সহজ ভাবে বাদ মাগরিব তাবলীগের বয়ান এবং দাওয়াত সম্পর্কে জানুন

সাধারণত মসজিদে বয়ান হয় তাইতো বাদ মাগরিব তাবলীগের বয়ান সম্পর্কে আপনাদের ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ তাবলীগেরা যখন মসজিদে আসে তখন তারা এক রকমের ইসলামিক আলোচনায় বসে যেখানে বসলে অনেক সওয়াব পাওয়া যায়।তার সাথে জানিয়ে দেওয়া হবে দাওয়াত ও তাবলীগের বয়ান সম্পর্কে।

বাদ-মাগরিব-তাবলীগের-বয়ান

সাধারণত আপনারা যদি পুরোপুরি ভাবে তাবলীগের বয়ান ভালোভাবে জানতে পারেন আবার এর সোওয়াব সম্পর্কে জানেন তাহলে পরবর্তীতে আপনাদের আর তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।
পোস্টসূচিপত্রঃ

তাবলীগের বয়ান কি

সাধারণত একটি মসজিদে যখন তাবলীগ আসে তখন কিন্তু তারা বিভিন্ন রকম ইসলামিক আলোচনা করে বিভিন্ন ওয়াক্ত নামাজের পরে।তাইতো তাবলীগের বয়ান কি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত তাবলীগের বয়ান হচ্ছে মানুষদের ইসলামিক কিছু বিষয় নিয়ে তাদের সাথে কথা বলা এবং সেই বিষয়গুলো তাদের বোঝানো।

তাহলে তখন আপনারা পরবর্তীতে যাতে বিভ্রান্তির মধ্যে না পড়তে পারেন।দেশের বেশিরভাগ মানুষই মুসলিম হওয়ার সত্বেও কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে যায়।তাইতো সেই সব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি ভালোভাবে পড়ে দেখে নিতে হবে।তাহলে পরবর্তীতে আপনাদের আর তেমন কোন সমস্যা সম্মুখীন হতে হবে না।
তবে তাবলীগের বয়ান হচ্ছে ইসলামিক আলোচনা করা বিভিন্ন ওয়াক্তের নামাজের পরে।তাই অবশ্যই আপনারাই নামাজের পরে মসজিদে বসে তাবলীগের বয়ান গুলো শুনতে পারেন তাহলে ভালো লাগবে।এইগুলো আল্লাহর হাদিস আল কোরআন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে তারা।

বাদ মাগরিব তাবলীগের বয়ান

সাধারণত ইসলামিক দিক দিয়ে তাবলীগের বয়ান শোনাটা খুবই গুরুত্বপূর্ণ।তাইতো বাদ মাগরিব তাবলীগের বয়ান সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ তাবলীগের বয়ান হচ্ছে বিভিন্ন রকম দিক দিয়ে তারা ইসলামিক আলোচনা করে মানুষদের বুঝিয়ে থাকে।পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে আবার অনেক ধর্মেরও মানুষ আছে।

তবে তার মধ্যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে প্রচুর পরিমাণে শান্তি।তাইতো যারা ইসলাম ধর্মীয় মানুষ আছে তাদের অবশ্যই তাবলীগের বয়ান ভালোভাবে শুনে বিশ্বাস করে কাজ করাটা উচিত।তাহলে পরবর্তীতে তেমন কোন সমস্যার সম্মুখীন হবেন না।কারণ দেশের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও ইসলাম ধর্ম নিয়ে আল কোরআন নিয়ে ইসলামিক আলোচনা নিয়ে অনেক রকম বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে থাকে।

তবে আল্লাহ তা'আলা ইসলাম ধর্মের মানুষদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী রাসূলের বিধান অটল করে দিয়েছেন কোরআনের মাধ্যমে।তাইতো আপনারা যদি সেই বিধি-বিধান গুলো ভালোভাবে মানতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।তাইতো তাবলীগের বয়ান মাগরিব পরে আপনারা ভালোভাবে তাবলীগের সাথে থেকে বয়ান গুলো শুনতে পারেন।

কারণ সেই বয়ান গুলো শুনলে আপনাদের ঈমান মজবুত হবে এবং ইসলামের দৃষ্টিতে চোখ ভালোভাবে খুলে যাবে।তাইতো এই ইসলামিক আলোচনায় এবং বয়ান গুলো শোনা উচিত তাহলে পরবর্তীতে আপনাদের আর তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।কারণ আগেকার দিনে অনেকে নবীর রাসূল এসেছেন অনেক রকমের কথাবার্তা বলেছেন।

