জাফরান সাবান ব্যবহারের নিয়ম,উপকারিত এবং আসল সাবান চেনার উপায় জানুন
সাধারণত এই জাফরান সাবান খুবই ভালো তাইতো জাফরান সাবান ব্যবহারের নিয়ম আপনাদের
খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণে জাফরান সাবান এতটা কোথাও অহরহ ভাবে পাওয়া
যায় না।তার সাথে জানিয়ে দেওয়া হবে জাফরান সাবান এর উপকারিতা।
সাধারণত জাফরান সাবান কিনে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে করতে
পারেন।কারণ এই সাবান গুলো মানবদেহের ত্বকের জন্য খুবই ভালো।
পোস্টসূচিপত্রঃ
জাফরান সাবান ব্যবহারের নিয়ম
সাধারণত এই জাফরান সাবান হচ্ছে মানবদেহের জন্য খুবই উপকারী একটি সাবান।তাইতো
জাফরান সাবান ব্যবহারের নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।জাফরান
হচ্ছে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এই জাফরান যদি আপনারা খেতে পারেন তাহলে
ভালো উপকার পেয়ে যাবেন যদি আপনাদের শরীরে ব্যবহার করেন তাহলে ভালো উপকার পাবেন।
জাফরানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম যা যেকোনো মানুষের শরীরের
ত্বক সুন্দর করতে সাহায্য করে থাকে।তাইতো অবশ্যই আপনাদের আসল জাফরান সাবান দেখে
শুনে কিনতে হবে তাহলে ভালো উপকার পেয়ে যাবেন।বাজারে অনেক রকমের জাফরান সাবানগুলো
ডুবলিকেট কোম্পানির বের হয়েছে যেগুলো ব্যবহারের ফলে মানব দেহের অনেক রকমের ক্ষতি
হয়ে যেতে পারে।তাইতো জাফরান সাবানের কিছু ব্যবহারের নিয়ম জানিয়ে দেওয়া হলো:
- সর্বপ্রথম জাফরান সাবানটি ভালোভাবে পানিতে ভিজিয়ে নেবেন।
- তারপরে আপনাদের শরীরে আস্তে করে ম্যাসাজ করবেন।
- পুরো শরীর ভালোভাবে মাথা থেকে পা পর্যন্ত ম্যাসাজ করে নেবেন তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলে দিবেন।
- তাহলে এই জাফরান সাবানের পুরো গুনাগুন ভালোভাবে পেয়ে যাবেন।
জাফরান সাবান এর উপকারিতা
সাধারণত জাফরান সাবান হচ্ছে মানব দেহের জন্য খুবই উপকারী একটি সাবান।তাইতো জাফরান
সাবান এর উপকারিতা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত আপনারা যদি
সেই সাবান গুলো ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন।তেমন কোন
রকমের সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের।
কারণ অনেক মানুষ আছে যারা ভুল জাফরান সাবান কিনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন
হয়ে থাকে।তাইতো অবশ্যই আপনারা আসল জাফরান সাবান কিনবেন আর এই জাফরান সাবান
মানবদেহের ত্বকের কিন্তু খুবই উপকারী দিক আছে।কারণ এই জাফরানে রয়েছে প্রচুর
পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকার কারণে মানবদেহের ত্বকগুলো প্রচুর পরিমাণে
উন্নত করতে সাহায্য করে।
তাই আপনারা এই সাবান গুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।নিচে জাফরান সাবানের
কিছু উপকারিতা জানিয়ে দেওয়া হলো:
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
- মানব দেহে ত্বকের মৃত কোষগুলো দূর করে।
- ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
- ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে।
- ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
- ত্বকের যেকোন দাগ ও ব্যথা দূর করতে সাহায্য করে।
- ত্বকের যেকোনো স্পট দূর করে দেয়।
- ত্বকের বিভিন্ন রকম যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে।
জাফরান সাবান আসল নকল চেনার উপায়
