো উপকার পেয়ে যাবেন।তাইতো ব্রয়লার মুরগির রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার উপকারিতা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত ব্রয়লার মুরগির খামার করার সময় একই জায়গায় পায়খানা এবং খাবার খাওয়া বসবাস করার কারণে মুরগীর শরীরে বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে।
তখন কিন্তু সেই মুরগী গুলোর বিভিন্ন রকম রোগবালাই এবং বাড়তি শক্তি কমে যায়।তাইতো সেই গুলোর জন্য রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বোরো ভ্যাকসিন দেওয়া হয়।তাহলে সেই মুরগি গুলো দ্রুত বৃদ্ধি হবে এবং সুস্থ সকল জীবনযাপন করবে এবং দ্রুত বিক্রয়ের যোগ্য হবে।তবে ব্রয়লার মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন দিলে যেসব উপকার হয় তা নিচে দেওয়া হলো:
  • মুরগি রোগ জীবাণু থেকে মুক্তি পাই।
  • মুরগির যখন খামার করা হয় তখন কিন্তু বিভিন্ন রকম তুষ এবং কাঠের গুড়ির উপর রাখা হয়।তাইতো তাদের চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে থাকে।তখন রানীক্ষেত ভ্যাকসিন করার মাধ্যমে তাদের চোখ ভালো হয়ে যায়।
  • আবার কোন কোন মুরগি জন্ম নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে থাকে তবে তাকে রানীক্ষেত ভ্যাকসিন করার মাধ্যমে ভালো হয়ে যায়।
  • ব্রয়লার মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার ফলে মাংস উৎপাদনে ভালো হয়।
  • আবার মুরগির বিভিন্ন রকম পায়খানার সমস্যা হয়ে মুরগি মারা যায় তবে রানীক্ষেত ভ্যাকসিন করলে ভালো হয়ে যায়।
  • আবার অনেক মুরগি ঠান্ডা লাগার সমস্যা হয় তবে তালিকা অনুযায়ী নিয়ম মেনে রানীক্ষেত ভ্যাকসিন করলে সেটিও ভালো হয়ে যায়।

মুরগির ভ্যাকসিন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ মুরগির রানীক্ষেত ভ্যাকসিনের দাম কত?
উত্তরঃ রানীক্ষেত ভ্যাকসিনের সরকারি দাম ২৫ টাকা।

প্রশ্নঃ মুরগির গাম্বোরো ভ্যাকসিনের দাম কত?
উত্তরঃ সরকারি দাম ২০০ টাকা।

প্রশ্নঃ ব্রয়লার মুরগিকে কিভাবে টিকা দেওয়া হয়?
উত্তরঃ ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় অথবা কোন কোন মুরগিকে খাবার পানির সঙ্গে খাওয়ানো হয়।

শেষ মন্তব্য | ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা

সাধারণত ব্রয়লার মুরগিকে যদি আপনারা বিভিন্ন রকম ভ্যাকসিন করতে চান তাহলে করতে পারেন।তবে এই আমাদের দেখানো নিয়ম অনুযায়ী রানীক্ষেত এবং গাম্বোরো ভ্যাকসিন যদি করতে পারেন।তাহলে কিন্তু আপনারা সফলভাবে খামার পরিচালনা করতে পারবেন।

তাছাড়া যদি আমাদের নিয়ম কানুন না মেনে বিভিন্ন রকম ভ্যাকসিন না করে থাকে তাহলে কিন্তু মহা সমস্যার মধ্যে মহা বিপদের মধ্যে পড়তে পারেন।তাইতো ব্রয়লার মুরগির ভ্যাকসিন সম্পর্কে সব রকমের তথ্য আমাদের আর্টিকেলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু ধৈর্য সহকারে পড়ে দেখে জেনে নেবেন।

আশা করছি, উপরের তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url