তার মধ্যে আমাদের জামানায় হযরত মুহাম্মদ (সঃ) যেই নীতি কথা এবং বিধান গুলো কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন এইগুলো অবশ্যই মেনে চলা উচিত।তাইতো মাগরিবের নামাজের পরে অথবা যেকোন নামাজের পরে প্রচুর পরিমাণে তাবলীগ যেখানে থাকবে সেখানে ইসলামিক আলোচনা হয়ে থাকে সেগুলো আপনারা বসে শুনবেন তাহলে ভালো সওয়াব পাবেন।আপনাদের ঈমান মজবুত হবে আপনাদের ব্রেন ভালো থাকবে।

দাওয়াত ও তাবলীগের বয়ান

সাধারণত তাবলীগের বয়ান এক জিনিস এবং তবলীগের দাওয়াত আরেক জিনিস।তাইতো দাওয়াত ও তাবলীগের বয়ান সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক মানুষ আছে যারা তাবলীগের বয়ান সম্পর্কে কোন কিছু জানে না বা তাদের কোন ধারনা নেই।তাইতো আপনারা আমাদের এই আর্টিকেলটি সর্বপ্রথম পুরোপুরি ভালোভাবে পড়ে দেখে জেনে নেবেন তাহলে এই তাবলীগের বয়ান এবং দাওয়াত সম্পর্কে সব কিছু জানতে পারবেন।

সাধারণত তাবলীগের দাওয়াত দিয়ে থাকে মানুষদের ভালো কাজ করার জন্য এবং তাদের আল্লাহর পথে নিয়ে আসার জন্য।তবে আপনাদের যদি কোন তাবলীগ এসে দাওয়াত দেয় তাহলে অবশ্যই দাওয়াতটি গ্রহণ করে মসজিদে যাবেন এবং তাবলীগের নিয়ম অনুযায়ী নামাজ কালাম পড়বেন।তারপরে তাবলীগের বয়ান এবং ইসলামিক আলোচনা গুলো শুনবেন।
তাহলেই পরবর্তীতে আপনাদের আর তেমন কোন মনের খামতি থাকবে না ঈমান শক্ত হবে মজবুত হবে।তবে তাবলীগের বয়ান হচ্ছে নবীজি সম্পর্কে এবং নবীজির যত রকমের ইসলামীক নীতি কথা বিধান আলোচনা সব কিন্তু এই আর্টিকেলের মধ্যে আমরা ভালোভাবে জানিয়ে দিয়েছি আপনারা শুধু ধৈর্য সহকারে সবকিছু পড়ে দেখে জেনে নেবেন।

বাদ-মাগরিব-তাবলীগের-বয়ান

তাবলীগের দাওয়াত
সাধারণত একটি মসজিদে যখন তাবলীগ আসবে তখন কিন্তু তারা মসজিদে এবাদত করবে আবার নামাজের মধ্যে কোন এক ওয়াক্ত নামাজের পরে দাওয়াত।মসজিদের বাইরে বের হয়ে বিভিন্ন রকম মানুষদের দাওয়াত দিয়ে বেড়াবে।তবে অবশ্যই মানুষদের ভালো পথে এবং আল্লাহর পথে আনার জন্যই তারা দাওয়াত দেবে এবং মসজিদে ডাকবে।

সাধারণত নবীজি যেমন আগেকার দিনে যে ইসলামের দাওয়াত দিতে যে তায়েফের কাফেরদের হাতে ক্ষতবিক্ষত হয়েছিল।সেই রকম এক অবস্থার কারণেই তাবলীগেরা নবীজির নিয়ম পালন করার জন্যই তারা ঈমানের দাওয়াত দিয়ে বেড়ায়।

তাবলীগের বয়ান
সাধারণত তাবলীগের বয়ান হচ্ছে যারা ইসলাম ধর্ম তাই ঈমান নিয়ে বা বিভিন্ন রকম ইসলামিক বিভ্রান্তির মধ্যে আছে তাদের ভালো করার জন্যই তাবলীগের বয়ান।তবে অবশ্যই এই বয়ানগুলো আপনাদের জানা উচিত শিখা উচিত।যখন একটি মসজিদে তাবলীগেরা আসবে তখন কিন্তু বিভিন্ন রকমের নীতিকথা এবং ইসলামিক আলোচনা করবে।