সাধারণত জাফরান সাবান হচ্ছে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবান।তবে এই
সাবানের আসল নকল চেনা কিন্তু খুব দোষ দায়।কারণ যেই সাবান গুলো বা দ্রব্যগুলো
বাজারে প্রচুর পরিমাণে চলবে সেইগুলোর আবার ডুবলিকেট কোম্পানি বের হয়ে থাকে।তাইতো জাফরান সাবান আসল নকল চেনার উপায় আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।
কারণ অনেক মানুষ আছে যারা জাফরান সাবান কিনে বিভিন্ন রকম ভাবে ঠকে যায় বা
বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে।দিয়ে তারা তখন সাবান গুলো শরীরে ব্যবহার করার ফলে
তাদের শরীরে উপকার হওয়ার বদলে বিভিন্ন রকম ক্ষতি সৃষ্টি হতে পারে।তাইতো সেই সব
দিকগুলো বিষয় বিবেচনা করে অবশ্যই আপনাদের জাফরান সাবান কিনতে হবে তাহলে
পরবর্তীতে তখন কোন রকমের আর সমস্যা হবে না।তাইতো নিচে কিভাবে জাফরান সাবান আসল
নকল চিনবেন তা জানিয়ে দেওয়া হলো:
- রং এবং গন্ধ পরীক্ষা করাঃ সাধারণত জাফরান সাবানের গন্ধ হবে জাফরানের মতই।তাছাড়া সাবানের গন্ধ মৃদু হওয়ার কারণে এই জাফরান সাবানের গায়ের রং কিন্তু হলুদ রং হবে।
- প্যাকেট দেখে ক্রয় করাঃ সাধারণত আসল জাফরানর প্যাকেটের ওপর আপনি দেখলেই বুঝতে পারবেন।কারণ সেই প্যাকেটের ওপর মূল্য এবং উৎপাদনের তারিখ সব কিন্তু ভালোভাবে দেওয়া থাকবে।এইগুলো দেখে শুনে জাফরান সাবান কিনবেন।
- পানিতে মিশিয়ে পরীক্ষা করাঃ সাধারণত জাফরান সাবান গুলো যখন পানিতে ভালোভাবে মেশাবেন তখন কিন্তু পানির সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং সাবান পানির রং কিন্তু হলুদ হয়ে যাবে।তখনই আপনারা বুঝতে পারবেন সাবানের রং টি।
জাফরান সাবান দাম
সাধারণত জাফরান সাবান যদি আপনারা কিনতে চান তাহলে কিনতে পারেন।তাইতো জাফরান সাবান
দাম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত একটি জাফরান সাবানের দাম ৩১০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন হয়ে থাকে।তবে এই জাফরান সাবান এর দাম কিন্তু কোন মানুষই তেমন ভাবে জানে না।
তাইতো তাদের সুবিধার্থের জন্যই আমরা এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে
খুঁজে বের করে তারপর জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।আপনারা কোথায় যেয়ে প্রতারিত
না হয়ে ভালোভাবে জাফরান সাবানের দাম গুলো জানতে পারেন।কারণ আপনারা যখন জাফরান
সাবানের দাম গুলো জানতে পারবেন তখন কিন্তু আপনারা কোথাও যেয়ে কোন রকমের হয়রানির
শিকার আর হতে হবে না।তাইতো নিচে বিভিন্ন রকম জাফরান সাবানের দাম জানিয়ে দেওয়া
হলো:
- Cosprof Saffron Soap - 108gm Premium এই সাবানের দাম হলো - ৩০০ টাকা।
- Premium Handmade Saffron soap - 80gm এই সাবানের দাম হলো - ৬৫০ টাকা।
- Cosprof Rose Saffron Soap 108gm Premium এই সাবানের দাম হলো - ৩০০ টাকা।
জাফরান সাবান বানানোর নিয়ম
সাধারণত আপনারা যদি মনে করেন তাহলে জাফরান সাবান বাড়িতে বসে থেকেই বানাতে
পারবেন।তাইতো জাফরান সাবান বানানোর নিয়ম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে
দেওয়া হবে।সাধারণত আপনারা যখন বিভিন্ন বাজারে এই জাফরান সাবান গুলো কিনবেন তখন
কিন্তু আসল সাবান কোনভাবেই চিনতে পারবেন না।
কারন আসল জিনিসের সঙ্গে অনেকে ডুপ্লিকেট কোম্পানি বের হয়েছে সেগুলোর সঙ্গে
মিশ্রণ করে বিক্রি করা হয়।তখন আপনারা সেই ডুপ্লিকেট কোম্পানির সাবান গুলো কিনে