নবীজির কথাগুলো আল্লাহর পথে আসার জন্য সেই কথাগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত।যারা তাবলীগের বয়ান খুঁজে বেড়াচ্ছে তারা তাবলীগের বয়ান সম্পর্কে কোন কিছু জানে না তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি ভালোভাবে পড়ে দেখে জেনে নিবে।

বাদ মাগরিব ঈমান ও একিনের বয়ান

সাধারণত মাগরিবের নামাজের পরে যে ইসলামিক আলোচনা বয়ান হয়ে থাকে একে বাদ মাগরিবের তাবলীগের বয়ান বলে।তাইতো বাদ মাগরিব ঈমান ও একিনের বয়ান সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত মাগরিবের পরে বিভিন্ন রকমের বয়ান গুলো এবং ইসলামিক আলোচনা গুলো করা হয়ে থাকে।

তবে আপনারা যদি সেই ইসলামিক আলোচনা বয়ান গুলো ভালোভাবে শুনেন তাহলে কিন্তু আপনাদের ঈমান ও একিন মজবুত হবে।সাধারণত ইসলামিক দিক থেকে সবকিছু না দেখে বিশ্বাস করাকে ঈমান বলে।তবে ইসলাম ধর্মের সর্বপ্রথম হচ্ছে ঈমান মজবুত করতে হবে তাছাড়া কিন্তু আপনারা যতই নামাজ রোজা করেন না কেন সেগুলো কার্যকর হবে না।

তাইতো সর্বপ্রথম আপনাদের ঈমান মজবুত করতে হবে তারপরে সেইগুলো ঠিকঠাক আছে কি নেই সেই দিকগুলো দেখতে হবে।আপনারা ইমান মজবুদ করতে পারলেই তারপরে আপনারা যে কাজগুলো করবেন ইসলামের পক্ষপাতিত্ব হয়ে যাবে এবং ফল পেয়ে যাবেন।

ঈমান
সাধারণত ইসলামে সম্পর্কে আল্লাহ নবী রাসূল কেয়ামত জান্নাত জাহান্নাম সবকিছুকে বিশ্বাস করাই হচ্ছে ঈমান।তবে ইসলামের প্রথম মহা দৃষ্টিতে সর্বপ্রথম আপনাকে এই ঈমান আনতে হবে এবং আপনার ঈমান মজবুত করতে হবে।তাছাড়া কিন্তু কোনো ভাবেই আপনারা ভালো থাকতে পারবেন না ভালো থাকলেও বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়ে যাবে।

তাইতো সেই সব দিকগুলো অবশ্যই আপনাদের ভেবেচিন্তে দেখতে হবে তাহলে পরবর্তীতে আপনাদের ঈমান মজবুত হবে এবং ইসলামের দৃষ্টিতে আপনারা শান্তি প্রিয় ভাবে থাকতে পারবেন।

একিন
সাধারণত ইসলামিক কিয়ামতে বিশ্বাস করে চলা এবং ইসলামের পথে চলাফেরা করাকেই একিন বলা হয়।তবে ঈমান ও একিনের মধ্যে কোন পার্থক্য নেই তবে আবার বিপরীত পার্থক্য আছে।তাইতো এই দুটি সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে এবং জানতে হবে তাছাড়া কিন্তু আপনার কোনো ভাবেই এই জিনিসগুলো পালন করতে পারবেন না।

তবে ইসলাম নিয়ে ইসলামের আলোচনা করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে পরবর্তীতে আপনারা আর তেমন কোন সমস্যার মধ্যে পড়বেন না।কারণ ইসলামিক বিভিন্ন রকমের নীতি নৈতিকতা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তেমন কোনো আর বড় ঝামেলায় পড়বেন না।

তাশকিলের বয়ান সমূহ

সাধারণত তাশকিলের বয়ান গুলো সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে পরবর্তীতে আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে।তাইতো তাশকিলের বয়ান সমূহ সম্পর্কে আপনাদের সবকিছু জেনে রাখা উচিত।তবে এই বয়ান গুলো সম্পর্কে ভালোভাবে আপনাদের যদি ধারণা কোনভাবেই না থাকে তখন আপনারা নবী রাসূলের আলোচনা নির্দেশনা কোনভাবেই বুঝতে পারবেন না।

তবে আগেকার নবী রাসুলেরা দিন প্রতিষ্ঠা এবং ইসলাম ধর্মের জন্য কত কষ্ট সহ্য করে তাদের যদি সব কাহিনী বলা হয় তাহলে অনেক গুলো সময় নিয়ে দাঁড়াবে।তবে আপনাদের যদি তাবলীগের কোনভাবেই দাওয়াত দেয় তাহলে তাদের দাওয়াতকে ফেলে দিবেন না অবশ্যই সেটি পালন করার চেষ্টা করবেন।
তাবলীগেরা দাওয়াত দিলে অবশ্যই আপনাকে মসজিদে নিয়ে যাবে এবং নামাজ পড়িয়ে তারপরে কিছু বয়ান শোনাবে সেগুলো শুনে আপনি নির্দ্বিধায় বের হয়ে আসতে পারেন মসজিদ থেকে।তাইতো অবশ্যই বয়ান গুলো ভালোভাবে আপনাদের শুনে নেওয়া উচিত তবে তাশকিলের বয়ান তাবলীগের বয়ান একই জিনিস।

সাধারণত যারা তাবলীগ জামাতে বের হতে পারেন না বা ইজতেমাতে বা চিল্লাতে যেতে পারেন না তারা অবশ্যই তাবলীগের বয়ান গুলো ভালোভাবে শুনবেন তাহলে আপনাদের সেই সমপরিমাণ সোওয়াব পেয়ে যাবেন।তাইতো অবশ্যই সেই বয়ান গুলো আপনাদের শুনে রাখা উচিত এবং এগুলো শুনলে ভালো সোওয়াব পাওয়া যায়।

তাবলীগ জামাতের ছয় নাম্বার বয়ান

সাধারণত তাবলীগের ৬ নম্বর বয়ান সম্পর্কে বোঝানো হয়েছে ছয়টি আলাদা আলাদা দিক সম্পর্কে।তাইতো তাবলীগ জামাতের ছয় নাম্বার বয়ান সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত অনেক মানুষ আছে যারা তাবলীগ জামাতের ৬ নম্বর বয়ান কি এবং বয়ান গুলো কেমন সেই বিষয়ে কোন ধারনা নেই।

তবে আমরা এই আর্টিকেলের মধ্যে সব থেকে ভালো তাবলীগ জামাতের ভালো বয়ান আছে এবং ৬ নম্বর বয়ান সম্পর্কে খুব ভালোভাবে জানিয়ে দেবো।আপনারা ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়বেন আর সবকিছু দেখে জেনে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের আর তাবলীগ জামাতের বয়ান নিয়ে কোন রকমের তেমন বিভ্রান্তি থাকবে না।

বাদ-মাগরিব-তাবলীগের-বয়ান

কারণ এই তাবলীগ জামাতগুলো সম্পর্কে আপনারা যদি জানেন তখন সেইগুলো অবশ্যই আপনাদের পালন করতে হবে এটা ছাড়া পরিপূর্ণ ঈমান আসবে না।তবে ইসলামের ছয় নাম্বার আলোচ্য বিষয়গুলো নিচে জানিয়ে দেওয়া হলো:
  • কালিমা পড়া
  • সালাত বা নামাজ আদায় করা
  • ইলম এবং জিকির করা
  • তাসহীহ অর্থাৎ সঠিক নিয়ত
  • একরামুল মুসলিমীন বা মুসলমানদের সম্মান করা
  • দাওয়াত এবং তাবলীগ অর্থাৎ মানুষের সাথে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া
সাধারণত এই ছয়টি বিষয় সম্পর্কে আপনারা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনাদের ঈমান আরো মজবুত হবে এবং আপনারা ইসলামের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়বেন।তবে অবশ্যই এই দিকগুলো ভালোভাবে আপনাদের জেনে রাখা উচিত তাহলে পরবর্তীতে আপনাদের আর তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

কারণ দেশে ইসলাম ধর্মের মানুষ অনেক হওয়ার সত্বেও তারা ইসলাম ধর্ম নিয়ে বা কিছু বয়ান নিয়ে তারা বিভ্রান্তির অবস্থার মধ্যে আছে।তাইতো উপরে তথ্যগুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করে জানিয়ে দেওয়া হলো:

কালিমা পড়াঃ
সাধারণত আপনি যদি কালিমা ঠিকঠাকভাবে পড়তে জানেন বা পড়েন তাহলে আপনি অবশ্যই ইসলাম ধর্মের মধ্যে থাকবেন।কারণ কালিমা পড়লে আল্লাহ এবং নবী রাসুলদের মেনে নেওয়া হয়।তবে নবী রাসুল এবং আল্লাহকে মেনে নিলে ইসলাম ধর্ম গ্রহণ হয়ে যায়।তাছাড়া যারা ইসলাম ধর্মের মানুষের তারা অবশ্যই বেশি বেশি কালিমা পাঠ করবেন তাহলে ভালো সোওয়াব পাবেন।
সাধারণত বিভিন্ন হাদিসের মধ্যে আছে কালিমা যদি ১৪ বার পাঠ করে তাহলে হাশরের ময়দানে তার চেহারা নুরের মতো জ্বলজ্বল করে জ্বলবে।তাইতো মানব জীবনে এই কালিমা পাঠ করা বা পড়া খুবই গুরুত্বপূর্ণ।

নামাজ বা সালাত আদায় করাঃ
সাধারণত নামাজ বা সালাত আদায় করতে হবে কারণ মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার কারণে।তাইতো আল্লাহর এবাদত করতে হবে এবং নবী রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী চলাচল করতে হবে তাহলেই আল্লাহ সুখে শান্তিতে রাখবে।সাধারণত আপনারা যদি বিপদ আপদ মুক্ত এবং ভালো থাকতে চান তাহলে অবশ্যই প্রতিনিয়ত নামাজ আদায় করতেই হবে।

কারণে নামাজ আদায় করাতেই আছে প্রকৃত সুখ যদি আপনারা প্রকৃত সুখী না হন তাহলে কিন্তু বেঁচে থাকা দায় দশা হয়ে যাবে।এই কারণে নামাজ আদায় করাটা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

ইলম ও জিকির করাঃ
সাধারণত মানব দেহের জন্য জিকির করাটা খুবই গুরুত্বপূর্ণ।কারণ জিকির করলে মানবদেহের আত্মা পরিশুদ্ধ হয়।সাধারণত যেই দিলে জিকির করে না সে দিল একেবারে মরে যায় এবং কঠোর হয়ে যায় ইসলামিক দিক দিয়ে।কারণ একটি মানুষ যখন কোনোভাবেই জিকির করবে না তখন কিন্তু তার ইসলামিক কোন কাজ বা ইসলামিক কোন দিক কোনভাবেই ভালো লাগবে না।তাইতো মানব দেহের জন্য অবশ্যই জিকির করাটাও খুবই গুরুত্বপূর্ণ ।

সঠিক নিয়তঃ
সাধারণত ইসলামিক দিক দিয়ে যেকোনো জিনিস আপনারা করতে পারেন আর না পারেন।সর্বপ্রথম আল্লাহ তালা দেখবে তার কেমন নিয়ত ভালো নিয়ত না খারাপ নিয়ত।যেমন মানুষেরা কোরবানি ঈদের পশু নিয়ত করে কিনে বা নিয়ত করে লালন পালন করে।সেই রকমই বিষয় হচ্ছে কোন কিছুর উপরে ভালো নিয়ত করা এবং খারাপ নিয়ত করা।

তবে অবশ্যই কোন জিনিসের উপর সব সময় আপনাদের ভালো নিয়ত করতেই হবে।ভালো নিয়ত করলে আপনারা বিশেষ ভাবে ভালো সওয়া পেয়ে যাবেন। খারাপ নিয়ত করলে সেটি তো কোনোভাবেই পূরণ হবে না তাছাড়াও আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে পারে।জীবনে সহীহ শুদ্ধ ভালো নিয়ত করাটাই খুব গুরুত্বপূর্ণ।