যদি ব্যবহার করেন তাহলে আপনারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন।তাইতো কোন
ভাবেই আপনাদের সেই জাফরান সাবান গুলো ব্যবহার করা যাবে না।
তাই বাড়িতে বসে থেকে কিভাবে জাফরান সাবান তৈরি করবেন সেই সম্পর্কে কিছু ধারনা
আপনাদের জানিয়ে দেওয়া হলো।তাইতো নিচে কিভাবে জাফরান সাবান তৈরি করবেন তার কিছু
নিয়ম জানানো হলো:
- কিছু পরিমাণে জাফরান নিবেন ১ থেকে ২ কাপ দুধের মধ্যে ২ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখবেন।জাফরান অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় এবং জাফরানের রং ছেড়ে দেয়।
- তবে সাবান তৈরি করার জন্য সোপ বেজ লাগবে।তাইতো তখন সোপ বেজ কিবে নেবেন তাহলেই দেখবেন যে সোপ বেজের প্যাকেটের উপর গট মিল্ক লিখা থাকবে।সেটি দেখে ভালোভাবে আসল নকল যাচাই বাছাই করে কিনবেন।তারপর সেই গট শিল্ক গুলো টুকরো টুকরো আকারে কেটে নেবেন।
- এরপর টুকরো করে কেটে রাখা সেইগুলো একটি পাত্রে নিয়ে কিছুক্ষণের জন্য আগুনে জাল দিয়ে গলিয়ে নিবেন।
- সেই সোপ বেজের মধ্যে ভিজিয়ে রাখা দুধ আর জাফরানা গুলো ঢেলে দেবেন।তারপর কিছু পরিমাণে গ্লিসারিন এবং ই-ক্যাপ ক্যাপসুল ভেঙ্গে দেবেন।
- এবার আগুনের জাল থাকা অবস্থায় ভালোভাবে নাড়তেই থাকবেন।
- তারপর ১ থেকে ২ ঘন্টা ভালোভাবে নেড়ে দেওয়ার পরে একটি বাটিতে বা পাত্রে ঢেলে নেবেন সম্পূর্ণ।
- দিয়ে কিছুক্ষণের জন্য রাখবেন তাহলেই দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি সাবান তৈরি হয়ে যাবে।
- তখন সেইগুলো পিস পিস করে কেটে ব্যবহার করতে পারে জাফরানের সাবান।
জাফরান সাবান এর অপকারিতা
সাধারণত যেটির উপকারিতা আছে সেটির কিন্তু আবার ক্ষতির দিক আছে।তাইতো জাফরান সাবান
এর অপকারিতা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে
উপকারী দিক অপকারি দিক কোন কিছুই না জানার কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে
যায়।তাই তাদের সুবিধার্থের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে জাফরান সাবানের কিছু
অপকারিতা গুলো খুঁজে বের করেছি দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
কারণ আপনারা যেটির উপকারিতা জানবেন সেটির অপকারী দিক এবং ক্ষতির দিকগুলো জেনে
রাখাটা ভালো।তাহলে পরবর্তীতে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাছাড়া
কিন্তু আপনারা অতিরিক্ত ব্যবহার করার ফলে অপকারী দিকের সম্মুখীন হতে পারেন তখন
সেই বিষয়ে কোন ধারনায় থাকবে না।তাইতো জাফরান সাবানের কিছু অপকারী দিক নিচে
জানিয়ে দেওয়া হলো:
- সাধারণত জাফরান সাবান মানুষের সৌন্দর্য বৃদ্ধির কারণে ব্যবহার করে থাকে।
- তবে সাবানে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করার কারণে অতিরিক্ত ব্যবহার করলে শরীরের ত্বকের ক্ষতি হতে পারে।
- সেই দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখাটা ভালো নাহলে পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে পারেন।
- তাইতো জাফরান সাবানের উপকারী দিক আছে বলে আপনারা কোনভাবেই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না।সীমিত পরিমানে ব্যবহার করবেন তাহলে ভালো উপকার পাবেন।
জাফরান সাবান price in Bangladesh
সাধারণত জাফরান সাবান গুলো আপনারা যখন কিনে ব্যবহার করবেন তখন কিন্তু ভালো উপকার
পেয়ে যাবেন।তবে জাফরান সাবান কেনার আগে আসল নকল কিনা সেইগুলো অবশ্যই যাচাই-বাছাই