একরামুল মুসলিমীন বা মুসলমানদের সম্মান করাঃ
সাধারণত যেকোনো ধর্মের মানুষেরা মুসলমানদের এবং ইসলাম ধর্মকে খুবই সম্মানার্থের চোখে দেখে।তাইতো আমরা মুসলমান হয়েও এক মুসলমানকে সম্মান কোনভাবেই করি না।তবে অবশ্যই এক মুসলমানকে এবং বড় মুরুব্বি মুসলমানদের সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ।বড় মানুষেরা যখন মুসলমান হিসেবে গ্রহণ করবে তখন কিন্তু তারা ভালো আদব কায়দা ছোটদের শেখাবে।এই দিক দিয়ে সব মুসলমান মানুষদের ভালোভাবে সম্মান করাটাই খুব গুরুত্বপূর্ণ।

দাওয়াত এবং তাবলীগ অর্থাৎ মানুষদের কাছে দ্বিনের দাওয়াত দেওয়াঃ
সাধারণত মসজিদে যখন তাবলীগেরা আসে তখন কিন্তু ৫ ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ পড়ে বাইরে বের হয়ে যায় মানুষদের ইসলামের দ্বীনের দাওয়াত দিয়ে বেড়ায়।তাইতো সব সময় তাবলীগেরা কেন দিনের দাওয়াত দিবে এমনি মানুষেরা আপনারাও কিন্তু নামাজের পরে বা এমনি সময় মানুষদের কাছে দ্বিনের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারেন।

সাধারণত আপনারা যখন দ্বিনের দাওয়াত দেবেন তখন কিন্তু আপনারা দেখাদেখি একজন মানুষ ভালো হয়ে যাবে তখন ভালো হয়ে গেলে সেও কিছুটা স্বভাব পাবে এবং আপনি পাবেন।তাইতো এবাদত করা এবং অন্যকে এবাদত করতে সাহায্য করা এবং উৎসাহ করাটা এক প্রকার ইমানের অঙ্গ।তাই আপনারা সবসময় নিজে আল্লাহর এবাদত করবেন ও ঈমান আনবেন এবং অন্য মানুষকে উৎসাহিত করবেন এবাদত করার জন্য।

তাবলীগের বয়ান সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ ইসলামের দাওয়াত বলতে কি বুঝায়?
উত্তরঃ নিজে আল্লাহর এবাদত করা এবং অন্যকে এবাদত করতে উৎসাহিত করে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসাটাই ইসলামের দাওয়াত বলে।

প্রশ্নঃ তাবলীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ ১৯২০ সালে দক্ষিণ দিল্লির পশ্চিমে নিজামুদ্দিন মারকাজ নামে এক ব্যক্তি পরিচালনা করেন।

প্রশ্নঃ তাবলীগ শব্দের অর্থ কি?
উত্তরঃ প্রচার,প্রচারণা ও বিতরণ ইত্যাদি।

শেষ মন্তব্য | বাদ মাগরিব তাবলীগের বয়ান

সাধারণত তাবলীগের বয়ান শোনা প্রত্যেক মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ।কারণ একটি মসজিদে যখন তাবলীগ আসে তখন কিন্তু তাবলীগেরা ৫ ওয়াক্ত নামাজের পরে বা কোনো এক নির্দিষ্ট নামাজের পরে।বিভিন্ন রকম আল্লাহ,নবী রাসুল দান খায়রাত বিভিন্ন ইসলামিক আলোচনা করে থাকেন।সেইগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত তাহলে পরবর্তীতে আপনারা তখন পালন করতে পারবেন।

কারণ বাংলাদেশের বেশিরভাগ মুসলমান আবার ইসলাম ধর্ম হওয়ার সত্বেও একজন মানুষের সব রকম বিষয়ে জ্ঞান বা আলোচনা তাদের মধ্যে নেই বা জানে না।তবে সেই সব তথ্যগুলো জানতে অবশ্যই আমাদের আর্টিকেলটি একবার হলেও ভালোভাবে পড়ে দেখে জেনে নেবেন।তারপর অবশ্যই তাবলীগের সাথে থাকবেন তাবলীগের সাথে দাওয়াত দিয়ে বেড়াবেন এবং তাবলীগের বয়ান গুলো ইসলামিক আলোচনা গুলো শুনবেন তাহলে সবগুলো আপনারাও শিখে যাবেন।

তাবলীগের বয়ানগুলো শিখে শুনে পালন করাটা একটি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।আশা করছি, উপরের তথ্যগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হবেন।তাই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।আরো বিভিন্ন রকম তথ্য এবং ভালো ভালো টিপস পেতে ওয়েবসাইটি ফলো করুন এবং নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url