করতে হবে।তাছাড়া জাফরান সাবান price in Bangladesh সম্পর্কে আপনাদের খুব
ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত জাফরান সাবানের দাম ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
তাইতো আপনারা যখন এই সাবান গুলোর দাম ভালোভাবে জানতে পারবেন তখন কিন্তু পরবর্তীতে
আপনাদের বাজার থেকে কিনতে কোন রকমের সমস্যা হবে না।তাইতো নিচে জাফরান সাবানের দাম
গুলো খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হলো:
- Cosprof Saffron Soap - 108gm Premium এর দাম - ৩০০ টাকা।
- Premium Handmade Saffron soap - 80gm এর দাম - ৬৫০ টাকা।
- Cosprof Rose Saffron Soap 108gm Premium এর দাম - ৩০০ টাকা।
জাফরান সাবানের পুষ্টিগুণ
সাধারণত আপনারা যদি জাফরান সাবান ব্যবহার করেন তাহলে ভালো উপকার পেয়ে
যাবেন।তাইতো জাফরান সাবানের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে
দেওয়া হবে।জাফরান সাবানে অনেক রকমের পুষ্টিগুণ থাকার কারণে এই সাবানগুলো যেকোন
মানুষ যদি ব্যবহার করে তাহলে ভালো উপকার পেয়ে যাবে।
কারণ এই সাবানে ভিটামিনের অনেক রকমের উপাদান গুলো দেওয়া থাকে যেটি মানুষের ত্বকে
এবং শরীরের ব্যবহার করার ফলে।যত রকমের সমস্যা সব কিন্তু খুব দ্রুত দূর হয়ে যায়
তাইতো জাফরান সাবানের যত রকমের পুষ্টিগুণ আছে সব কিন্তু এই আর্টিকেলের মধ্যে আমরা
জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
তাইতো আপনারা শুধু ধৈর্য সহকারে পড়বেন আর সবকিছুই জেনে নিতে পারবেন জাফরান সাবান
সম্পর্কে।তাইতো নিচে জাফরান সাবানের কিছু পুষ্টিগুন জানিয়ে দেওয়া হলো:
কার্বোহাইড্রেট
- প্রোটিন
- চর্বি
- ভিটামিন
- ম্যাঙ্গানিজ
- আয়রন
- পটাশিয়াম
- ক্যালসিয়াম
জাফরান সাবান সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ জাফরান সাবানের দাম কত?
উত্তরঃ ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
প্রশ্নঃ জাফরান সাবান ত্বকের কতটা উপকার করে?
উত্তরঃ সব সাবান ভালো উপকার করে মানবদেহের এবং ত্বকের।
প্রশ্নঃ জাফরান সাবান কিভাবে ব্যবহার করব?
উত্তরঃ দিনে ২ থেকে ৩ বার হাত মুখ জাফরান সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন
অথবা সপ্তাহে ২ থেকে ৩ দিন মাথা থেকে পা পর্যন্ত জাফরান সাবান ব্যবহার করতে
পারেন।
শেষ মন্তব্য | জাফরান সাবান ব্যবহারের নিয়ম
সাধারণত আপনারা যদি জাফরান সাবান গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো উপকার
পেয়ে যাবেন।কারণ জাফরান সাবানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম
পটাশিয়াম।এগুলোর ঘাটতি মানবদেহের এবং মানব ত্বকের পড়ে যাওয়ার কারণে বিভিন্ন
রকম দাগ হয় ফেটে যায় বিভিন্ন রকম অবস্থা হয়ে যায় মানব দেহের ত্বকের।
তাইতো তখন আপনারা যদি এই সাবানটি প্রতিনিয়ত ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু
ভালো উপকার পেয়ে যাবেন।পরবর্তীতে আপনাদের আর তেমন কোন সমস্যার সম্মুখীন হবে না
আপনাদের শরীর এবং ত্বক নিয়ে।তাইতো জাফরান সাবান সম্পর্কে সব রকম তথ্য জানিয়ে
দেওয়া হলো।আপনারা শুধু ধৈর্য সহকারে পড়ে দেখে জেনে নেবেন।
আশা করছি, উপরে তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো
লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো
টিপস পেতে ওয়েবসাইটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url